মজার দেশ | বাংলা কবিতা Bengali Poem

ডেইলি বরাক
By -


মজার দেশ

এক যে আছে মজার দেশ,
সব রকমে ভালো,
রাস্তিরেতে বেজায় রোদ,
দিনে চাঁদের আলো!

আকাশ সেথা সবুজ বরন,
গাছের পাতা নীল;
ডাঙায় চরে রুই কাতলা
জলের মাঝে চিল!

জিলিপি সে তেড়ে এসে,
কামড় দিতে চায়:
কচুরি আর রসগোল্লা
ছেলে ধরে খায়!

পায়ে ছাতি দিয়ে লোকে
হাতে হেঁটে চলে;
ডাঙায় ভাসে নৌকা জাহাজ,
গাড়ি ছোটে জলে!

মজার দেশের মজার কথা
বলব কত আর;
চোখ খুললে যায় না দেখা
মুদলে পরিষ্কার!

                     কবি – যোগীন্দ্রনাথ সরকার

আরোও পড়ুন

প্রভাতি বাংলা কবিতা BENGALI POEM

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!