"আমরা ঝকঝকে পরিষ্কার কাঁচ ব্যবহার করি।","পাহাড় থেকে জল ঝর্ঝর্ শব্দে নেমে আসে।"
প্রথম বাক্যে পরিষ্কার কাঁচের প্রসঙ্গে 'ঝকঝকে' শব্দ প্রয়োগ করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যে জল পাহাড় থেকে নামার কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে 'ঝর্ঝর্' শব্দ প্রয়োগ করা হয়েছে। এভাবে কোনো শব্দ যদি ধ্বনির অনুকরণ করে তবে সেই শব্দকে ধ্বন্যাত্মক শব্দ বলা হয়৷
ধ্বন্যাত্মক শব্দের তালিকা –
ক্র.নং | বস্তুর নাম | ধ্বন্যাত্মক শব্দ |
---|---|---|
১ | ঘড়ির ডাক | টিক টিক |
২ | বেল বাজলে | টিং টিং |
৩ | বাতাসের শব্দ | সোঁ সোঁ |
৪ | জল ফুটলে | টগ্ বগ্ |
৫ | রেল গাড়ির | ঝিকঝিক |
৬ | জল পড়লে | কলকল |
৭ | কাকের ডাক | কা কা |
৮ | ভোমরার ডাক | গুন গুন |
৯ | মশার ডাক | পিন্ পিন্ |
১০ | মাছির ডাক | ভন্ ভন্ |
১১ | টিক্ টিকির ডাক | টিক্ টিক |
১২ | ঝড়ে গাছ ভেঙ্গে গেলে | মড়্ মড়্ |
১৩ | অনেক দিনের বন্ধ দরজা-জানালা খুললে | ক্যাচ ক্যাচ |
১৪ | পাহাড় থেকে জল নামার শব্দ | ঝর্ঝর্ |
১৫ |
ধ্বন্যাত্মক ও ধনাত্মক শব্দের মধ্যে পার্থক্য
ধ্বন্যাত্মক শব্দ বলতে বোঝায় সেই সমস্ত শব্দ যা বিভিন্ন ধ্বনি (Sound) প্রকাশ করে। যেমন- 'পাহাড় থেকে ঝরঝর করে জল নামছে।' এই বাক্যে মোটা হরফে লেখা 'ঝরঝর' করে জল নেমে আসার শব্দকে বর্ণনা করছে। এটি ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ। এরকমই আরো অনেকটি ধ্বন্যাত্মক শব্দ রয়েছে যেমন - টিং টিং, টনটন, পিনপিন, শনশন, ক্যাচ ক্যাচ, টিপটিপ, ঠকঠক ইত্যাদি হল ধ্বন্যাত্মক শব্দ।
অন্যদিকে গাণিতিক ভাবে (Mathematically), ধনাত্মক কথার অর্থ 'যা শূন্য থেকে অধিক বা বেশি'। ইংরেজিতে যাকে বলে 'Positive)। ধনাত্মক কোনো রাশির মান বা সংখ্যার ধারণা দেয়। যেমন +1, +2, +3, +4, +5, +6......... এগুলো ধনাত্মক সংখ্যা।
কিন্তু -1, -2, -3, -4, -5, -6 ইত্যাদি ধনাত্মক সংখ্যা নয়।
ধ্বন্যাত্মক শব্দ কয় প্রকার এটা কেউই সঠিক বলতে পারবে না৷ বিভিন্ন ধরনের ভাষায় বিভিন্ন ধ্বন্যাত্মক শব্দ থাকতেও পারে তাই সঠিক বলাটা মুশকিল। আবার বাংলা ভাষায় অনেকগুলি ধ্বন্যাত্মক শব্দ রয়েছে। উপরের টেবিলে আপনারা অনেকগুলো ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ পেয়েছেন৷
ধ্বন্যাত্মক শব্দ দিয়ে বাক্য রচনা
ঝর্ঝর্ - পাহাড় থেকে ঝর্ঝর্ করে জল নেমে আসছে ।
পিন্ পিন্ - মশার পিন্ পিন্ ডাক ভালো লাগে না৷
গুন গুন - ভোমরা উড়ে বেড়ানোর সময় গুন গুন করে শব্দ করে৷
টিক টিক - আমাদের ঘড়িটি একটু বেশই টিক টিক শব্দ করে৷
টিং টিং - আমাদের গ্রামের গোয়ালা কাকু টিং টিং করে সাইকেলের বেল বাজিয়ে দুধ বিক্রি করেন৷
আরোর পড়ুন –