Class II ঝংকার Textbook Chapter I Lesson-I "মিঠা ফল, টক ফল" lesson with all question answers questions pdf provided in this post.
"Jhankar Class 2 Bangla Medium" Textbook published by Assam Govt SCERT Board will motivate all students. Hope you and students like our "ঝংকার" textbook solution.
মিঠা ফল, টক ফল
এসো, একসঙ্গে বলি -
এসো, কথা বলি -
ক) তুমি কী কী ফল খেতে ভালোবাস?
উত্তরঃ আমি আম, কাঠাল, জাম, কলা ছাড়াও নানা ধরনের ফল খাই।
খ) কয়েকটি টক ও কষা ফলের নাম বলো৷
উত্তরঃ টক ফল - লেবু, তেঁতুল, জলপাই।
কষা ফল - হরীতকী।
গ) ফল ছাড়া আর কী কী খেলে আমরা দেহে বল পাই?
উত্তরঃ ফল ছাড়া দুধ, দই, মাখন, বিভিন্ন ধরনের শাক-সবজি, মাছ-মাংস খেলে আমরা দেহে
বল পাই।
ঘ) ফলমূল খায় এমন কয়েকটি পশু পাখির নাম বলো।
উত্তরঃ
ক্রিয়াকলাপ -
এসো, ফল, যত, ধরে, পাকা - এই শব্দগুলোর শেষধ্বনির সঙ্গে মিল আছে এমন নতুন শব্দ গঠন করে লিখি এবং পড়ি।
ফল | বল | নল | কল |
যত | কত | নত | শত |
ধরে | পরে | ঘরে | সরে |
পাকা | চাকা | কাকা | টাকা |
এসো, ফলমূলের নাম পড়ি
কলা | আম | লেবু | কাঠাল | পেপে |
আনারস | আমলকী | জলপাই | তেতুল | হরীতকী |
এসো ফলমূলের স্বাদ অনুযায়ী তাদের ভাগ করি
টক ফল | মিঠা ফল | কষা ফল |
---|---|---|
লেবু তেতুল জলপাই |
কলা কাঠাল পেপে |
হরীতকী আমলকী |
এসো রঙ করি
নিজেরা চেষ্টা করো