কম্পিউটার ও যোগাযোগ পাঠ ১৬ Class IV Environment Assam Lesson 16
(toc)
কম্পিউটার ও যোগাযোগ পাঠের প্রশ্ন উত্তর
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
১। উত্তর লেখোঃ
(ক) যোগাযোগ ব্যবস্থা কী ? দুটি যোগাযোগ মাধ্যমের নাম লেখো।
উত্তরঃ যোগাযোগ হল এমন একটি ব্যবস্থা যার সাহায্যে আমরা দূরে থেকেও একজন আরেকজনের
সঙ্গে সহজে সম্পর্ক রাখতে পারি।
দুটি যোগাযোগ মাধ্যম হল — টেলিফোন ও রেডিও।
(খ) কম্পিউটার ও ইন্টারনেটের সাহায্যে করতে পারা যায় এমন দুটি কাজের নাম উল্লেখ
কর।
উত্তরঃ ইন্টারনেট সংযোগ দ্বারা কম্পিউটার থেকে আমরা রেল ও বিমান সেবার সময়সূচি
জানতে পারি এবং অগ্রিম টিকিট কাটতে পারি। তাছাড়া আমরা দেশ-বিদেশের খবর পেতে
পারি।
(গ) কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশগুলোর নাম লিখ।
উত্তরঃ কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশগুলি হল — সি.পি. ইউ, কি-বোর্ড, মাউস ও
মনিটর।
(ঘ) প্রিন্টারের কাজ কী ?
উত্তরঃ কম্পিউটারের সঙ্গে প্রিন্টার যুক্ত থাকলে, আমাদের দ্বারা করা কাজ, কাগজে
লিখিত রূপে পেতে পারি।
২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাওঃ
উত্তরঃ
কি-বোর্ড নির্দেশ দেওয়া কাজগুলো করে ও সংরক্ষণ করে রাখে।
মাউস করা কাজ ও কাজের ফলাফল দেখতে পাই।
সি. পি. ইউ. ইউ মনিটরে প্রদর্শিত কথা, ছবি ইত্যাদি নিয়ন্ত্রণ করে কাজ করা যায়।
মনিটর লিখিত আকারে নির্দেশ পাঠানো যায়।
৩। শূন্যস্থান পূর্ণ করোঃ
(ক) টেলিফোন ও ________ এর দ্বারা পৃথিবীর যে-কোনো ব্যক্তির সঙ্গে কথা বলা যায়।
উত্তরঃ মোবাইলের।
(খ) কৃত্রিম উপগ্রহের জন্যই ________ ব্যবস্থা সম্ভব হচ্ছে।
উত্তরঃ ইন্টারনেট।
(গ) আমরা তথ্য সংরক্ষণ ________ এর সাহায্যে করতে পারি।
উত্তরঃ সি.পি. ইউ।
(ঘ) টেলিফোনে ________ সংযুক্ত করে আমরা প্রয়োজনীয় নথি-পত্রের প্রতিলিপি
তৎক্ষণাৎ অন্যস্থানে পাঠাতে পারি।
উত্তরঃ ফ্যাক্স।
৪। শুদ্ধ উত্তরটিতে ‘✓’ চিহ্ন দাওঃ
(ক) ডাকযোগ একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারে।
উত্তরঃ অশুদ্ধ।
(খ) প্রিন্টারের সাহায্যে কম্পিউটারে করা কাজগুলো লিখিত রূপে পেতে পারি।
উত্তরঃ শুদ্ধ।
(গ) দূরদর্শন হল আধুনিক কালের সবচেয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা।
উত্তরঃ অশুদ্ধ।
(ঘ) ফ্যাক্স কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করা হয়।
উত্তরঃ অশুদ্ধ।
(ঙ) মোবাইল ফোন দ্বারা লিখিতভাবে ভাব বিনিময় করা যায়।
উত্তরঃ অশুদ্ধ।