ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ, পাঠ-7, Class V Mathematics Assam

ডেইলি বরাক
By -


যেগুলি ভগ্নাংশের হর 10, 100, 1000 ইত্যাদি হয় সেগুলিকে দশমিক ভগ্নাংশ বলা হয়। দশমিক বিন্দুর ডানদিকের অঙ্কগুলি অর্থাৎ ভগ্নাংশের অঙ্কগুলি পড়ার সময় একটি একটি করে পড়তে হয়। যেমন – 5.46 (Five Point Four Six অথবা পাঁচ দশমিক চার ছয়), 7.89 (Seven Point Eight Nine অথবা সাত দশমিক আট নয়)। ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ

কনকদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের 4টি দল আল্পনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করল। প্রতিটো দলই আল্পনার মধ্যে একটা করে বৃত্ত অঞ্চন করল এবংবৃত্তটিকে কতগুলি সমান ভাগে ভাগ করল। সেই ভাগগুলি রঙ করতে লাল রঙও ব্যবহার করল তারা। লাল রঙ ব্যবহার করা অংশ নিচে দেখানো হল।

এবার কোন দলটি বৃত্তাকৃতি আল্পনাটিকে কত অংশ লাল রঙ করে আল্পনা প্রস্তুত করল সেটা দেখে নেই-

প্রথম দলে সমান 4 ভাগ করে 1 ভাগে রঙ দিল।

দ্বিতীয় দলে সমান 5 ভাগ করে 1 ভাগে রঙ দিল।

তৃতীয় দলে সমান 6 ভাগ করে 2 ভাগে রঙ দিল।

চতুর্থ দলে সমান 8 ভাগ করে 3 ভাগে রঙ দিল।

লিখি এসো –



রঙ করা অংশ বাক্সের মধ্যে লেখো

রঙ করা অংশ কোন ভগ্নাংশের দ্বারা প্রকাশ করতে পারি বেছে বের করো (☑️)



চলো দেখি –
নিচের রঙ করা অংশগুলি কি ভগ্নাংশ হবে –

থুপের মধ্যে চিহ্নিত বস্তুর সংখ্যা দেখে ভগ্নাংশে প্রকাশ করো –



ভগ্নাংশে লেখো



ভগ্নাংশের হর ও লব –





শূন্য স্থান পূরণ করো



দশমিক ভগ্নাংশ

এবার জন্মদিনে মনীষ তার কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করলো। বাবা অন্যান্য বিস্তুর সঙ্গে একটি কেক্ নিয়ে এলেন। নির্দিষ্ট সময় মনীষ মায়ের সঙ্গে কেকটি কেটে সবার থেকে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করলো৷ কেকটি সমান করে 10 টুকরো কেটে মনীষকে ওর মা 1 টুকরো খাইয়ে দিলেন। মনীষ ওর মাকে অন্য 1 টুকরো কেক্ খাওয়ালো। 10 টুকরো কেকের মধ্যে কার ভাগ্যে কত পড়ল দেখি এসো।

এবার তোমরা নিচের রঙ করা অংশকে ভগ্নাংশে প্রকাশ করো





নিচের দশমিক সংখ্যাগুলি পড়ি এসো –

(a) 5.4
(b) 10.7
(c) 7.89
(d) 8.001

নিচের তালিকাটি লক্ষ করো – (ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ)

10 পয়সা = 1 টাকার 10 ভাগের 1 অংশ = 1/10 = 0.1 টাকা

1 পয়সা = 1 টাকার 100 ভাগের 1 অংশ = 1/100 = 0.01 টাকা

1 সেমি = 1 মিটারের 100 ভাগের 1 অংশ = 1/100 মিটার = 0.01 মিটার

1 মিটার = 1 কিলোমিটারের 1000 ভাগের 1 অংশ = 1/1000 কি মি = 0.001 কি মি

“দশের অংশ বলে নাম আমার দশমাংশ। জেনে নিও আমি যে ভগ্নাংশেরই বংশ”

নিজে করি এসো

পেন্সিলের মাপ নিই এসো



Direct Link = পাঠ –৮  মাপ-জোখ (দৈর্ঘ্য)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!