আঙুর ফল ও শেয়াল, আঙুর ও শেয়াল, Grapes & For, Bangla short stories
একদিন এক শেয়াল খাবারের খোঁজে এক আঙুরের বাগানে ঢুকেছিল। মাচায় পাকাপাকা আঙুরের থোকা বুলছিল। পাকা ও রসালো আঙুর দেখে শেয়ালের বড়ো লোভ হল।কিন্তু আঙুরগুলো ছিল বেশ ওপরে, শেয়ালের নাগালের বাইরে । কিছুক্ষণ পর তার মাথায় এক বুদ্ধি এল। সে লাফ দিয়ে আঙুর পাড়ার চেষ্টা করল। কিন্তু অনেক চেষ্টা করেও শেয়াল আঙুরের থোকার নাগাল পেল না। শেষে নিরাশ ও ক্লান্ত হয়ে ‘আঙুর ফল টক’ না খাওয়াই ভালো’ বলে সেখান থেকে চলে গেল।
আরোও পড়ুন