এইডস (acquired Immunology Deficiency Syndrome) হচ্ছে কয়েকটি অসুখের লক্ষণ। এইচ্ আই ভি (HIV) সংক্রমণের ফলে যখন শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা হাস পায় বা একেবারে রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে না তখনই মানুষের শরীরকে যেকোনো অসুখের জীবাণু সহজেই আক্রমণ করতে পারে, ফলস্বরূপ বিভিন্ন রোগের লক্ষণ দেখা যায়। শরীরের এই অবস্থাকেই এইডস বলা হয়।
এই লক্ষণ ছড়াবার বিভিন্ন কারণ আছে। সেগুলোর মধ্যে আমাদের বিশেষভাবে জানতে হবে যে- এইচ্ আই ভি (HIV) আক্রান্ত ব্যক্তি-ব্যবহৃত ইন্জেকশন পরিশোধন না করে অপরজনের ব্যবহার করা অনুচিত।