গ্রাম পঞ্চায়েত , পাঠ-১৬ পরিবেশের প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণীর পরিবেশের প্রশ্ন উত্তর । আমরা ও আমাদের পরিবেশ। Class 5 Environment question answer, Class V Environment question answer,
Class 5 Evs SCERT Assam. Evs Question Answer Class V Assam.
(toc)
গ্রাম পঞ্চায়েত
অনুশীলনী
১। উত্তর লেখো-
(ক) কে পঞ্চায়েতরাজ ব্যবস্থার সমর্থন করেছিলেন?উত্তরঃ- জাতির জনক মহাত্মা গান্ধী পঞ্চায়েতরাজ ব্যবস্থার সমর্থন করেছিলেন৷
(খ) গ্রাম পঞ্চায়েতের মোট আসনের কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত?
উত্তরঃ- গ্রাম পঞ্চায়েতের মোট আসনের ৩৩ শতাংশ (৩৩%) আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
(গ) ভোটাধিকার লাভ করার জন্য কত বছর বয়স হওয়া প্রয়োজন?
উত্তরঃ- ভোটাধিকার লাভ করার জন্য ১৮ বছর বয়স হওয়া প্রয়োজন
(ঘ) অসম পঞ্চায়েত আইন কোন খ্রিস্টাব্দে গ্রহণ করা হয়?
উত্তরঃ- অসম পঞ্চায়েত আইন ১৯৯৪ খ্রিস্টাব্দে গ্রহণ করা হয়।
২। শূণ্যস্থান পূর্ণ করো –
(ক) গ্রাম সভার বৈঠক আহ্বান করার জন্য _____ দিনের পূর্বে সভার বিষয়ে প্রচার করতে হয়।উত্তরঃ- গ্রাম সভার বৈঠক আহ্বান করার জন্য ১৫ দিনের পূর্বে সভার বিষয়ে প্রচার করতে হয়।
(খ) পৌর নিগমের কার্যকাল ______ বছর।
উত্তরঃ- পৌর নিগমের কার্যকাল ৫ বছর৷
(গ) প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে _______ টি আঞ্চলিক সমষ্টি থাকে।
উত্তরঃ- প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে ১০ টি আঞ্চলিক সমষ্টি থাকে।
(ঘ) গুয়াহাটি পৌর নিগম ______ খ্রিস্টাব্দে স্থাপন করা হয়।
উত্তরঃ- গুয়াহাটি পৌর নিগম ১৯৭৪ খ্রিস্টাব্দে স্থাপন করা হয়।
৩। শুদ্ধ উত্তর বেছে বের করো –
(ক) গ্রাম পঞ্চায়েতের কার্যকাল ৫বছর/৬ বছর/৪বছর।উত্তরঃ- গ্রাম পঞ্চায়েতের কার্যকাল ৫ বছর।
(খ) পৌর সভার সদস্য বা সদস্যাকে পৌরপতি/কাউন্সিলর/কমিশনার বলা হয়।
উত্তরঃ- পৌর সভার সদস্য বা সদস্যাকে
কমিশনার বলা হয়।
(গ) পোর নিগমের সদস্য সংখ্যা ৩০ জন/২০ জন/ সর্বোচ্চ ৬০ জন।
উত্তরঃ- পোর নিগমের সদস্য সংখ্যা সর্বোচ্চ ৬০ জন।
(ঘ) গ্রাম পঞ্চায়েত গঠন করতে নির্দিষ্ট এলাকায় ৬০০০ থেকে ৮০০০ / ৯০০০/ ১০০০০ পর্যন্ত জনসংখ্যা থাকা উচিত।
উত্তরঃ- গ্রাম পঞ্চায়েত গঠন করতে নির্দিষ্ট এলাকায় ১০০০০ পর্যন্ত জনসংখ্যা থাকা উচিত।
৪। নীচেরবাক্যগুলো থেকে অশুদ্ধ অংশ বেছে নিয়ে শুদ্ধ করে লেখো-
