শিক্ষার অধিকার আইন – ২০০৯ এর মূল বার্তা
শিশুশিক্ষার অধিকার সুরক্ষিত করার জন্য
- ৬ থেকে ১৪ বছর বয়সের প্রতিটি শিশু ৮ বছরের জন্য বিনামূল্যের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ নিশ্চিত করা।
- বিদ্যালয়ে নামভর্তির জন্য কোনো ধরনের মাসুল গ্রহণ দণ্ডনীয় অপরাধ ধার্য হওয়া৷
- নাম ভর্তির জন্য বদলি বা জন্মের প্রমাণ পত্র অন্তরায় না হওয়া৷
- ভাষা, ধর্ম, লিঙ্গ, জাতি, বাধাগ্রস্ততা নির্বিশেষে প্রত্যেক শিশুর প্রতি সমআচরণ এবং প্রত্যেককে সমশিক্ষা দেওয়া৷
- কোনো শিশু বিদ্যালয়ে শারীরিক শাস্তি বা মানসিকভাবে উৎপীড়িত না হওয়া, যদি তা অনুসরণ করা না হয় তবে বিধি অনুযায়ী অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা৷
- প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হলে প্রত্যেক শিশুকে প্রমাণ-পত্র প্রদান করা।
- বিদ্যালয় পরিচালনা সমিতির দ্বারা নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা-
পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগারের সু-ব্যবস্থা, নিরাপদ বিদ্যালয় গৃহ, আসবাব, খেলার মাঠ ও খেলা-ধুলার সামগ্রী, গ্রন্থাগার, সঠিক শেখানো ও শেখার সামগ্রী, মধ্যাহ্ন ভোজন, পরিষ্কার-পরিচ্ছন্ন বিদ্যালয় প্রাঙ্গণ ইত্যাদি৷
- উপযুক্ত বয়সের প্রত্যেক শিশুকে পিতা-মাতা, সংশ্লিষ্ট অভিভাবক নিকটস্থ বিদ্যালয়ে প্রেরণের দায়িত্ব -কর্তব্য পালন করা।