জীবন ধারনের প্রণালি (পাঠ-৪) Class V Environment Lesson 4 Question Answer

ডেইলি বরাক
By -

জীবন ধারনের প্রণালি (পাঠ-৪), পঞ্চম শ্রেণীর পরিবেশের প্রশ্ন উত্তর, জীবন ধারনের প্রণালি পাঠ-৪, Class V EVS, Class 5 Environment Question Answer Chapter 4.


(toc)

জীবন ধারনের প্রণালি পাঠের অনুশীলনীর প্রশ্ন উত্তর

১ । উত্তর লেখো-

(ক) গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কী? ওরা কী কী চাষ করে?
উত্তর:- গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কৃষি। ওরা ধান, ডাল, পাট, সরিষা, তিল, আখ, নানা প্রকার শাক-সবজি ইত্যাদির চাষ করে৷

(খ) চর অঞ্চলের লোকেরা কী কী চাষ করে?
উত্তর:- চর অঞ্চলের লোকেরা সাধারণত রবি শস্যের চাষ করে৷ যেমন- ডাল, সরিষা, লঙ্কা, বেগুন, তরমুজ ইত্যাদি ৷

(গ) জুম চাষ কাকে বলে? এই কৃষি পদ্ধতিতে কী কী চাষ করা হয়?
উত্তর:- পাহাড়ি অঞ্চলের লোকেরা পাহাড়ের জঙ্গল কেটে আগুন লাগিয়ে জ্বালাবার পর পাহাড়ের ঢালু স্থানে কোদাল দিয়ে মাটি কেটে চাষ করে তাকে জুম চাষ বলে। এই পদ্ধতিতে প্রধানত আউস ধান, মকাই, তিল, আদা, হলুদ ইত্যাদি চাষ করা হয়।

(ঘ) নদীর চর অঞ্চলের লোকেরা কীভাবে জীবন নির্বাহ করে?
উত্তর:- নদী-অঞ্চলের লোকেরা কৃষিকার্যের সঙ্গে মৎস্যজীবি হিসেবেও জীবিকা নির্বাহ করে।

(ঙ) চা-বাগানের শরমিকগণ কী কী কাজের সঙ্গে জড়িত?
উত্তর:- চা-বাগানের শরমিকগণ বাগানের কচি চা-পাতা সংগ্রহ, কারখানায় বস্তু আনা-নেওয়া, যন্ত্র পাতি চালানো ইত্যাদি কাজের সঙ্গে জড়িত ৷

২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও –

উত্তর:-



৩। শূন্যস্থান পূরণ করো-

(ক) খরা মরশুমে পাহাড়ি অঞ্চলে _________ অভাব হয়।
উত্তর:- জলের৷

(খ) পাহাড়ি অঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলো সাধারণত __________ ভূমি।
উত্তর:- সমতল৷

(গ) পাহাড়ি অঞ্চলের মানুষরা সাধারণত__________ করে।
উত্তর:- জুম চাষ৷

(ঘ) অসমের পাহাড়, সমতল দুটো স্থানেই _________ দেখা যায়।
উত্তর:- শররাঞ্চল।

(ঙ) _________ মানুষেরা কুটির শিল্পের সঙ্গে জড়িত।
উত্তর:- গ্রামের৷

৪। নীচের বাক্যগুলো শুদ্ধ না অশুদ্ধ লেখো।

(ক) প্রাচীন কালে মানুষ স্থায়ীভাবে ঘর-বাড়ি বানিয়ে উন্নত জীবন যাপন করতো।
উত্তর:- অশুদ্ধ ।

(খ) উদ্যোগ, চাকরি, ব্যবসা ইত্যাদি নগর অঞ্চলের লোকের জীবিকা নির্বাহের মূল উপায়।
উত্তর:- শুদ্ধ ।

(গ) শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে যানবাহনের সংখ্যা কম।
উত্তর:- শুদ্ধ ।

(ঘ) কৃষিকাজ ছাড়াও গ্রাম অঞ্চলের কিছু মানুষ চাকরিজীবি হিসাবে জীবিকা নির্বাহ করে।
উত্তর:- শুদ্ধ ৷

(ঙ) চর অঞ্চলে বসবাসকারী মানুষরা সাধারণত রবি শস্যের চাষ করে।
উত্তর:- শুদ্ধ ৷

৫। আগুনের আবিষ্কার কীভাবে হয়েছিল?

উত্তর:- আদিমকালে মানুষ জঙ্গলে বেড়ানর সময় ঘটনাক্রমে দুখণ্ড পাথরের ঘর্ষণে আগুনের স্ফূলিঙ্গ উৎপন্ন হতে দেখেছিল। সেই স্ফূলিঙ্গ শুকনো ডাল-পাতার সংস্পর্শে এসে আগুনের সৃষ্টি হয়েছিল। এভাবে আগুনের আবিষ্কার হয়েছিল।

৬ । আদিমকালে মানুষ কী কী কার্যে পাথরের সরঞ্জাম ব্যবহার করতো?
উত্তর:- আদিমকালে মানুষ শিকার করা, খাদ্যবস্তু কাটা বা গুঁড়ো করা, ছবি আঁকা ইত্যাদি কাজে পাথরের সরঞ্জাম ব্যবহার করতো।

৭। পার্থক্য লেখো

(ক) গ্রাম ও শহর

গ্রাম শহর
(a) গ্রামের জনবসতি পাতলা৷

(b) গ্রামের রাস্তা-ঘাট সরু ও বেশির ভাগ কাচা রাস্তা৷

(c) গ্রামাঞ্চলে অধিকসংখ্যক লোক কৃষিকাজ, কুটির শিল্প, মৎস্য পালন, হাঁস, মুরগি পালন ইত্যাদির উপর নির্ভরশীল।

(d) গ্রামাঞ্চলের যান-বাহনের সংখ্যা কম
(a) শহরের জনবসতি ঘন৷

(b) শহরের রাস্তা-ঘাট অনেক চওড়া ও যাতায়াতের জন্য ভালো।

(c) শহরাঞ্চলের লোকেরা চাকরি, ব্যবসা ইত্যাদির উপর নির্ভরশীল।

(d) শহরাঅঞ্চলে যান-বাহনের সংখ্যা বেশি


(খ) সমতল ও পাহাড়ি অঞ্চল

সমতল পাহাড়ি অঞ্চল
(a) সমতল অঞ্চলের লোকেরা কৃষি কাজ করে৷

(b) সমতল অঞ্চলের লোকেরা প্রধানত ধান, ডাল, পাট, সরিষা, তিল, আখ, নানা প্রকার শাক-সবজি ইত্যাদির চাষ করে৷
(a) পাহাড়ি অঞ্চলের লোকেরা সাধারণত জুম চাষ করে৷

(b) পাহাড়ি অঞ্চলের লোকেরা প্রধানত ধান, মকাই, তিল, আদা, হলুদ ইত্যাদি চাষ করে৷

পাঠ - ৫ আহারের প্রয়োজনীয়তা

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!