অসমের রাজ্য কয়টি ?
অসম রাজ্যে ৩৩টি জেলা আছে ।সেগুলো হলো – হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড়, তিনসুকিয়া, ডিব্রুগড়, লক্ষিমপুর, ধেমাজি, শিবসাগর, যোরহাট, গোলাঘাট, শোণিতপুর, দরং, ওদালগুড়ি, নগাঁও, মরিগাঁও, কামরূপ (মহানগর), কামরূপ, নলবাড়ি, বরপেটা, বাকসা, বঙাইগাঁও, চিরাং, গোয়ালপাড়া, কোকরাঝাড়, ধুবড়ি, কার্বি আংলং (পূর্ব), ডিমা হাসাও, বিশ্বনাথ, চরাইদেউ, হোজাই, মাজুলী, দক্ষিণ শালমারা মানকাচর, পশ্চিম কার্বিআংলং।
Hailakandi , Karimganj, Cachar, Tinsukia, Dibrugarh, Lakhimpur, Dhemaji, Sivasagar, Jorhat, Golaghat, Sunitpur, Darang, Udalguri , Nagaon, Morigaon, Kamrup (Metro), Kamrup ( Rural), Nalbari, Barpeta, Baksha, Bongaigaon, Chirang, Goalpara, Kokrajhar, Dhubri, Karbi Anglong (East), Dima Hasao, Biswanath, Charaideo, Hojai Majuli, South Salmara Mankachar, Karbi Anglong (West)
Description of districts of Assam
১। জেলার নাম : হাইলাকান্দি
সদর স্থান : হাইলাকান্দি
প্রধান স্থান সমূহ : হাইলাকান্দি, লালা, আলগাপুর, পাঁচগ্রাম
মহকুমা : হাইলাকান্দি, কাটলিছড়া
নদী-উপনদী : বরাক, ধলেশ্বরী, কাটাখাল
প্রধান শস্য : ধান, ডাল, পাট, ইক্ষু, চা, পাণ-সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : কাগজ, চা, বাঁশ-বেতের সামগ্রী
২। জেলার নাম : করিমগঞ্জ
সদর স্থান : : করিমগঞ্জ,
প্রধান স্থান সমূহ : : করিমগঞ্জ, চরগোলা, বদরপুর, রামকৃষ্ণনগর, কালিগঞ্জ, পাথারকান্দি।
মহকুমা : করিমগঞ্জ, রামকৃষ্ণনগর, পাথারকান্দি।
নদী-উপনদী : বরাক, কুশিয়ারা, লঙ্গাই, শিঙীয়া ।
প্রধান শস্য : ধান, ডাল, পাট, ইক্ষু, পান-সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ।
প্রধান শিল্প উদ্যোগ : চিনি, বাঁশ-বেতের সামগ্রী, মাটির বাসন ।
৩। জেলার নাম : কাছাড়
সদর স্থান : শিলচর
প্রধান স্থান সমূহ : শিলচর, উদারবন্দ, লক্ষিপুর, খাছপুর, কালাইন।
মহকুমা : শিলচর, লক্ষিপুর, কাটিগড়া, সোনাই।
নদী-উপনদী : বরাক জিরি, চিরি, জাটিঙ্গা, মধুরা, রুকনি, সোনাই।
প্রধান শস্য : ধান, চা, ডাল, পাট, সরষে, ইক্ষু
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, বিমানপথ, জলপথ।
প্রধান শিল্প উদ্যোগ : চা, প্লাইউড, বাঁশ-বেতের সামগ্রী, পাটি।
৪। জেলার নাম : তিনসুকিয়া
সদর স্থান : তিনসুকিয়া
প্রধান স্থান সমূহ : তিনসুকিয়া, ডিগবয়, মার্ঘেরিটা, ডুমডুমা, চেপাখোয়া, লিডু, শৈখোয়াঘাট।
মহকুমা : তিনসুকিয়া, মার্ঘেরিটা, সদিয়া
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, দিবং, লোহিত, ডাঙরি, ডিব্রু, বুড়িদিহিং, ডুমডুমা, কুণ্ডিল
প্রধান শস্য : চা, ধান, ডাল, সরষে, কমলালেবু, আদা, পান-সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ।
প্রধান শিল্প উদ্যোগ : চা, কয়লা উত্তোলন, প্লাইউড, মোমবাতি, প্রাকৃতিক গ্যাস সংগ্রহ, তেল পরিশোধন
