এককথায় প্রকাশ বাক্য-সংকোচন, বাংলা বাক্য সংকোচন, বাংলা ব্যাকরণ, ব্যাকরণ, এক কথায় প্রকাশ
বাংলা ব্যাকরণ, এক কথায় প্রকাশ online , উচ্চতর বাংলা ব্যাকরণ pdf ,সেরা বাংলা ব্যাকরণ বই ,বাংলা ব্যাকরণ বই |
এক কথায় প্রকাশ
১। উপকার করিবার ইচ্ছা = উপচিকীর্যা।
২। জয়লাভের ইচ্ছা = জিগীষা৷
৩। হনন করিবার ইচ্ছা = জীঘাংসা।
৪। জানিবার ইচ্ছা = জিজ্ঞাসা।
৫। লাভ করিবার ইচ্ছা = লিপ্সা।
৬। ভোজন করিবার ইচ্ছা = বুভুক্ষা।
৭। বমন করিবার ইচ্ছা = বিবমিষা।
৮। গোপন করিবার ইচ্ছা = জুগুলা।
৯। পরিচর্যা করিবার ইচ্ছা বা শুনিবার ইচ্ছা = শুশ্রষা।
১০। ভৃগুর পুত্র = ভার্গব।
১১। জমদগ্নির পুত্র = জামদগ্ন্য।
১২। ব্যাসের পুত্র = বৈষায়িক।
১৩। পৃথির পুত্র = পার্থ।
১৪। যে জন্মে নাই = অজ।
১৫। সূর্যের উপাসক = সৌর।
১৬। আকাশে চরে যে = খেচর।
১৭। জলে ও স্থলে চরে যে = উভচর।
১৮। রজনীতে চরিয়া বেড়ায় যে = নিশাচর।
১৯। দুঃখে যাওয়া যায় যেখানে = দুর্গম।
২০। পূর্বে যাহা ছিল = ভূতপূর্ব।
এক কথায় প্রকাশ Online
২১। যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
২২। যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা।
২৩। যে নারী কখন সূর্যের মুখ দেখিতে পায়না = অনুর্যস্পশ্যা।
২৪। যে নারীর সন্তান হয় না = বন্ধ্যা।
২৫। যে নারীর একটি মাত্র সন্তান হইয়াছে = কাকবন্ধ্যা।
২৬। যে নারীর বিবাহ হয় নাই = অনূঢ়া।
২৭। যে নারীর সম্প্রতি বিবাহ হইয়াছে = নবোঢ়া।
২৮। যে নারী স্বয়ং পতিকে বরণ করে = স্বয়ংবরা।
২৯। যে নারী পতিপুত্রহীনা = অবীরা।
৩০। পূর্বে যাহা দেখা যায় নাই = অদৃষ্টপূর্ব।
৩১। পূর্বে যাহা কখনও অনুভব করা যায় নাই = অননুভূতপূর্ব।
৩২। পূর্বে যাহা কখনও শোনা যায় নাই = অশ্রুতপূর্ব।
৩৩৷ যে পুনঃ পুনঃ কাঁদিতেছে = রোরুদ্যমান।
৩৪। যাহা বাষ্প উদ্বমন করিতেছে = বাষ্পায়মান।
৩৫। যাহা পুনঃ পুনঃ জ্বলিতেছে = জ্বালজ্যমান।
৩৬। যাহা শ্যাম হইতেছে = শ্যামায়মান।
৩৭। যাহা ধুম উদগীড়ন করিতেছে = ধূমায়মান।
৩৮। যাহা অমৃতের মত কাজ করে = অমৃতায়ন।
৩৯। যাহা প্রশংসার যোগ্য = প্রশংসনীয় বা প্রশংস্য।
8০। যাহা বিনা কষ্টে লাভ করা যায় = অনায়াসলভ্য।
এক কথায় প্রকাশ অনলাইন
৪১। যাহা চিরকাল মনে রাখিবার যোগ্য = চিরস্মরণীয়।
৪২। যাহার নাম প্রাতে স্মরণ করা উচিত = প্রাতঃস্মরণীয়।
৪৩। যে ক্রমে বাড়িয়া চলিয়াছে = ক্রমবর্ধমান।
৪8। যাহা সহজে নিবারণ করা যায় না = দুর্নিবার।
৪৫। যাহ সহজে দমন করা যায় না = দুর্ধর্ষ বা দুর্দম।
৪৬। যাহাকে সহজে শাসন করা যায় না = দুঃশাসন।
৪৭। যাহা সহজে সাধন করা যায় না = দুঃসাধ্য।
৪৮। যাহা সহজে জানা যায় না = দুর্জ্ঞেয়।
৪৯। যাহা সহজে পাওয়া যায় না = দুর্লভ বা দুষ্প্রাপ্য।
