বাংলা ভাষায় বিভিন্ন শব্দের উচ্চারণের বিশেষ পার্থক্য পরিলক্ষিত হয় না, কিন্তু বানানে পার্থক্য আছে এবং অর্থগত পার্থক্যও আছে। বাংলায় এই উচ্চারণ পার্থক্যের জন্য বহু ভুল ঘটিয়া থাকে। যে সকল শব্দের বানানগত পার্থক্য ও অর্থের পার্থক্য সম্বন্ধে ভালভাবে জ্ঞান না থাকিলে রচনার প্রয়োগের
সময় নানা বিভ্রান্তি ঘটতে পারে, সমোচ্চারিত শব্দ এর অর্থ ও প্রয়োগ নীচে দেওয়া হইল –
সমোচ্চারিত শব্দ
অর্ঘ = মূল্য
অর্ঘ্য = পুজার উপকরণ
অকিঞ্চন = দীন
আকিঞ্চন = আকাঙ্খা
অন্ন = ভাত
অন্য = অপর
অপগত = দূরীভূত
অবগত = জ্ঞাত
অপচয় = ক্ষতি
অবচয় = চয়ন
অশন = ভোজন
অসন = দূরীকরণ
উপাদান = উপকরণ
উপাধান = বালিশ
উদ্যত = প্রবৃত্ত
উদ্ধত = অবিনীত
কপাল = ললাট
কপোল = গাল
কুল = বংশ
কূল = তীর
অশ্ব = ঘোড়া
অশ্ম = প্রস্তর
অধ্যয়ন = পাঠ
অধ্যাপন = শিক্ষাদান
আসা = উপস্থিত হওয়া
আশা = কাম্য বস্তু লাভের সম্ভাবনা
আপণ = দোকান
আপন = নিজের
আসার = প্রবল বর্ষণ
আষাঢ় = বৎসরের তৃতীয় মাস
উপধি = কপটতা (ছল)
উপাধি = পদবী
জমক = ঘটা
যমক = অলংকার বিশেষ
জালা = বড় কলসী
জ্বালা = দাহন
টিকা = তিলক
টীকা = ব্যাখা
তরণী = নৌকা
তরুণী = যুবতী
তত্ব = গূঢ় অর্থ
তথ্য = প্রকৃত ঘটনা
কুট = পর্বত
কূট = জটিল
কালি = মসী
কালী = শিবপত্নী
কীর্তি = যশ
কৃত্তি = বাঘ্রছাল
কৃত = সম্পাদিত
ক্রীত = কেনা হইয়াছে যাহা
কৃত্ত = ছিন্ন
কৃত্য = কার্য
গিরিশ =মহাদেব
গিরীশ = হিমালয়
গোকক = গোলাকার বস্তু
গোলক = বৈকুণ্ঠ
চির = নিত্য
চীর = ছিন্ন বসন
চূত = আম্র
চ্যুত = স্খলিত
জোর = বল
জোড় = মিলন
নিদান = মূল কারণ
নিধান = আধার
নিবার = নিষেধ
নীবার = ধান্য বিশেষ
নিবৃতি = মুক্তি
নিবিত্তি = বিরতি
নিরশন = অনাহার
নিরসন = দূরীকরণ
নিরাশ = হতাশ
নিরাস = নিরাকরণ
পরুষ = কঠোর
পুরুষ = নর
পরিচ্ছদ = পোষাক
পরিচ্ছেদ = অধ্যায়
দাশ = ধীবর
দাস = ভৃত্য
দার = পত্নী
দ্বার = দরজা
দূত = বার্তাবহ
দ্যুত = পাশা
দুকুল = উভয় বংশ
দুকুল = রেশিমী কাপড়
দেশ = রাজ্য
দ্বেষ = হিংসা
ধরা = পৃথিবী
ধড়া = কটিবস্ত্র
ধনী = ধনবান
ধ্বনি = শব্দ
ধনি = রমণী
