একজন মানুষের বয়স কীভাবে জানা যায়? How to know the age of a person?
(toc)
- ৪ জনের দল গঠন করে দলপতি নির্বাচন করে নিন।
- প্রতি দলের দলপতি প্রত্যেককে তাদের বয়স লিখতে বলবেন।
- এবার বর্তমান বয়সের সঙ্গে একবছর পর যত হবে সেই বয়সটি যোগ করতে দেবে।
- যোগফলকে 5 দিয়ে পূরণ করে পূরণ ফলটির সঙ্গে তার জন্ম সনটির এককের ঘরের অঙ্কটি যোগ করতে বলো।
- যোগফলটি সকলকে লিখতে বলো।
একজন মানুষের বয়স কীভাবে জানা যায়
দলপতি প্রত্যেকের বয়স কীভাবে জানবে দেখি এসো
দলপতি প্রতিজনের যোগফলটি প্রত্যেককে জিজ্ঞেস করে লিখে রাখবে৷ যোগফলটির থেকে 5 বিয়োগ করে বিয়োগফলের এককের ঘরের অঙ্কটি বাদ দিয়ে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটিই সদস্যটির বয়স।
ধরা যাক বন্ধুটির বয়স সাল 10 বছর
একবছর পর বয়স হবে = 11 বছর
যোগফল = 10 + 11 = 21 বছর
5 দিয়ে পুরণ করলে হবে = 21 x 5 = 105
ধরা যাক, জন্মের সনটি = 2008
এখানে এককের ঘরের সংখ্যা = 8
অতএব 105 + 8 = 113 যোগফল 113
(দলপতি যোগফলটি জিজ্ঞেস করে লিখে রাখার পর)
113 – 5 = 108
এককের ঘরের সংখ্যা 8 বাদ দিলে হবে 10 বন্ধুর বয়স 10 বছর। (ধরা হয়েছিল 10 বছর)