নীতি বাক্য বা উপদেশ বাক্য

ডেইলি বরাক
By -

নীতি বাক্য বা উপদেশ বাক্য , শিক্ষামূলক নীতি বাক্য, স্কুলের নীতি বাক্য, আদর্শ নীতি বাক্য প্রাথমিক বিদ্যালয়ের নীতি বাক্য

নীতি বাক্য কি?

নীতিবাক্য একটি বাক্যবন্ধ যা সাধারণভাবে কোনও সামাজিক সংগঠন বা সংস্থার সাধারণ উদ্দেশ্যটি বর্ণনা করে।

ক্রমিক নং নীতিবাক্য
বিদ্যা অমূল্য ধন
সদা সত্য কথা বলিবো
অন্যায় করবো না
গুরুজন কে শ্রদ্ধা করিবো
বিদ্ধান সর্বত্রই পূজিত
অহিংসা পরম ধর্ম
সততাই উত্তম পন্থা
বিপদের সময় ধৈর্য রাখা উচিত
শিক্ষাই জাতীর মেরুদণ্ড
১০ অহংকার পতনের মূল
১১ চুরি করা মহা পাপ
১২ বন্ধু-বান্ধবের সাথে মিলেমিশে থাকবো
১৩ বই পড়লে জ্ঞান বাড়ে
১৪ শিক্ষা অজ্ঞ্যানতা দূর করে
১৫ শিক্ষক শ্রদ্ধার পাত্র
১৬ সুঅভ্যাস করা ভালো
১৭ সঞ্চয় করা ভালো অভ্যাস
১৮ বিদ্বান লোককে সকলেই সম্মান করে
১৯ ভালো সময় সবার জন্যই আসে
২০ একটি ভালো বই একশো বন্ধুর সমান


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!