জল আমাদের অতি প্রয়োজনীয় কেন ?

ডেইলি বরাক
By -

জল আমাদের অতি প্রয়োজনীয় কেন ?

(toc)

জল আমাদের অতি প্রয়োজনীয় কারণ সকল প্রাণিরই বেঁচে থাকার জন্য জল চাই। জল ছাড়া গাছপালাও বাঁচে না। কিছু কিছু উদ্ভিদ জলের ওপরে হয়। যেমন- শ্যাওলা ও কচুরিপানা। পদ্ম, শাপলা আবার জল কাদার মধ্যেই হয়। মাছ, কচ্ছপ, কুমির ইত্যাদি জলজ প্রাণি।

জল ছাড়া কোনো প্রাণিই বাঁচতে পারে না। তাই জলের আর এক নাম জীবন।

জল আমরা কোথা থেকে পাই?

বৃষ্টি, খাল, বিল, পুকুর, হ্রদ, নদ-নদী, সাগর-মহাসাগর ইত্যাদি থেকে আমরা জল পাই। মাটির নিচেও জল থাকে। নলকূপ ও কুয়োর জল আমরা মাটির নীচ থেকে পাই। এইগুলোই হচ্ছে জলের উৎস।

জল আমাদের কী কী কাজে লাগে?

জল আমাদের অতি প্রয়োজনীয় কেন ?

পান করতে, স্নান করতে, কাপড় দৌত করতে, ক্ষেত করতে আরও অনেক কাজে জল আমরা ব্যবহার করি।

শীতকালে বৃষ্টি কম হওয়ার জন্য কুয়ো, খাল, বিল, পুকুর, নদী ইত্যাদিতে জলের পরিমাণ কমে যায়।

সব জল পান বা অন্য কিছু কাজের উপযোগী নয়। জলের অভাব যাতে না হয় সেজন্য আমাদের প্রয়োজনীয় জলটুকুই ব্যবহার করা উচিত।

একবার ব্যবহৃত জল আবার ব্যবহৃত করা যায় কিভাবে?

একবার ব্যবহৃত জল আবার ব্যবহার করে কম জলে কাজ চালিয়ে যেতে পারি৷

ফলমূল, শাক-সবজি, চাল-ডাল ধোয়ার জল ফেলে না দিয়ে গাছের চারা, ফুলের টবে দিতে পারি৷

কাপড় ধোয়া ব্যবহৃত জল অন্যত্র না ফেলে স্নানের ঘর, পাকা উঠোন পরিষ্কার করার কাজে ব্যবহার করা যায়।

পানীয় জল পরিষ্কার পাত্রে ঢেকে রাখতে হয়৷ বড় পাত্র থেকে পানীয় জল বের করার জন্য দীর্ঘ হাতলযুক্ত মগ ব্যবহার করতে হয় যাতে আঙুল বা হাত জলে না লাগে।

জল কীভাবে দূষিত হয়?

পুকুরে স্নান করলে, কাপড় কাচলে, গরু-মহিষ জলে নামলে ও ময়লাযুক্ত বস্তু জলে ফেললে জল দূষিত হয়।

কল-কারখানা থেকে নির্গত জল নদ-নদী, খাল-বিল ইত্যাদিতে পড়লে জল দূষিত হয়৷

দূষিত জল পান করার ফলে কি হয়?

দূষিত জলপান করার ফলে নানা ধরনের রোগ যেমন- কলেরা, টাইফয়েড, জণ্ডিস, আমাশয় ইত্যাদি হতে পারে৷

কুয়ো ও নলকূপের চারদিকে পাকা দেওয়াল ও জল নিষ্কাশনের ব্যবস্থা থাকলে সেগুলির জল পান করা নিরাপদ।

আরোও পড়ুন – আমাদের চারপাশে বিভিন্ন ধরনের প্রাণি

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!