৫। জেলার নাম : ভিব্রুগড়
সদর স্থান : ভিব্রুগড়
প্রধান স্থান সমূহ : নামরূপ, দুলিয়াজান,
মরান, নাহরকটিয়া, চাবুয়া
মহকুমা : ভিব্রুগড় ,নাহরকটিয়া, মরাণ
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, ডিব্রু, চেঁচা, বুড়িদিহিং, লুইত।
প্রধান শস্য : ধান, ডাল, সরষে, চা, পান, সুপারি, ইক্ষু৷
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ, বিমানপথ
প্রধান শিল্প উদ্যোগ : চা, কয়লা, প্লাইউড, রেল মেরামতি, প্রাকৃতিক গ্যাস সংগ্রহ, গেছ ক্রেকার প্রকল্প৷
৬। জেলার নাম : লখিমপুর
সদর স্থান : উত্তর লখিমপুর
প্রধান স্থান সমূহ : উত্তর লখিমপুর, হারমতী, নারায়ণপুর, বিহপুরিয়া, ঢকুয়াখানা, পানীগাও, লালুক, বান্দরদোয়া
মহকুমা : উত্তর লখিমপুর, ঢকুয়াখানা, নারায়ণপুর, বিহপুরিয়া,
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কঢ়া, সুবনশিরি, রাঙানৈ, ডিক্রং, চারিকড়িয়া, ধূনা, ঘাগর
প্রধান শস্য : ধান, ডাল, পাট, সরষে, ইক্ষু, চা, পান, সুপারি, পাট
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, বিমানপথ, জলপথ।
প্রধান শিল্প উদ্যোগ : চা, এন্ডি, মুগা
৭। জেলার নাম : ধেমাজি
সদর স্থান : ধেমাজি
প্রধান স্থান সমূহ : ধেমাজি, জোনাই, বরদলনি, শিলাপাথার, লিকাবালি, গোগামুখ
মহকুমা : ধেমাজি, জোনাই,
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, দিকারি, সিমেন, টাঙনি, গাই, নদী, জীয়াঢল, সুবনশিরি
প্রধান শস্য : ধান, ডাল, সরষে, ইক্ষু, পান, সুপারি, আলু।
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ।
প্রধান শিল্প উদ্যোগ : এন্ডি, মুগা
৮। জেলার নাম : শিবসাগর
সদর স্থান : শিবসাগর
প্রধান স্থান সমূহ : শিবসাগর, নাজিরা, চারিং, আমগুড়ি
মহকুমা :- শিবসাগর, নাজিরা
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, ডিমৌ, দিসাং, দিখৌ, জাজি, নামদাং, বুড়ি, দিহিং, দরিকা
প্রধান শস্য : ধান, চা, ডাল, সরষে, ইক্ষু, পান, সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : খনিজ তেল উত্তোলন, প্রাকৃতিক গ্যাস সংগ্রহ, চা, এন্ডি, মুগা, রেশম।
৯। জেলার নাম : যোরহাট
সদর স্থান : যোরহাট
প্রধান স্থান সমূহ : যোরহাট, মরিয়ানি, তিতাবর, টিয়ক
মহকুমা : যোরহাট, তিতাবর
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, টিয়ক, দিচৈ-ভোগদৈ, গেলাবিল, জাজি, কাকডোঙা
প্রধান শস্য : ধান, চা, ডাল, সরষে, ইক্ষু
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ, বিমানপথ
প্রধান শিল্প উদ্যোগ : চা, প্লাইউড, খনিজ তেল উত্তোলন, এন্ডি, মুগা, রেশম
১০। জেলার নাম : গোলাঘাট
সদর স্থান : গোলাঘাট
প্রধান স্থান সমূহ : গোলাঘাট, দেড়গাঁও, বরুয়া-বামুণগাঁও, সরুপাথার, বোকাখাত, ফরকাটিং, নুমলিগড়
মহকুমা : গোলাঘাট, ধনশিরি, বোকাখাত, মেরাপানী
