ছোটদের একটি মজার বাংলা ছড়া
সকালে উঠিয়া আমি
পূর্বাকাশে দেখি
লালা এত সুন্দর
গোলাকার একী?
ধীরে ধীরে সূর্যমামা
ওপরেতে ওঠে
আলো বেশি রোদ বেশি
গরম ফুটে ওঠে।
মেঘগুলো আকাশেতে
ছবি এঁকে যায়
হাতি, ঘোড়া, পাখি সব
আনমনে ধায়।
তারাগুলো দেখি আমি
রাতের আকাশে
ঝলমল করে শুধু
চাঁদের আশেপাশে।