পরিযায়ী পাখি পাঠ ৯ | Class IV Environment Assam. Class 4 Environment Question Answer
(toc)
পরিযায়ী পাখি পাঠের প্রশ্ন উওর
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। সংক্ষিপ্ত উত্তর লেখোঃ
(ক) যে-কোনো দুই প্রকার পরিযায়ী পাখির নাম লেখো।
উত্তরঃ দুই প্রকার পরিযায়ী পাখির নাম হল – কোকিল ও বালিহাঁস।
(খ) কোন্ পাখি বাসা বাঁধতে জানে না ?
উত্তরঃ কোকিল পাখি বাসা বাঁধতে জানে না।
(গ) আমাদের জাতীয় পাখির নাম কি?
উত্তরঃ আমাদের জাতীয় পাখি হল ময়ূর।
(ঘ) সাইবেরিয়া অঞ্চল থেকে আসা একপ্রকার পরিযায়ী পাখির নাম লেখো।
উত্তরঃ সাইবেরিয়া অঞ্চল থেকে আসা একপ্রকার পরিযায়ী পাখি হলো বক।
(ঙ) তোমার দেখা চার প্রকার পাখির নাম লেখো।
উত্তরঃ আমার দেখা চার প্রকার পাখি হল – চড়ুই পাখি,পায়রা, টিয়া, ঘুঘু পাখি।
২। শুদ্ধ /অশুদ্ধ নির্ণয় করোঃ–
(ক) পরিযায়ী পাখি শিকার করা আইনত নিষেধ।
উত্তরঃ শুদ্ধ।
(খ) বহু লোক পাখির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে।
উত্তরঃ শুদ্ধ।
(গ) পরিযায়ী পাখিরা কেবল অসমই আসে।
উত্তরঃ অশুদ্ধ।
(ঘ) পরিযায়ী পাখি আসে এমন স্থানে বনভোজন নিষেধ।
উত্তরঃ শুদ্ধ।
(ঙ) পরিযায়ী পাখিরা এসে নামে এমন জায়গাকে পক্ষী উদ্যান নামে জানা যায়।
উত্তরঃ শুদ্ধ।
৩। শূন্যস্থান পূর্ণ করোঃ
(ক) পক্ষী উদ্যানে বিভিন্ন __________ পাখি দেখা যায়।
উত্তরঃ পরিযায়ী।
(খ) জাটিংগা একটি __________ উদ্যান।
উত্তরঃ পক্ষী।
(গ) দূর দূর জায়গা থেকে পরিযায়ী পাখি দেখতে আসা লোককে __________ বলে।
উত্তরঃ পর্যটক।
(ঘ) কিছুসংখ্যক পাখির মাংস ও ডিম __________ হিসাবে গ্রহণ করা হয়।
উত্তরঃ খাদ্য।
৪। শুদ্ধ উত্তরটি বেছে নাওঃ—
(ক) দীপের বিল কামরূপ (মহানগর) / শিবসাগর / শোণিতপুর জেলার অন্তর্গত।
উত্তরঃ কামরূপ (মহানগর)।
(খ) পরিযায়ী পাখিরা এসে যেখানে নামে সেই জায়গাগুলোকে অভয়ারণ্য / চিড়িয়াখানা
/ পক্ষী উদ্যান বলে ঘোষণা করা হয়েছে।
উত্তরঃ পক্ষী উদ্যান।
(গ) স্টারলিং (পাখি) বসন্ত / বর্ষা /শীতকালে অসমে আসে।
উত্তরঃ শীতকালে।
(ঘ) প্রায় ১০ / ১০০/ ১০০০ ভিন্ন ভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি আসামে আসে।
উত্তরঃ ১০০
(ঙ) ধৃতরাজ / শালিক / শকুন একপ্রকার পরিযায়ী পাখি।
উত্তরঃ ধৃতরাজ।
৫। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাওঃ
‘ক’ | ‘খ’ |
---|---|
পর্যটক | একটি পক্ষী উদ্যান। |
বালিহাঁস | একটি রাষ্ট্রীয় উদ্যান। |
দীপর বিল | এক প্রকার পরিযায়ী পাখি। |
কাজিরাঙা | কাকের বাসায় ডিম দেয়। |
কোকিল | বনা্ঞ্চলসমূহ দেখতে আসা লোক। |
‘ক’ | ‘খ’ |
---|---|
পর্যটক | বনাঞ্চলসমূহ দেখতে আসা লোক। |
বালিহাঁস | এক প্রকার পরিযায়ী পাখি। |
দীপর বিল | একটি পক্ষী উদ্যান। |
কাজিরাঙা | একটি রাষ্ট্রীয় উদ্যান। |
কোকিল | কাকের বাসায় ডিম দেয়। |
৬। পরিযায়ী পাখি কাকে বলে ?
উত্তরঃ যে পাখিরা একই জায়গায় না থেকে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদের পরিযায়ী পাখি বলে। যেমন— কোকিল, বালিহাঁস, চাতক ইত্যাদি।
৭। পরিযায়ী পাখিরা অসমে কেন আসে ?
উত্তরঃ খাদ্যের সন্ধান, অতিশয় শীত ও গরম থেকে রক্ষা পাওয়ার জন্য পরিযায়ী পাখিরা বহুদূর থেকে অসমে আসে।
৮। পাখির দ্বারা হওয়া দুটি উপকার উল্লেখ করো।
উত্তরঃ পাখির দ্বারা হওয়া দুটি উপকার হলঃ
(১) শস্য ও অন্য উদ্ভিদের অনিষ্টকারী কীট-পতঙ্গ নিধন করে উদ্ভিদকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে।
(২) ইঁদুর সঞ্চিত শস্যের ক্ষতি করে। অনেক শিকারি পাখি যেমন — ঈগল, চিল, প্যাঁচা ইত্যাদি এই অনিষ্টকারী ইঁদুরকে শিকার করে। এইভাবে পাখিরা আমাদের উপকার করে।
৯। নীচের পাখির ছবিটিতে রং দাওঃ—
উত্তরঃ ছবিটি এঁকে নিজেরা রং দাও।