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কাকডোঙা, ধনশিরি, রেংমা, ঘিলাধারী, দৈয়াং, ডিফলু, গেলাবিল
প্রধান শস্য : ধাম, চা, ডাল, সরষে, ইক্ষু, শাক-সবজি , পান, সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : চা, প্লাইউড, এন্ডি, মুগা, চিনি ও তেল পরিশোধন
১১। জেলার নাম : শোনিতপুর
সদর স্থান : তেজপুর
প্রধান স্থান সমূহ : তেজপুর, ঢেকিয়াজুলি, মিছামারি, চারদুয়ার, জামুগুড়ি, চতিয়া, রাঙাপারা
মহকুমা : তেজপুর, ঢেকিয়াজুলি
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, জিয়াভরলি, গাভরু, বেলশিরি, দিকরাই
প্রধান শস্য : ধান, চা, ডাল, সরষে, পাট, ইক্ষু, পান, সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ, বিমানপথ
প্রধান শিল্প উদ্যোগ : চা, কার্পাস সুতো, পাট
১২। জেলার নাম : দরং
সদর স্থান : মঙ্গলদৈ
প্রধান স্থান সমূহ : মঙ্গলদৈ, চিপাঝার, পাথরিঘাট, দলগাঁও, দেওমরনৈ, দুনী, দুমুনীচকী, দিপিলা ৷
মহকুমা : মঙ্গলদৈ
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, বরনদী, ননৈ, নোয়া, মঙ্গলদৈ, মরাধনশিরি, জিয়াধনশিরি ৷
প্রধান শস্য : ধান, ডাল, পাট, চা, ইক্ষু, সরষে, শাক-সবজি, চা, পান, সুপারি ৷
যাতায়াত ব্যাবস্থা : সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ-বেতের সামগ্রী, রাসায়নিক সুতো, চা
১৩। জেলার নাম : ওদালগুড়ি
সদর স্থান : ওদালগুড়ি
প্রধান স্থান সমূহ : ওদালগুড়ি, ভৈরবকুণ্ড, রৌতা, পানেরি, টংলা, ওরাং, খৈরাবাড়ি, কলাইগাঁও
মহকুমা : ওদালগুড়ি, ভেরগাঁও
নদী-উপনদী : বরনদী, ননৈ, নোয়া, জিয়াধনশিরি, মরাধনশিরি
প্রধান শস্য : ধান, চা, সরষে, ইক্ষু, ককমলালেবু, শাক-সবজি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ
প্রধান শিল্প উদ্যোগ : চা, বাঁশ-বেতের সামগ্রী, হস্ত-তাঁত শিল্প
১৪। জেলার নাম : নগাঁও
সদর স্থান : নগাঁও
প্রধান স্থান সমূহ : নগাঁও, শিলঘাট, জখলাবন্ধা, রূপহী, ধিং, বরদোয়া, রহা, চাপরমুখ, কামপুর, কলিয়াবর, পুরণিণ্ডদাম
মহকুমা : নগাঁও, কলিয়াবর
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কপিলী, ননৈ, কলং
প্রধান শস্য : ধান, ডাল, ইক্ষু, পাট, চা, সরষে, শাক-সবজি, পান, সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : চা, পাট, চিনি, মৃৎশিল্প
১৫। জেলার নাম : মরিগাঁও
সদর স্থান : মরিগাঁও
প্রধান স্থান সমূহ : মরিগাঁও, জাগিরোড, ধরমতল, লাহরিঘাট, মৈরাবাড়ি, জাগীভকতগাঁও
মহকুমা : মরিগাঁও
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কলং, কপিলী, কিলিং, সোনাই, পকরিয়া
প্রধান শস্য : ধান, চা, ডাল, পাট, ইক্ষু, সরষে, পান, সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : কাগজ, শুকনো মাছ, মৃৎশিল্প, পাট
১৬। জেলার নাম : কামরূপ (মহানগর)
সদর স্থান : গুয়াহাটি
প্রধান স্থান সমূহ : গুয়াহাটি, উত্তর গুয়াহাটি, আমিনগাঁও, বরঝাড়, জালুকবাড়ি, বশিষ্ঠ, ক্ষেত্রী, দিশপুর, নারেঙ্গি, চন্দ্রপুর, সোণাপুর, যোরাবাট
