স্যার আইজাক নিউটন : রঙের রহস্য ভেদকারী বিজ্ঞানীর Sir Issac Newton

ডেইলি বরাক
By -

স্যার আইজাক নিউটন রঙের রহস্য ভেদকারী বিজ্ঞানীর বিষয়ে কিছু কথা।

স্যার আইজাক নিউটন


রঙের রহস্য ভেদকারী বিজ্ঞানীর নাম স্যার আইজাক নিউটন । ১৬৪২ সালে ইংলন্ডে তার জন্ম হয়েছিল। নিউটন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন এবং পরে সেখানেই অধ্যাপনা করেন। গণিত, পদার্থ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানে তার অবদান অবিস্মরণীয় পদার্থের গতি সম্পর্কীয় তিনটি বিখ্যাত সূত্র তিনি আবিষ্কার করেন। এই সূত্রসমূহ নিউটনের সুত্র নামে বিখ্যাত। গাছ থেকে আপেল পড়া দেখে নিউটনের আবিষ্কৃত মাধ্যাকর্ষণ তত্ত্বের কাহিনি সর্বজন বিদিত। তার অন্যান্য আবিষ্কারের ভেতর আলোর প্রতিফলন এবং দূরবীক্ষণ যন্ত্র উল্লেখযোগ্য। ১৭২৭ সালের ২০ মার্চে সত্যাম্বেষী এই মহান বিজ্ঞানীর দেহাবসান ঘটে।

আলোর সাতটি রঙকে সংক্ষেপে ভিবজিওর (VIBGYOR) বলা হয়।  এই শব্দটির সঙ্গে পরিচিত হই –

V = VIOLET  (বেগুনি)

I = INDIGO (ঘন নীল)

B = BLUE  (নীল)

G = GREEN (সবুজ)

Y = YELLOW (হলুদ)

O = ORANGE  (কমলা)

R = RED  (লাল)

আরোও পড়ুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিষয়ে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!