মশা খেদা উৎসব
দরং এবং নিম্ন অসমের একটি উৎসব হল “মশা খেদা” উৎসব। অগ্রহায়ণ মাসের পূর্ণিমারাতে হাতে লাঠি নিয়ে বালকেরা মশা খেদা গান গেয়ে গৃহস্থকে আশীর্বাদ করে। মশা তাড়ানোর সময় বালকেরা চত্রাকারে ঘুরে ঘুরে গান গায়।
ও হরি মশাগো চলো যাই, মশা খেদাই মশা কয়,
মল্লাম গো, ডেফলের ধোঁয়া দিব গো।
ডেফলে নাই লবণ, চাউল তুলে মন মন
বাঁশের পাতা চিকিমিকি,
আমার লাগে আধলিসিকি।
জয় রাম বলো, জয় হরিবলো
গৃহস্থের কল্যাণ কামনীয়।
উৎসব (Festival) বলতে আমরা কি বুঝি ? What do we mean by festival?