মহকুমা : গুয়াহাটি, দিশপুর, চন্দ্রপুর, সোণাপুর,
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, বশিষ্ঠ, ভরলু, বাহিনী, ডিগারু
প্রধান শস্য : ধান, সরষে, তিল, শাক-সবজি, নারকেল, পান, সুপারি, কমলালেবু, আনারস,
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ, বিমানপথ
প্রধান শিল্প উদ্যোগ : তেল শোধনাগার, প্লাস্টিক সামগ্রী, লোহার নির্মিত সামগ্রী, সাবান
১৭। জেলার নাম : কামরূপ
সদর স্থান : আমিনগাঁও
প্রধান স্থান সমূহ : বাইহাটা, চারিয়ালি, বকো, রঙিয়া, হাজো, মির্জা, শুয়ালকুচি, বিজয়নগর, নগরবেরা, ছয়গাঁও, পলাশবাড়ি
মহকুমা : কামরূপ, রঙিয়া, আজারা, দক্ষিণ কামরূপ
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, পুটিমারি, বরলিয়া, কলসী, বকো, শিংরা
প্রধান শস্য : ধান, ডাল, সরষে, তিল, ফল-মূল, নারকেল, পান, সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : পিতলের বাসন, পাট, মুগার কাপড়, হস্ত-তাঁত শিল্প
১৮। জেলার নাম : নলবাড়ি
সদর স্থান : নলবাড়ি
প্রধান স্থান সমূহ : নলবাড়ি, ধমধমা, চামতা, টিহু, বেলশর, ঘগ্রাপার, কৈঠালকুচি, বিজুলিঘাট, মুকালমুয়া, রামপুর
মহকুমা : নলবাড়ি, টিহু, মুকালমুয়া
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, বরলিয়া, পাগলাদিয়া, বুড়াদিয়া, মরা পাগলাদিয়া, টিহু
প্রধান শস্য : ধান, ডাল, সরষে, ইক্ষু, নারকেল, পান-সুপারি, শাক-সবজি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ-বেতের সরঞ্জাম, হস্ত-তাঁত শিল্প
১৯। জেলার নাম : বরপেটা
সদর স্থান : বরপেটা
প্রধান স্থান সমূহ : বরপেটা, সুন্দরীদিয়া, পাটবাউসী, মন্দিরা, বাঘবর, বহরি, চেঙা, দৌলাশাল, জনিয়া, সর্থেবাড়ি, সরভোগ, হাউলি, বরপেটারোড, ভবানীপুর, পাঠশালা
মহকুমা : বরপেটা, বজালি, সরভোগ, কলগছিয়া, সরুক্ষেত্রি
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কালদিয়া, পহুমারা, পল্লা, বেকি, নখন্দা
প্রধান শস্য : ধান, ডাল, পাট, সরষে, পান-সুপারি, শাক-সবজি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : কাঁসার বাসনপত্র, হাতির দাঁতের সামগ্রী, সরষের তেল, সুপারি উদ্যোগ
২০। জেলার নাম : বাকসা
সদর স্থান : মুসলপুর
প্রধান স্থান সমূহ : মুসলপুর , তামুলপুর, কুমারিকাটা, নাগ্রিজুলি, গোরেশ্বর, নিকাশি, সুবনখাটা, বরমা, জালাহ, অঞ্চলি, শালবাড়ি
মহকুমা : শালবাড়ি, মুসলপুর , তামুলপুর
নদী-উপনদী : বেকী নৈ, পহুমরা, টিহু, মরা পাগলাদিয়া, বুঢ়াদিয়া, পাগলাদিয়া, বরলিয়া, পুঠিমারি
প্রধান শস্য : ধান, ডাল, সরষে, ইক্ষু, নারকেল, কচু, পান-সুপারি, শাক-সবজি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ-বেতের সামগ্রী, হস্ত-তাঁত শিল্প
২১। জেলার নাম : বঙাইগাঁও
সদর স্থান : বঙাইগাঁও
