ভূগোল কাকে বলে ? ভূগোলের প্রশ্ন উত্তর Geography Question Answer

ডেইলি বরাক
By -

ভূগোল কাকে বলে? What is Geography in Bengali ?
উত্তরঃ- ভূ-শব্দের অর্থ হল পৃথিবী। আর “গোল” শব্দের অর্থ হল গোলাকার। যে বই পড়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ, সাগর, পর্বত, নদী, গ্রাম প্রভৃতি সম্বন্ধে বিষদভাবে জানতে পারি তাকেই ভূগোল  বলে।

সমভূমি কাকে বলে?
উত্তরঃ- উঁচু নীচু নয় এমন সমতল বা সমান স্থল ভাগকে সমভূমি বলা হয়।

পাহাড় কাকে বলে?
উত্তরঃ- সমতল ভূমি থেকে উঁচু ডিবির আকারের এবড়ো থেবড়ো পাথুরে জায়গাকে পাহাড় বলে।

পর্বত কাকে বলে?
উত্তরঃ- পাহাড়ের থেকে অনেক উঁচু ও অনেক দূর পর্যন্ত বিস্তৃত শৃঙ্গ যু্ক্ত ভূ-ভাগকে পর্বত বলা হয়।

উপত্যকা কাকে বলে?
উত্তরঃ- দুই পর্বতের মাঝখানের নীচু সমতল ভূমিকে উপত্যকা বলে।

গিরিপথ কাকে বলে?
উত্তরঃ- দুই পর্বতের মাঝখানে যে সরু পথ থাকে তাকে গিরিপথ বলা হয়।

জল প্রপাত কাকে বলা হয়?
উত্তরঃ- নদীর যে জল ধারা পাহাড়-পর্বত বা কোনো উচ্চ সমভূমির ঢাল থেকে সবেগে নীচে পড়ে তাকে জলপ্রপাত বলে।

আরোও পড়ুন –

  • সৌরজগত বলতে কী বোঝো?

প্রণালী কাকে বলে?
উত্তরঃ- যে সংকীর্ণ জলভাগ দুটি বিশাল জলভাগকে যুক্ত করে, তাকে প্রণালী বলে।

উষ্ণপ্রস্রবণ কাকে বলে?
উত্তরঃ- কোনো কোনো জায়গায় যখন মাটির নীচ থেকে গরম জল বেরিয়ে আসে তখন তাকে উষ্ণপ্রস্রবণ বলে।

দ্বীপ কাকে বলে?

উত্তরঃ- চারিদিকে জল মাঝখানে স্থল এইরূপ ভূ-ভাগকে দ্বীপ বলে।

দ্বীপপুঞ্জ কাকে বলে?
উত্তরঃ- চারিদিক সাগরে ঘেরা অনেকগুলি দ্বীপ কাছাকাছি থাকলে তাঁকে দ্বীপপুঞ্জ বলে।

উপদ্বীপ কাকে বলে?
উত্তরঃ- তিনদিক জল দ্বারা বেষ্টিত দ্বীপকে উপদ্বীপ বলে।

ব দ্বীপ কাকে বলে?
উত্তরঃ- যে সব দ্বীপের আকৃতি মাত্রাহীন ‘ব’ হয় তাকে ব-দ্বীপ বলে।

অন্তর দ্বীপ কাকে বলে?
উত্তরঃ- স্থলভাগের যে অংশ ক্রমশ সরু হয়ে সাগরে প্রবেশ করে, তাকে অন্তর দ্বীপ বলে।

হ্রদ কাকে বলে?
উত্তরঃ- চারিদিকে স্থল দ্বারা ঘেরা জলভাগকে হ্রদ বলে।

পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ- নীল নদ।

পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তরঃ- পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রীনল্যাণ্ড।

মরুভূমি কাকে বলে?
উত্তরঃ- জল, গাছপালাহীন বিশাল বালুকাময় প্রান্তরকে মরুভূমি বলে।

পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোন্‌টি?
উত্তরঃ- পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি হলো
সাহারা মরুভূমি।

পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি ?
উত্তরঃ- পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো- প্রশান্ত মহাসাগর।

পৃথিবীর বৃহত্তম সাগর কোন্‌টি?
উত্তরঃ- পৃথিবীর বৃহত্তম সাগর হলো – দক্ষিণ চিন সাগর।

পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তরঃ- পৃথিবীর বৃহত্তম হ্রদটি হলো- কাস্পিসিয়ান সাগর।

পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি?
উত্তরঃ- পৃথিবীর বৃহত্তম ব দ্বীপটি হলো- সুন্দরবন।

পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ?
উত্তরঃ- ভেনিজুয়েলার এঞ্জেল জলপ্রপাত।

পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উত্তরঃ- আন্টারটিকার ভোস্টাক সেস্টলান। (-৮৯.২ ডিগ্রি সেন্টিগ্রেড)

ভূগোল কাকে বলে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!