(ক) গ্রামের সব প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলাদের নিয়ে অনুষ্ঠিত সভাই হচ্ছে গ্রাম সভা।
উত্তরঃ- গ্রাম সভা হল একটি গ্রাম বা পঞ্চায়েত এলাকার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত সকল জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি সর্বজনীন সভা।
(খ) গ্রাম সভাকে ১০ টা ওয়ার্ডে ভাগ করা হয়।
উত্তরঃ- গ্রাম পঞ্চায়েতকে ১০ টি আঞ্চলিক সমষ্টিতে ভাগ করা হয়।
(গ) গ্রাম পঞ্চায়েত হলো সভাপতি এবং সদস্যগণ নিয়ে গঠিত গ্রামের প্রশাসনিক সংগঠন।
উত্তরঃ- গ্রাম পঞ্চায়েত হলো গ্রাম অঞ্চলের শাসন ব্যবস্থার একটি সংগঠন বা সংস্থা।
(ঘ) ১৮ বছর বয়স্ক সব লোকই গ্রাম পঞ্চায়েতের সদস্য।
উত্তরঃ- ১৮ বছর পূর্ণ হওয়ার পর একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়৷ প্রাপ্তবয়স্ক হলেই ভোট দেওয়ার অধিকার লাভ করে৷
৫। গ্রাম পঞ্চায়েত কীভাবে গঠন করা হয়?
উত্তরঃ- নির্বাচনের সুবিধারর জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে ১০ টি আঞ্চলিক সমষ্টিতে ভাগ করা হয়৷ এধরনের প্রতিটি সমষ্টিকে ওয়ার্ড বলা হয়৷ প্রতিটি ওয়ার্ড বা সমষ্টির ভোটাররা তাদের সমষ্টি থেকে একজন করে সদস্য নির্বাচন করেন। গ্রাম সভার সদস্যরা নিজ নিজ সমষ্টির প্রতিনিধি নির্বাচন করে গ্রাম পঞ্চায়ে ত গঠন করেন।
৬। গ্রাম পঞ্চায়েতের যে কোন তিনটি কার্য উল্লেখ করো?
উত্তরঃ- গ্রাম পঞ্চায়েতের কোন তিনটি কার্য-
(ক) গ্রাম পঞ্চায়েতএলাকার উন্নয়নের জন্য বার্ষিক পরিকল্পনা প্রস্তুতকরণ।
(খ) গ্রাম পঞ্চায়েতের বার্ষিক বাজেট প্রস্তুতকরণ।
(গ) প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সাহায্য বিষয়ক কাজ-কর্ম করা৷
৭। নগর অঞ্চলের শাসন ব্যবস্থার প্রতিষ্ঠান গুলো কী কী?
উত্তরঃ- নগর অঞ্চলের শাসন ব্যবস্থার প্রতিষ্ঠান গুলো হল – নগর সমিতি, পৌরসভা ও পৌর নিগম ।
৮। গ্রাম সভার বৈঠকে গণপুর্তি ‘কোরাম’ হওয়া বলতে কখন গণ্য করা হয়?
উত্তরঃ- একটি গ্রাম-সভা অনুষ্ঠিত করতে হলে মোট ভোটারের কমপক্ষে ১০ শতাংশ বা ১০০ জন মানুষ উপস্থিত হতে হবে৷ এই প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত থাকলে
গ্রাম সভার বৈঠকে গণপুর্তি ‘কোরাম’ হওয়া গণ্য করা হয়।
৯। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে ১০ টি আঞ্চলিক সমষ্টিতে ভাগ করে নেওয়ার কারণ কী?
উত্তরঃ- নির্বাচনের সুবিধারর জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে ১০ টি আঞ্চলিক সমষ্টিতে ভাগ করে নেওয়া হয়৷