প্রধান স্থান সমূহ : বঙাইগাঁও, উত্তর শালমারা, যোগীঘোপা, অভয়াপুরী, বৈঠামারি, মাজগাঁও, কোকিলা, চাপরাকাটা
মহকুমা : বঙাইগাঁও, মানিকপুর, উত্তর শালমারা
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, মানস, চম্পাবতী
প্রধান শস্য : ধান, সরষে, শাক-সবজি, পান-সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : অ্যালুমিনিয়াম, বাসন, লৌহ সামগ্রী নির্মাণ, রেল মেরামতি
২২। জেলার নাম : চিরাং
সদর স্থান : কাজলগাঁও
প্রধান স্থান সমূহ : কাজলগাঁও, ঢালিগাঁও, চাপাগুড়ি, সিদলি, বিজনি, পানবাড়ি, ডাংতল
মহকুমা : কাজলগাঁও, বিজনি
নদী-উপনদী : চম্পাবতী, আই, মানস
প্রধান শস্য : ধান, সরষে, শাক-সবজি, পান-সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : তেল শোধনাগার, হস্ত-তাঁত শিল্প
২৩। জেলার নাম : গোয়ালপাড়া
সদর স্থান : গোয়ালপাড়া
প্রধান স্থান সমূহ : গোয়ালপাড়া, মরনৈ, কৃষ্ণাই, রংজুলি, দুধনৈ, আগিয়া, লক্ষীপুর, ধূপধরা, পঞ্চরত্ন, দলগোমা
মহকুমা : গোয়ালপাড়া, লক্ষীপুর
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, দুধনৈ, কৃষ্ণাই, জিনারি, জিঞ্জিরাম, দেওশিলা
প্রধান শস্য : ধান, ডাল, পাট, সরষে, কলা, আনারস, কমলালেবু, পান-সুপারি, শাক-সবজি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : মৃৎশিল্প, কাঠের তৈরি সামগ্রী, বাঁশ-বেতের সামগ্রী
২৪। জেলার নাম : কোকরাঝাড়
সদর স্থান : কোকরাঝাড়
প্রধান স্থান সমূহ : কোকরাঝাড়, কচুগাঁও, গোসাইগাঁও, ফকিরাগ্রাম, দেবীতলা, কাজিগাঁও, শ্রীরামপুর, টিপ্ কাই, দোতমা, সালাকাটি
মহকুমা : কোকরাঝাড়, গোসাইগাঁও, পর্বতজরা
নদী-উপনদী : গৌরাঙ্গ, সরলভাঙা, সোণকোষ, হেল, তরাং, গদাধর, চম্পাবতী
প্রধান শস্য : ধান, ডাল, সরষে, তিল, পাট, কমলালেবু, পান-সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, প্লাইউড, বাঁশ-বেতের সামগ্রী, কাঠের তৈরি সামগ্রী
২৫। জেলার নাম : ধুবড়ি
সদর স্থান : ধুবড়ি
প্রধান স্থান সমূহ : ধুবড়ি, গৌরীপুর, গোলকগঞ্জ, লালমাটি, সাপটগ্রাম, বিলাসীপাড়া, আনন্দনগর, চাপর
মহকুমা : ধুবড়ি, বিলাসীপাড়া
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, সরলভাঙা, সোণকোষ, গদাধর, গৌরাঙ্গ
প্রধান শস্য : ধান, পাট, সরষে, ইক্ষু, ডাল, কার্পাস, শাক-সবজি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : দেশলাই, মাটির বাসন, পুতুল
২৬। জেলার নাম : কার্বি আংলং (পূর্ব)
সদর স্থান : ডিফু
প্রধান স্থান সমূহ : ডিফু, হারমেন, বোকাজান, মাঞ্জা, হাওড়াঘাট, ডকমকা
মহকুমা : ডিফু, বোকাজান, হাওড়াঘাট
নদী-উপনদী : ধনশিরি, ডিফু, নামবর, কলিয়নী, যমুনা, দিখারু
প্রধান শস্য : কার্পস, তিল, রবার, সরষে, আলু, কচু, ধান, লঙ্কা, আদা, কমলালেবু, গম, ভুট্টা
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ
প্রধান শিল্প উদ্যোগ : বাশঁ-বেতের সামগ্রী, সিমেন্ট কারখানা, কয়লা, চুনাপাথর উত্তোলন
২৭। জেলার নাম : ডিমা হাসাও
