কবি পরিচিতি কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা
কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা |
অসমের সুসস্তান এই নৃত্যশিল্পীর নাম বিষ্ণুপ্রসাদ রাভা। ১৯০৯ সালের ৩১ শে জানুয়ারী পূর্ববঙ্গের ঢাকা শহরে তার জন্ম | প্রাথমিক শিক্ষাও সেখানে। মেধাবী ছিলেন। তাই সুনাম ছিল তার। তেজপুর শহর থেকে মাধ্যমিকগরীক্ষা পাশ করেন।লাভ করেন ‘কুইন এক্সপ্রেস’ পুরস্কার। তারপর যান কলকাতায় সেন্ট পল্শ মিশনারি কলেজ থেকে আই এস সি পাশ করলেন।
জন্ম = ১৯০৯ সালের ৩১ জানুয়ারি
পিতা = গোপালরাভা
মাতা = গেঠিরাভা
জন্মস্থান = ঢাকা (বর্তমানে বাংলাদেশের রাজধানী)
প্রাথমিক শিক্ষা = ঢাকা
মাধ্যমিক শিক্ষা = তেজপুর
উচ্চ মাধ্যমিক ও কলেজ শিক্ষা = কোচবিহার,কলকাতা, রংপুর
মৃত্যু = ১৯৬৯ সালের ২০ জুন
আরোও পড়ুন
কবি অতুলপ্রসাদ সেন: বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে যারা জীবনব্যাপী অবদানে সমৃদ্ধ করেছেন, তাঁদের মধ্যে অতৃলপ্রসাদ সেন অন্যতম