আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ পাঠ-১৮, প্রশ্ন উত্তর, পঞ্চম শ্রেণীর পরিবেশ পাঠ-১৮ সমাধান, Class V Environment Science Assam. Class V Environment Science Question Answer.
(toc)
আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ
অনুশীলনী
আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ পাঠের প্রশ্ন উত্তর
১। উত্তর লেখো-
(ক) উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহের নাম লেখো ।
উত্তরঃ- উত্তর-পূর্ব ভারতের
রাজ্যসমূহের নাম হলো – অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম,
ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও সিকিম৷
(খ) উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম লেখো।
উত্তরঃ- উত্তর-পূর্ব
ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম –
রাজ্য | জনগোষ্ঠীর নাম |
অরুণাচল প্রদেশ | আদি, নিশি, গালো, আপাতানি, মনপা ইত্যাদি। |
অসম | ডিমাসা, বোড়ো, কার্বি, আহোম, মিসিং, দেউরি, সোনোয়াল কছাড়ি, ঠেঙ্গাল কাছাড়ি, তিওয়া, চুতিয়া, রাভা, হাজং, কোচ রাজবংশী, চা জনগোষ্ঠী ইত্যাদি। |
মেঘালয় | খাসিয়া, গারো, জয়ন্তিয়া ইত্যাদি। |
মিজোরাম | মিজো, মার ইত্যাদি। |
নাগাল্যান্ড | আঙ্গামি, সেমা, আও, রেংমা, কন্যাক ইত্যাদি। |
মণিপুর | মণিপুরি, কুকি, কাবুই ইত্যাদি। |
ত্রিপুরা | ত্রিপুরি, চাকমা, হালাম, মগ, রাংখল ইত্যাদি। |
সিকিম | লেপচা, নেপালি ইত্যাদি। |
(গ) উত্তর-পূর্ব ভারতকে কেন সাতবোনের দেশ বলা হয়?
উত্তরঃ- ভারতের উত্তর
পূর্ব প্রান্তে যে সাতটি রাজ্য আছে তারা একে অপরের ওপর নির্ভরশীল হলেও নানা
কারণেই স্বতন্ত্র। এই সব রাজ্যের যেমন আছে নিজস্ব সংস্কৃতি, তেমনই আছে এক মনোরম
পরিবেশ। এইসঙ্গেই পাহাড় জঙ্গলে ঘেরা এই রাজ্যগুলি নিজের অপরূপ সৌন্দর্যের ডালি
সাজিয়ে বসে আছে। একইসঙ্গে এই সাত রাজ্যকে সাতবোনের দেশ বলা
হয়।
(ঘ) ব্রহ্মপুত্র নদীর ৪ টি উপনদীর নাম লেখো।
উত্তরঃ- ব্রহ্মপুত্র নদীর ৪ টি
উপনদীর নাম – লোহিত, সোবণশিরি, জিয়াভরলি, জিয়া ধনশিরি, মানস, বুড়িদিহিং, দিখৌ
ইত্যাদি।
(ঙ) মণিপুর রাজ্যের দুটি পাহাড়ের নাম লেখো।
উত্তরঃ- মণিপুর রাজ্যের দুটি
পাহাড়ের নাম হলো – পাটকাই পাহাড় ও মণিপুর পাহাড়৷
২ । ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও –
উত্তরঃ-৩। শূণ্যস্থান পুরণ করো-
(ক) _____ বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ নদী দ্বীপ।
উত্তরঃ- মাজুলি বিশ্বের
মধ্যে সবচেয়ে বৃহৎ নদী দ্বীপ।
(খ) মণিপুর রাজ্যের ______ হ্রদ প্রাকৃতিক ভাবে সৃষ্ট হওয়া এক বৃহৎ
হ্রদ।
উত্তরঃ- মণিপুর রাজ্যের লোকতাক হ্রদ প্রাকৃতিক ভাবে সৃষ্ট হওয়া এক
বৃহৎ হ্রদ।
(গ) শিলং একটি _____ স্থান।
উত্তরঃ- শিলং একটি স্বাস্থ্যকর স্থান।
(ঘ) অরুণাচল প্রদেশের ______ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।
উত্তরঃ- অরুণাচল
প্রদেশের তাওয়াঙ, বমডিলা, পরশুরাম কুণ্ড প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।
(ঙ) প্রায় সমগ্র মিজোরাম রাজ্যটিই _______।
উত্তরঃ- প্রায় সমগ্র মিজোরাম
রাজ্যটিই পাহাড়িয়া।
৪। নীচের বাক্যগুলো থেকে অশুদ্ধগুলো বেছে বের করে শুদ্ধ করে লেখো৷
(ক) বর্তমান অরুণাচল প্রদেশ পূর্বে লুসাই পাহাড় নামে অসমের অঙ্গ ছিল।
উত্তরঃ-
একসময় নাগাল্যান্ড রাজ্য নাগা পাহাড় হিসেবে অসমের অঙ্গ ছিল।
(খ) কার্বি আংলঙ জেলা সমতলভূমিতে অবস্থিত।
উত্তরঃ- কার্বি আংলঙ জেলা
পাহাড়িয়া ভূমিতে অবস্থিত।
(গ) অরুণাচল প্রদেশের দক্ষিণ অঞ্চলে হিমালয় পর্বতমালা অবস্থিত।
উত্তরঃ-
অরুণাচল প্রদেশের উত্তরাঞ্চলে
হিমালয় পর্বতমালা বেষ্টিত৷
(ঘ) ত্রিপুরা রাজ্যটি সমতলভূমি দ্বারা আবৃত।
উত্তরঃ- ত্রিপুরা রাজ্যটি
সমভূমি ও পাহাড়িয়া অঞ্চল দ্বারা আবৃত ।
(ঙ) মণিপুরের বেশির ভাগ অংশ প্রায় পাহাড়ি।
উত্তরঃ- মিজোরামের বেশির ভাগ
অংশ প্রায় পাহাড়ি।
৫। উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ পর্যটকদের জন্য কেন আকর্ষণীয় লেখো?
উত্তরঃ- উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ এক একটি ঐতিহ্যপূর্ণ স্থান সেজন্য
পর্যটকদের জন্য আকর্ষণীয়।
৬। কোন কোন রাজ্যকে একসঙ্গে ‘উত্তর-পূর্ব ভারত’ বলা হয়?
উত্তরঃ- অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা,
অরুণাচল প্রদেশ রাজ্যগুলোকে একসঙ্গে ‘উত্তর-পূর্ব ভারত’ বলা হয়। ২০০২
খ্রিস্টাব্দে উন্নয়ন পরিকল্পনার সুবিধার্থে সিকিম রাজ্যকেও উত্তর-পূর্বাঞ্চলের
অন্তর্ভুক্ত করা হয়েছে৷