সদর স্থান : হাফলং
প্রধান স্থান সমূহ : হাফলং, মাইবং, মাহুর, জাটিঙ্গা, উমরাংশু, গরমপানী
মহকুমা : হাফলং, মাইবং, দিয়ুংব্রা
নদী-উপনদী : কপিলী, দিয়াং, লাংটিং, জাটিঙ্গা, জিরি, ছিরি, জিনাম, লংক্রি
প্রধান শস্য : আলু, কচু, আদা, লঙ্কা, কার্পাস, আনারস, রবার, পেঁপে, ভুট্টা, পান-সুপারি, কমলালেবু
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ
প্রধান শিল্প উদ্যোগ : ক্ষুদ্র সিমেন্ট কারখানা, ফল সংরক্ষণ, চুনাপাথর উত্তোলন, জলবিদ্যুৎ
২৮। জেলার নাম : বিশ্বনাথ
সদর স্থান : বিশ্বনাথ চারিআলি
প্রধান স্থান সমূহ : গহপুর, হেলেম, বিহালি, হায়াজান, কলাবারি, লোহিতমুখ
মহকুমা : গহপুর, বিশ্বনাথ
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, বুরৈ, বরগাং, বালিজান, বুঢ়ীগাং, দিকরাই
প্রধান শস্য : ধান, চা, ইক্ষু
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ
প্রধান শিল্প উদ্যোগ : চা, মাটির বাসন, পুতুল
২৯। জেলার নাম : চরাইদেউ
সদর স্থান : সোণারি
প্রধান স্থান সমূহ : চরাইদেউ, সোণারি, লাকুয়া, সাপেখাতি, মরাণ, টিয়ক
মহকুমা : চরাইদেউ
নদী-উপনদী : দিচাং, টুফুক, চাফাই, দিরৈ, দরিকা
প্রধান শস্য : ধান, সরষে, চা, পান-সুপারি
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : চা
৩০। জেলার নাম : হোজাই
সদর স্থান : হোজাই
প্রধান স্থান সমূহ : লামডিং, লংকা, হোজাই, নীলবাগান, যমুনামুখ, ডবকা
মহকুমা : হোজাই
নদী-উপনদী : কপিলী, যমুনা, দিক্রিং, লংকাজান, লাংফের
প্রধান শস্য : ধান, শাক-সবজি, পাট
যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ
প্রধান শিল্প উদ্যোগ : হস্ত-তাঁত শিল্প, বিড়ি কারখানা
৩১। জেলার নাম : মাজুলী
সদর স্থান : গড়মূর
প্রধান স্থান সমূহ : গড়মূর, কমলাবাড়ি, দক্ষিণপাট, আউনিআটি, জেংরাইমুখ
মহকুমা : মাজুলী
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, টুণী, সুবণশিরি
প্রধান শস্য : ধান, শাক-সবজি, পাট
যাতায়াত ব্যাবস্থা : জলপথ, সড়কপথ
প্রধান শিল্প উদ্যোগ : হস্ত-তাঁত শিল্প
৩২। জেলার নাম : দক্ষিণ শালমারা মানকাচর
সদর স্থান : হাটশিঙিমারি
প্রধান স্থান সমূহ : সুখচর দক্ষিণ শালমারা, ফকিরগঞ্জ, মানকাচর
মহকুমা : দক্ষিণ শালমারা
নদী-উপনদী : ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, কালনদী
প্রধান শস্য : ধান, সরষে, গম, পাট, ইক্ষু
যাতায়াত ব্যাবস্থা : সড়কপথ, জলপথ
প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ বেতের সামগ্রী
৩৩। জেলার নাম : পশ্চিম কার্বিআংলং
সদর স্থান : হামরেণ
প্রধান স্থান সমূহ : বৈথালাংচু, হামরেণ, ডংকামোকাম, খেরনি
মহকুমা : হামরেণ
নদী-উপনদী : কপিলী, বরাপাণী, কিলিং, আমরিং, উমিয়াম
প্রধান শস্য : আলু, কচু, ধান, সরষে
যাতায়াত ব্যাবস্থা : সড়কপথ
প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ-বেতের সামগ্রী
*****