ঝংকার Jhankar Class 2 Bengali text book is prescribed by the Assam SCERT Board. Jhankar Class 2 bengali medium Students will find the answer very useful for Exam preparation. Jhankar Class 2 pdf download (ঝংকাৰ) will be able to solve all doubts of students.
ঝংকার (Jhankar) Class 2 পাঠ্যপুস্তকটি পাঠ্যপুস্তকটি প্রস্তুত করার সময় যে দিকসমূহের প্রতি নজর রাখা হয়েছে সেগুলি হলো-
Jhankar class 2 question answer
পড়াশোনা আরম্ভ করার জন্য শিশুর জীবনের সাথে জড়িত বিষয়গুলো যেমন - শিশুর চারপাশের জিনিসগুলো, জীবজন্তু, পশুপাখি, ঘরোয়া পরিবেশে শোনা বিভিন্ন শব্দ, গানবাজনা, কথাবার্তা, গল্প ইত্যাদিকে মৌলিক ভিত হিসাবে নেওয়া হয়েছে যেন এই প্রক্রিয়াগুলো সহজ এবং অর্থপূর্ণ হয়ে ওঠে।
সূচিপত্র
অধ্যায়ঃ ১ খাদ্য
পাঠ- ১ - মিঠা ফল, টক ফল
পাঠ- ২ - পিঠে-পুলি
অধ্যায়ঃ ২ আমাদের পরিবার
পাঠ- ১ - শ্রবণ কুমার
পাঠ- ২ - কুমির ও বানর
অধ্যায়ঃ ৩ আমাদের চারপাশ
পাঠ- ১ - প্রজাপতি
পাঠ- ২ - ছাগল ছানা দুটি কোথায় !
অধ্যায়ঃ ৪ খেলাধুলা
পাঠ- ১ - লুকোচুরি
পাঠ- ২ - ছাতা
অধ্যায়ঃ ৫ আমাদের সংস্কৃতি
পাঠ- ১ - ঠাকুরমার ঝাঁপি
পাঠ- ২ - ধামাইল
অধ্যায়ঃ ৬ বাজার
পাঠ- ১ - শনিবারের বাজার
পাঠ- ২ - কে কিনবে পুতুল?
অধ্যায়ঃ ৭ আমাদের স্বাস্থ্য
পাঠ- ১ - বনৌষধি
পাঠ- ২ - সিংহ ও নাপিত
অধ্যায়ঃ ৮ ঋতু
পাঠ- ১ - ছয় ঋতু, বারো মাস
পাঠ- ২ - হাতি ও ছোট্ট ছেলেটি
পাঠ- ৩ - বর্ষার মরশুম
অধ্যায়ঃ ৯ যাতায়াত ও যোগাযোগ
পাঠ- ১ - চলো, বেড়াতে যাই
অধ্যায়ঃ ১০ উৎসব ও উদ্যাপন
পাঠ- ১ - মনীষার নৃত্য
পাঠ- ২ - আমাদের রমেন কাকা
ভাষা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ যা আমাদের যোগাযোগের সাথে চিন্তা, বোঝাবুঝি, প্রশ্ন ইত্যাদিতে সাহায্য করে। এই পাঠ্যপুস্তকে নিজের ভাষায় মতবিনিময় করার , শ্রবণকালীন কোনও কিছু করার, পদ্য উপভোগ করার, শব্দ এবং পাঠোদ্ধারের সাথে খেলা করার, শিল্প-সংগীতের সাথে জড়িত ক্রিয়াকলাপে অংশগ্রহণ করার যথেষ্ট সুযোগ প্রদান করে। বিভিন্ন প্রেক্ষাপটে বারংবার এই সুযোগগুলো প্রদান করার জন্য ১০টি প্রসঙ্গ বাছাই করা হয়েছে যেগুলো শিশুর জীবনের সাথে জড়িত; যেমন-
'খেলাধুলো' 'পরিবার', 'চৌপাশ', 'প্রকৃতি' 'খাদ্য', 'স্বাস্থ্য', এবং সুস্থতা, 'উৎসব-পার্বণ', 'সংস্কৃতি', 'যাতায়াত' এবং 'যোগাযোগ' ও 'ঋতু/বারোমাস'।
প্রতিটি পাঠে একাধিক দক্ষতার বিকাশের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। শিশুর দৃষ্টিকোণ থেকে পাঠগুলো আকর্ষণীয় করে তুলতে ক্রিয়াকলাপগুলো বৈচিত্র্যময় করার প্রচেষ্টা করা হয়েছে। প্রতিটি পাঠের শেষে পাঠে মূল শিখন- ফলাফলসমহ অন্তর্ভুক্ত করার পাশাপা শি পুনরালোচনার জন্যও ক্রিয়াকলাপ রাখা হয়েছে।
প্রতিটি অধ্যায়ে অক্ষর এবং স্বরচিহ্নসমূহ বিভাজন করে শেখানোর জন্য ক্রিয়াকলাপ রাখা হয়েছে।