(toc)
পাঠ-৯
আমাদের সামাজিক সমস্যা
Class 5 EVS Lesson 9, পাঠ-৯ আমাদের সামাজিক সমস্যা Assam SCERT Board all notes in Bengali Medium.
১ । উত্তর লেখো –
(ক) সামাজিক সমস্যা বলতে কী বোঝ?
উত্তর:- একটি সমাজের সামাজিক সমস্যা বলতে সমাজটির প্রত্যেক ব্যক্তির মৌলিক প্রয়োজনগুলো তথা রীতি-নীতি, অর্থনৈতিক, শিক্ষা ইত্যাদি দিক গুলো দিয়ে পিছিয়ে থাকে ফলে সমাজে সৃষ্ট হয় নিরক্ষতা, দরিদ্রতা, শিশু শ্রমিক, বাল্যবিবাহ, লিংগ-বৈষম্য ইত্যাদি সামাজিক সমস্যা।
(খ) সমাজে একতা গড়ে তুলতে কোন কোন গুণের প্রয়োজন হয়?
উত্তর:- সসমাজে একতা গড়ে তুলতে জনসাধারণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সচেতনতা, সহযোগিতা, বিশ্বাস ইত্যাদি মানবীয় গুণ গুলোর প্রয়োজন।
(গ) সামাজিক সমস্যাগুলো কী কী?
উত্তর:- সামাজিক সমস্যা গুলো হলো নিরক্ষরতা, বাল্য-বিবাহ, কুসংস্কার, লিংগ-বৈষম্য, দরিদ্রতা, মাদ্ক-দব্য সেবন, যৌতুক প্রথা, পরিবেশ দূষণ অন্ধ-বিশ্বাস ইত্যাদি।
(ঘ) সামাজিক সমস্যা সৃষ্টিতে কোন কারণগুলো দায়ী?
উত্তর:- সামাজিক সমস্যা সৃষ্টিতে মানুষের মধ্যে পারস্পরিক ভেদাভেদ, উচ্চ-নীচ ভাব, আন্তরিকতার অভাব, বিশ্বাসহীনতা ইত্যাদি হলো প্রধান কারণ।
২।শূণ্যস্থান পূর্ণ করো
(ক) আমরা সবাই …….. ভাবে বাস করি।
উত্তর:- সমাজবদ্ধ
(খ)…….. হল সমাজের এক শ্রেণির মানুষের ভুল ধারণা।
উত্তর:- অন্ধবিশ্বাস
(গ) দীর্ঘদিন পর্যন্ত সমস্যা বজায় থাকলে সমাজে…….. সৃষ্টি হয়।
উত্তর:- অশান্তির
(ঘ) জনসাধারণের সচেতনতা এবং……. না থাকলে কোনো সমস্যার সমাধান হয় না।
উত্তর:- সহযোগিতা
(ঙ) যারা লেখা-পড়া জানে না তাদেরকে……… বলে
উত্তর:-নিরক্ষরতা
৩ । “ক” অংশের সঙ্গে “খ” অংশ মেলাও –
উত্তর:-
৪ । অশুদ্ধ বাক্যগুলো শুদ্ধ করে লেখো
(ক) গ্রাম পঞ্চায়েত ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সামাজিক সমস্যাসমূহ সমাধানে সহায়তা করতে পারে।
উত্তর:- শুদ্ধ
(খ) কুসংস্কার থেকে সমাজের ক্ষতি হয়।
উত্তর:- শুদ্ধ
(গ) লিঙ্গ-বৈষম্য হলো একটি সামাজিক সমস্যা।
উত্তর:- শুদ্ধ
(ঘ) নিরক্ষরতা সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে পারে।
উত্তর:- অশুদ্ধ
(ঙ) টাকা-পয়সার অভাব হলে ছোট ছোট ছেলে-মেয়েদের শ্রমিকের কাজে লাগিয়ে উপার্জন করাতে হয়।
উত্তর:- অশুদ্ধ
৫ । সংক্ষিপ্ত টীকা লেখো –
(ক) অন্ধবিশ্বাস (খ) কুসংস্কার (গ) যৌতুক
উত্তর :- (ক) অন্ধবিশ্বাস = সমাজের এক শ্রেণীর মানুষের ভুল ধারণা হলো অন্ধবিশ্বাস। কোনো বিষয় ভালো করে বিচার না করেই সত্য বলে বিশ্বাস করাকে অন্ধবিশ্বাস বলে। উদাহরণ রূপে কোথাও যাওয়ার সময় সামনে দিয়ে বিড়াল রাস্তা পার করলে অমংগল মনে করা হয়। মানব সমাজের সবচেয়ে বড়ো যুক্তিহীন ধারণা হলো ডাইনি প্রথা। এধরনের অন্ধবিশ্বাসের ফলে সমাজে সৃষ্ট হয় বৃহৎ সমস্যা। এই অন্ধবিশ্বাস গুলো যুক্তি ও বৈজ্ঞানিক ভাবে সূক্ষ্মভাবে বিচার করতে বাধা দেয় তার ফলে মন ও বুদ্ধি বিকাশ হয়না। ফলে আমাদের সমাজ প্রগতিতে বাধার সৃষ্টি করে।
(খ) কুসংস্কার = সমাজের অন্য একটি সামাজিক সমস্যা হলো কুসংস্কার। সাপে কামড়ালে ওঝা ডেকে আনা, কোনো রোগ হলে ঝার-ফুকারির মন্ত্র দ্বারা রোগ ভালো করা ইত্যাদি। এইসব ভুল ধারণার বশীভূত হয়ে মানুষ উচিত চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে পতিত হয়।
(গ) যৌতুক = বিবাহের সময় নব বধূর সাথে সাথে দেওয়া বস্তুকে যৌতুক বলা হয়। পিতা-মাতা বা অবিভাবক নিজের মেয়ে নতুন ঘরে গিয়ে যাতে কোন প্রকার অসুবিধার সমমূখীন না হয় সেজন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী যৌতুক হিসেবে দিয়ে দেন। এটি একটি সামাজিক প্রথা। কখনও আবার বরের পক্ষ থেকে যৌতুক হিসেবে পাত্রী পক্ষ থেকে আদায় করে এবং সেগুলো দিতে না পারলে নব বধূকে অশেষ নির্যাতন করে। সমাজের এই কুসংস্কার গুলো দূর করা উচিত, যার জন্য সমাজের প্রত্যক মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত।
৬। সামাজিক সমস্যা সমাধানে একতার ভূমিকা কী লেখো।
উত্তর :- প্রত্যক সমাজের প্রতিটি মানুষই একটি সুস্থ সামাজিক পরিবেশে থাকতে ভালো বাসে। একতাই হলো এমন একটি উপায় যার মাধ্যমে সমাজ একটির কুসংস্কার, অন্ধবিশ্বাস ইত্যাদি সমস্যা গুলো সহজে দূর করতে পারে। সমাজের মানুষের মধ্যে থাকা একতা সমাজের মানুষের মধ্যে পারস্পরিক ভেদাভেদ দূর করে বন্ধুত্ব, ভাতৃতববোধ, সহযোগিতা ও সহানুভূতির হাত বাড়িয়ে দেয়। ফলে সমাজ একটি আদর্শ সমাজ হিসেবে পরিগণিত হয় ।
পঞ্চম শ্রেণীর পরিবেশ অসম (বাংলা মাধ্যম)