নিতি = নিত্য
নীতি = বিধান
প্রসাদ = অনুগ্রহ
প্রাসাদ = অট্টালিকা
পৃষ্ঠ = পিঠ
পৃষ্ট = জিজ্ঞাসিত
বল্লব = গোপ
বল্লভ = স্বামী
বসন = বস্ত্র
ব্যসন = কামজ দোষ
বর্শা = সড়কি
বর্ষা = বৃষ্টির ঋতু
বাদ্য = বাজনা
বাধ্য = বশীভূত
বাণ = শর
বান = বন্যা
বাট = পথ
বাঁট = হাতল
পরিষদ = সভা
পারিষদ = সভাসদ
পরশ্ব = আগামী কালের পরদিন
পরস্ব = অন্যের
পক্ষ = পাখা
পক্ষ্ম = চোখের পাতার লোম
পূর্বাহ = পূর্বদিন
পূর্বাহ্ন = দিবসের প্রথম ভাগ
পরভূত = কোকিল
পরভৃৎ = কাক
প্রকৃত = যথার্থ
প্রাকৃত = সাধারণ
ভাষ = কথন
ভাস = দীপ্তি
মুক = বাকরহিত
মুখ = বদন
যতি = বিরাম
যতী = ভিক্ষুক
যজ্ঞ = হোম
যোগ্য = উপযুক্ত
রসনা = জিহ্বা
রশনা = মেখলা
রিক্ত = শূন্য
রিকথ = ধন
শম = শান্তি
সম = সমান
শমন = মৃত্যু
সমন = আদালতের ডাক
শরণ = আশ্রয়
স্মরণ = পূর্বচিন্তা
শঙ্কর = শিব
সঙ্কর = মিশ্রণ
শান্ত = বিষ্ট
সান্ত = যাহার অন্ত আছে
বাদী = যে বলে
বাঁদী = দাসী
বিজন = নির্জন
বীজন = পাখা
বিকৃত = বিকারপ্রাপ্ত
বিক্রীত = বিক্রী হইয়াছে যাহা
বিত্ত = বিভব
বৃত্ত = মণ্ডল
বেদ = শাস্ত্র
বেধ = গিভীরতা
শীত = ঠান্ডা
সিত = সাদা
শুচি = পবিত্র
সূচী = বিষয় তালিকা
শ্রবণ = শোনা
স্রবণ = ক্ষরণ
শ্মশ্রু = দাড়ি
শ্বশ্রূ = শাশুড়ী
সর্গ = পরিচ্ছেদ
স্বর্গ = দেবতাদের বাসভূমি
সহিত = সঙ্গে
স্বহিত = আত্ম কল্যাণ
সপত্নী = সতীন
স্বপত্নী = নিজের স্ত্রী
সার্থ = বণিক সম্প্রদায়
স্বার্থ = নিজের উদ্দেশ্যে
সাক্ষর = অক্ষর জ্ঞানযুক্ত
স্বাক্ষর = সহী
সীমমন্ত = সিঁথি
সীমান্ত = প্রান্ত
সুত = পুত্র
সূত = সারথি
শারদা = দূর্গা
সারদা = সরস্বতী
শিকড় = গাছের মূল
শীকড় = জলকণা
সুর = দেবতা
শূর = বীর
স্কন্দ = কার্তিক
স্কন্ধ = কাঁধ
সূক্তি = ভাল কথা
সুক্তি = ঝিনুক
সীতা = জানকী
সিতা = শর্করা
স্বত্ব = নিজের অংশ
সত্ত্ব = গুণ বিশেষ
সূত্রধর = ছুতোর
সূত্রধার = নাট্য প্রস্তাবক প্রধান নাট
সুদ্ধ = সমেত
শুদ্ধ = পবিত্র
স্ব = স্বয়ং
স্বঃ = স্বর্গ
স্বীকার = সন্মতিদান
শিকার = মৃগয়া
স্বকৃত = আত্মকৃত
সকৃত = একবার
স্তম্ব = কাণ্ডহীন বৃক্ষ
স্তম্ভ = থাম