(toc)
পাঠ-২
পাখি আর মানুষ
Class 5 Bengali Lesson 2 , Assam SCERT Board all notes in Bengali Medium. || পাঠ-২ পাখি আর মানুষ || পঞ্চম শ্রেণীর বাংলা আসাম ||
উত্তর দাও।
(ক) রাজা সর্বধনুর কী শখ ছিল?
উত্তর:- রাজা সর্বধনুর পাখি শিকার করার শখ
ছিল।
(খ) সর্বধনু রাজার প্রিয় খাদ্য কী ছিল?
উত্তর:- সর্বধনু রাজার প্রিয় খাদ্য
ছিল পাখির মাংস।
(গ) গল্পটিতে মানুষের উপকারী বন্ধু কাকে বলা হয়েছে?
উত্তর:- গগল্পটিতে
মানুষের উপকারী বন্ধু পাখিকে বলা হয়েছে।
(ঘ) কার সঙ্গে মধুকরের বিয়ে হয়েছিল?
উত্তর:- মাধবীর সংঙ্গে মধুকরের বিয়ে
হয়েছিল।
কে, কাকে, কখন এবং কেন বলেছিলেন, বুঝিয়ে লেখো।
(ক) “আসলে পাখিরা কৃষকের পরম বন্ধু। তাই জনসাধারণের মঙ্গলের জন্য আপনি
পাখি
শিকার বন্ধ করুন।”
উত্তর:- উক্তিটি মধুকর রাজা সর্বধনুকে বলেছিলেন। রাজা
সর্বধনুর প্রিয় খাদ্য ছিল পাখির মাংস, যার ফলে তিনি সর্বদা পাখি শিকার করতেন।
ফলে দেশে পাখির সংখ্যা হ্রাস পেয়েছে এবং শস্য ক্ষেত্রে অনেক পোকামাকড় বেড়ে
শস্যের অনিষ্ট হয়ে থাকে। ধীরে ধীরে শস্যের অভাব দেখা দেয় এবং দেশে দুর্ভিক্ষ
দেখা দিয়েছিল। তাই মধুকর রাজা সর্বধনুকে পাখির শিকার না করা জন্য অনুরোধ
করেছিলেন এবং বলেছিলেন পাখিরা কৃষকের পরম বন্ধু। মানুষের মংঙ্গলের জন্য পাখি
শিকার করা বন্ধ করুন।
(খ)“এই পাখিগুলো নিয়ে আপনার দেশে ফিরে যান। এদের নিজের সম্ভানের মতো
লালন-পালন
করবেন।”
উত্তর:- উক্তিটি মধুকর রাজা সর্বধনুকে বলেছিলেন। যখন রাজা সর্বধনু
নিজের খাদ্যের জন্য দেশের একটি একটি করে দেশের সকল পাখিদের শিকার করে ফেলেন।
যারফলে শস্য ক্ষেত্রে পোকামাকড় অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়ে শস্য ক্ষেত্রের
যথেষ্ট ক্ষতি সাধন হয়ে থাকে এবং দেশে দেখা দিয়েছিল দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের
ফলে রাজা সহ দেশের সাধারণ জনসাধারণ অন্য দেশে ভিক্ষা করতে শুরু করেছিলেন। এভাবে
ভিক্ষা করতে করতে রাজা সর্বধনু মধুকরের দেশে গিয়ে উপস্থিত হন। মধুকরের সাথে
নিজের দেশের দুর্ভিক্ষের কথা আলোচনা করলে, মধুকর রাজা সর্বধনুকে এক ঝাঁক পাখি
উপহার দেন এবং রাজাকে বলেছিলেন যে এই পাখিগুলোকে নিজের সন্তানের মতো লালন-পালন
করবেন।
কারণ বলো ও লেখো।
(ক) সর্বধনুর রাজ্যে কেন বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছিল?
উত্তর:-রাজা
সর্বধনুর রাজ্যে পাখির অভাবে পোকামাকড়ের সংখ্যা বেড়ে গিয়েছিল। ফলে পোকামাকড়
শস্যক্ষেত্রে সকল শস্য খেয়ে ফেলেছিল। এছাড়াও গুটিপোকা ও শুয়োপোকারাও গাছ-পালা
খেয়ে ফেলে। এভাবে সবুজ পাতার অভাবে রাজ্যে বৃষ্টিপাতের পরিমানও ধীরে ধীরে বন্ধ
হয়ে যায়।
(খ) পোকা-মাকড়ের সংখ্যা বেড়ে গিয়ে সর্বধনুর রাজ্যে কী সমস্যার সৃষ্টি
হয়েছিল?
