Class 4 Environment Lesson 1 পরিবার Question Answer

ডেইলি বরাক
By -

Class 4 Environment Lesson 1 পরিবার, is a textbook prescribed by the Assam SCERT Board Class 4 Environment in Bengali Medium Students will find the Answer very useful for exam preparation. Class 4 Environment Lesson 1 পরিবার The experts of The Daily Barak provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 4 Amader Paribesh (আমাদের পরিবেশ) Question Answer are free to use and easily accessible.

(toc)

পাঠ ১

পরিবার পাঠের প্রশ্ন উত্তর

পরিবার পাঠের অনুশীলনীর প্রশ্নোত্তর

১। সংক্ষিণ্ড উত্তর দাও-

(ক) কোনো পরিবার কে পরিচালনা করেন?
উত্তর:- কোনো পরিবারকে সেই পরিবারের অভিভাবকই পরিচালনা করেন।

(খ) অনিতাদের পরিবারের সদস্য কয়জন?
উত্তর:- অনিতাদের পরিবারের সদস্য নয় জন৷

(গ) অনিতাদের পরিবা র কোন্‌ ধরনের পরিবারের অন্তর্গত?
উত্তর:- অনিতাদের পরিবারটি একান্নবর্তী পরিবারের অন্তর্গত।

(ঘ) শশাঙ্কদের পরিবারটি কোন্‌ ধরনের পরিবা র?
উত্তর:- শশাঙ্কদের পরিবারটি হল একক পরিবার।

২। শূন্যস্থান পূর্ণ করো-

(ক) সমাজের প্রাথমিক একক হল পরিবার

(খ) কোনো পরিবার শৃঙ্খলাবদ্ধভাবে চলার জন্য, প্রতিটি পরিবারের নিজ নিজ নীতি-নিয়ম থাকে।

(গ) শশাঙ্ক সুন্দর  ছবি  আঁকে।

(ঘ) শিক্ষিকা মহোদয়া শশাঙ্ককে গল্প ইঙ্গিত ও অঙ্গভঙ্গি দ্বারা বোঝান।

৩। উত্তর লেখো-

(ক) একক পরিবা র বলতে কী বোঝ?
উত্তর:- যে পরিবারে কেবল মা-বাবা ও তাদের ছেলে মেয়েরা একসঙ্গে থাকে তাকে একক পরিবার বলে ৷

(খ) শশাঙ্ক কেন আকার ইঙ্গিত দ্বারা কথা বলে?
উত্তর:- শশাঙ্ক ভালো করে কথা বলতে পারে না বলে আকার ইঙ্গিত দ্বারা কথা বলে। 

(গ) একান্নবর্তী পরিবা র বলতে কী বোঝ?
উত্তর:- যে পরিবারে দুটি বা তিনটি ছোট পরিবার একসাথে একটি বড়ো পরিবা র হয়ে থাকে,  তাহাকে একান্নবর্তী পরিবা র বলে।

(ঘ) শশাঙ্ক বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে কী কাজ করে?
উত্তর:- শশাঙ্ক বিদ্যালয়ে তার সহপাঠীদের সঙ্গে একই বেঞ্চে বসে,  পড়াশোনা করে ও তাদের সঙ্গে খেলা-ধুলা করে।

৪। নীচের সদস্যদের সম্পর্ক বেছে ক” অংশের সঙ্গে খ” অংশ মেলাও-

উত্তর=

পরিবার পাঠের অতিরিক্ত প্রশ্নোত্তর

– অনিতাদের পরিবারে কে কে আছে?
উত্তর:- ঠাকুরদা-ঠাকুরমা, কাকা-কাকিমা, পিসি,  মা-বাবা ও তার কাকার ছেলে জিন্টু আছে ৷

– পরিবারের কোন্ কোন্ সদস্য ওর যত্ন নেন?
উত্তর:- কাকা-কাকিমা, ঠাকুরদা-ঠাকুরমা,  পিসি এবং মা ওর যত্ন নেন।

— পরিবারের কোন্ কোন্ সদস্য উপার্জন করেন?
উত্তর:- কাকা এবং বাবা উপার্জন করেন।

– অনিতা ওর কাকার ছেলে জিন্টুর কীভাবে যত্ন নেয়?
উত্তর:- অনিতার কাকার ছেলে জিন্টুকে খুব যত্ন নেয়,  কোনো কোনো সময় অনিতা জিন্টুকে স্নান করিয়ে দেয়,  কাপড়-চোপড় পরিয়ে দেয়।

– অনিতাদের পরিবারের প্রধান বা অভিভাবক কে?
উত্তর:- অনিতাদের পরিবারের প্রধান বা অভিভাবক হলেন অনিতার কাকা ৷

আমাদের পরিবেশ Class 4 EVS

*****

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!