৫০। যাহা সহজে পরিপাক হয় না = দুষ্প্রাচ্য।
৫১। যাহা সহজে ভাঙ্গিয়া যায় = ভঙ্গুর।
৫২। যাহা মর্মকে আঘাত করে = মর্মন্তুদ।
৫৩। যাহার জন্ম সুক্ষণে হইয়াছে = ক্ষণজন্মা।
৫৪। যাহার দুই হাত সমান চলে = সব্যসাচী।
৫৫। উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন।
৫৬। যাহারা একই সময়ে একই গুরুর শিষ্য = সতীর্থ।
৫৭। যে ব্যক্তি উপকারীর উপকার স্বীকার করে না = অকৃতজ্ঞ।
৫৮। যে বাস্তু হইতে উৎখাত = বাস্তহারা বা উদ্বাস্তু।
৫৯। যে সাপ খেলাইয়া জীবিকা অর্জন করে = সাপুড়ে।
৬০। যে অভ্র লেহন করে = অভ্রংলিহ৷
বাক্য সংকোচন
৬১। যে মমতা জানে না = নির্মম।
৬২। যে সকল বস্তু ভক্ষণ করে = সর্বভুক্।
৬৩। যে কি করিবে বুঝিতে পারে না = কিংকর্তব্যবিমুঢ়।
৬৪। তে ত্বরায় গমন করে = তুরগ, তুরঙ্গম, তুরঙ্গ৷
৬৫। যে বক্রভাবে গমন করে = ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম।
৬৬। যে বুকে হাটিয়া গমন করে = উরগ।
৬৭। যে পূর্ব জন্মের কথা স্মরণ করিতে পারে = জাতিস্মর।
৬৮। যে শুনিয়া মাত্র মনে রাখিতে পারে = শ্রুতিধর।
৬৯। যে গাছ ফল পাকিবামাত্র মরিয়া যায় = ওষধি।
৭০। যাহার মৃত্যুকাল উপস্থিত হইয়াছে = মুমূর্ষু।
৭১। যিনি আপনাকে পণ্ডিত মনে করেন = পণ্ডিতম্মন্য।
৭২। যিনি আপনাকে কৃতার্থ মনে করেন = কৃতার্থম্মন্য।
৭৩। যাহার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি৷
৭৪। যাহার কিছুই নাই = নিঃস্ব, অকিঞ্চন।
৭৫। যাহার ঈশ্বরে বিশ্বাস আছে = আস্তিক।
৭৬। যাহার ঈশ্বরে বিশ্বাস নাই = নাস্তিক।
৭৭। যাহার প্রভা দীর্ঘকাল থাকে না = ক্ষণপ্রভা৷
৭৮। যাহার অনেক দেখাশোনা আছে = বহুদর্শী।
৭৯। যাহার নয়ন কর্ণ পর্যন্ত বিস্তৃত = আকর্ণবিস্তৃতনয়ন।
৮০। যাহার বাহু জানু পর্যন্ত লম্বমান = আজানুলম্বিত বাহু ৷
বাংলা ব্যাকরণ এক কথায় প্রকাশ
৮১। যাহা মাটি ভেদ করিয়া উঠে = উদ্ভিদ ৷
৮২। যাহা চাটিয়া খাইতে হয় = লেহ্য।
৮৩। যাহা চিবাইয়া খাইতে হয় = চর্ব্য।
৮৪। যাহা চুষিয়া খাইতে হয় = চুষ্য।
৮৫। পরিব্রাজকের ভিক্ষা = মাধুকরী।
৮৬। অশ্বের ধ্বনি = হ্রেষা।
৮৭। হস্তীর চীৎকার = বৃংহণ, বৃহিত ৷
৮৮। পক্ষীর কলরব = কূজন।
৮৯। ময়ূরের ডাক = কেকা ৷
৯০। ভূষণাদির শব্দ = শিঞ্জন।
৯১। নূপুরের ধ্বনি = নিক্কণ।
৯২। জনরব শুনিয়া যে আসিয়া হাজির হয় = রবাহূত
৯৩। যাহার শত্রু জন্মে নাই = অজাতশত্রু ।
৯৪। যে শিক্ষা করিতেছে = শিক্ষানবিশ।
৯৫। সর্বজন হিতকর = সার্বজনীন।
৯৬। পথে বা সম্মুখে অগ্রসর হইয়া অভ্যর্থনা = প্রত্যুৎগমন।
৯৭। চৈত্র মাসের ফসল = চৈতালী৷
৯৮। কোথাও উন্নত কোথাও নত = বন্ধুর।
৯৯। যে শত্রুকে পীড়া দেয় = অরিন্দম।
১০০। বৃহৎ অরণ্য = অরণ্যানী
বাংলা ব্যাকরণ
Also read- বিরাম চিহ্ন