উত্তর:- পোকামাকড়ের সংখ্যা বেড়ে গিয়ে রাজা সর্বধনুর রাজ্যে শস্য
ক্ষেত্রে অনেক অনিষ্ট হয়ে থাকে ফলে দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছিল এবং দেশে
দেখা দিয়েছিল দুর্ভিক্ষ। যারফলে জনসাধারণের সাথে সাথে রাজা সর্বধনু নিজেও ভিক্ষা
করতে বাধ্য হয়েছিল।
বুঝিয়ে লেখো।
(ক) রাজা সর্বধনু ভিক্ষা করতে করতে কার রাজ্যে গিয়ে উপস্থিত হয়েছিলেন? তারপর কী
হয়েছিল?
উত্তর:- রাজা সর্বধনু ভিক্ষা করতে গিয়ে মধুকরের রাজ্যে গিয়ে
উপস্থিত হয়েছিলেন। তারপর মধুকর রাজা সর্বধনুর থেকে সব কথা শুনলেন এবং উপহার
হিসেবে এক ঝাঁক পাখি দিয়েছিলেন।
(খ) পশু-পাখি, গাছপালার সঙ্গে মানুষের সম্পর্ক কী?
উত্তর:-পশু-পাখি হলো
কৃষকদের পরম বন্ধু। কেননা পাখিরা শস্যক্ষেত্রে উৎপন্ন পোকামাকড়, গাছের গুটিপোকা,
শুয়োপোকা ইত্যাদি খেয়ে শস্যক্ষেত ও উদ্ভিদের যথেষ্ট উপকার সাধন করে। যাতে
পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। ফলে মানুষের কখনও খাদ্যাভাব হয় না।
(গ) সর্বধনু উপহার স্বরূপ পাখিগুলো নিজের দেশে এনে খোলা আকাশে কেন ছেড়ে
দিলেন?
উত্তর:- সর্বধনু রাজার দুর্দিনের কথা শুনে মধুকর রাজাকে এক ঝাঁক পাখি
উপহার দিয়ে বলেছিলেন এগুলোকে নিজের সসন্তানের মতো লালন-পালন করবেন। রাজা সর্বধনু
ও মধুকরের কথা মতে পাখিগুলোকে নিজের দেশে এনে খোলা আকাশে ছেড়ে দিয়েছিলেন। কেননা
সর্বধনু নিজের ভূল বুজতে পেরেছিলেন এবং বুজতে পারলেন যে পাখি মানুষের জন্য পরম
বন্ধু।
শূন্যস্থান পূর্ণ করো।
(ক) পাখিরা……… পরম বন্ধু।
উত্তর:- কৃষকের
(খ) তাঁরা শস্যখেতের সব ……….খেয়ে ফেলল।
উত্তর:- পোকামাকড়
(গ) দেশে দেখা দিল……………।
উত্তর:- দুর্ভিক্ষ
লিঙ্গ পরিবর্তন করো।
উত্তর:- রাজা = রানী
যুবক = যুবতী
বন্ধু
=বান্ধবী
আরোও –
- ” ও আমার দেশের মাটি ” পাঠের প্রশ্ন উত্তর
শব্দ ভেঙ্গে দেখাও।
উত্তর:-
পদ | শব্দ | বিভক্তি |
মধুকরের | মধুকর | +এর |
যুবকের | যুবক | + এর |
মানুষের | মানুষ | + এর |
পাখিগুলোকে | পাখিগুলো | (ক+এ) কে |
রাজাকে | রাজা | + এ |
দেশে | দেশ | + এ |
আকাশে | আকাশ | + এ |
বিপরীত শব্দ লেখো।
উত্তর:- সরল = জটিল
ক্ষতিকর = লাভবান
বন্ধু = শত্রু
উচিত =
অনুচিত
সহজ = কঠিন
প্রজা = রাজা
ধনী = গরিব
আদর = অনাদর
খোলা
= বন্ধ
মন্দ = ভালো
বাক্য রচনা করো ।
উত্তর:- আদর-আপ্যায়ন =ঘরে অতিথি আসলে তাদের আদর-আপ্যায়ন করা উচিত।
লালন-পালন = মধুকর রাজা সর্বধনুকে পাখিগুলোকে নিজের সন্তানের মতো লালন-পালন করা জন্য অনুরোধ করে ছিলেন।
দূর-দূরান্ত =খাদ্যাভাবে রাজা সর্বধনু দেশের মানুষ দূর-দূরান্ত দেশে ভিক্ষা করতে গিয়েছিলেন।
পোকা-মাকড় =পোকামাকড় শস্যক্ষেতের অনেক ক্ষতি সাধন করে।
লতা-পাতা =গুটিপোকা ও শুয়োপোকা গাছের লতা-পাতা খেয়ে ফেলে।
দিগ্-বিদিক = খাবারের জন্য জনসাধারণ দিগ্-বিদিক ভিক্ষা করতে লাগল।
বলো তো?
(ক) অতি বৃষ্টিতে হয় ________।
উত্তর:- বন্যা
(খ) অনাবৃষ্টিতে হয় __________।
উত্তর:- খরা
(গ) খাদ্যভাবে হয় __________।
উত্তর:-দুর্ভিক্ষ