নঞর্থক শব্দ | নঞর্থক শব্দের তালিকা বা উদাহরণ ।নীচের শব্দগুলোর নঞর্থক রূপ ভেঙ্গে দেখানো হলো -
নাই + মিল = অমিল
নাই + বিধি = অবিধি
নাই + রুচি = অরুচি
নাই + ঋণ = অঋণ
নাই +সংযম = অসংযম
নাই+যুক্তি = অযুক্তি
নাই +খ্যাতি = অখ্যাতি
নাই +সম্মতি= অসম্মতি
নাই + জ্ঞান = অজ্ঞান
অনেক সময় কয়েকটি শব্দ মিলিত হয়ে একটি শব্দে পরিণত হয়। এভাবে দুই, তিন বা ততোধিক শব্দ মিলিত হয়ে একটি শব্দ গঠন করে এবং শব্দটির মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করা হয় । এ ধরনের শব্দকে এক পদি শব্দ বলা হয়।