ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : মহৎ লোকের মহৎ কথা

ডেইলি বরাক
By -

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
একদিন ধুতি-চাদর আর চটিজুতো পরে এক ভদ্রলোক গর্ভনর হ্যালিডে সাহেবের সঙ্গে দেখা করতে যান। সাহেব বললেন, “আপনি এর পর যখন আমার কাছে আসবেন তখন ইউরোপীয় পোশাক পরবেন” ভদ্রলোক বললেন,

“আপনার সঙ্গে তবে এই আমার শেষ দেখা। আমি ধুতি-চাদর, চুটিজুতো ছাড়তে পারব না, কাজেই আর আসাও হবে না।”  হ্যালিডে হেসে বললেন, “তাহলে আপনাকে কিছুই ছাড়তে হবে না, নিজের পোশাকেই আপনি আসবেন”

এই ভদ্রলোকের নাম কী? ইনি স্বনামধন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwarchandra Bidyasagar)

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিষয়ে জেনে নিই

জন্ম = ১৬ সেপ্টেম্বর ১৮২০ সাল।

জন্মস্থান = বীরসিংহ, মেদিনীপুর

বাবা =ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়

মা =ভগবতী দেবী।

মৃত্যু = ২৯ জুলাই, ১৮৯১ সাল।


বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম ও মৃত্যু তারিখ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!