আমাদের রাজ্যটি পাঠ ১৭ Class IV Environment Lesson 17. আমাদের রাজ্যটি পাঠের প্রশ্ন উত্তর অসম বাংলা মাধ্যম ।
আমাদের রাজ্যটি
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
১। উত্তর লেখোঃ
(ক) অসমের প্রধান প্রাকৃতিক বিভাগ কয়টি ও কী কী ?
উত্তরঃ অসমকে প্রধানত তিনটি প্রাকৃতিক বিভাগে বিভক্ত করা হয়েছে। এই প্রাকৃতিক
বিভাগগুলি হল — (i) ব্রহ্মপুত্র উপত্যকা।
(ii) বরাক উপত্যকা। এবং
(iii) পাহাড়ি অঞ্চল।
(খ) অসমের প্রধান নদ দুটোর নাম কী কী ?
উত্তরঃ অসমের প্রধান নদ দুটোর নাম হল — ব্রহ্মপুত্র ও বরাক।
(গ) অসমের রাজ্যের নিকটে থাকা বিদেশী রাষ্ট্র কয়টির নাম কী কী
উত্তরঃ অসম রাজ্যের নিকটে থাকা বিদেশী রাষ্ট্র কয়টির নাম হল- বাংলাদেশ ও ভূটান।
(ঘ) অসমের চার সীমা লেখো।
উত্তরঃ আসামের পূর্বে অরুণাচল প্রদেশ, পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে ভূটান, দক্ষিণে
বাংলাদেশ।
(ঙ) বরাক উপত্যকায় থাকা জেলা কয়টির নাম কী কী?
উত্তরঃ বরাক উপত্যকার জেলা কয়টির নাম হল—কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ।
২। শূন্যস্থান পূর্ণ করো
(ক) অসম রাজ্যের _________ অংশে ব্রহ্মপুত্র উপত্যকা রয়েছে।
উত্তরঃ উত্তর।
(খ) ভারতবর্ষের _________ অঞ্চলে অসম রাজ্য অবস্থিত।
উত্তরঃ উত্তর-পূর্ব।
(গ) মানচিত্রে পর্বত, পাহাড়, নদী ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহার করা চিহ্নগুলোকে
_________ চিহ্ন বলে।
উত্তরঃ সাংকেতিক চিহ্ন।
(ঘ) অসমের দক্ষিণ অংশে _________ উপত্যকা রয়েছে।
উত্তরঃ বরাক।
৩। শুদ্ধ উত্তরটি বেছে নাওঃ
(ক) অসমকে প্রধানত দুটি/তিনটি/চারটি প্রাকৃতিক ভাগে ভাগ করা হয়েছে।
উত্তরঃ তিনটি।
(খ) ব্রহ্মপুত্র উপত্যকা অসম রাজ্যের উত্তর/দক্ষিণ/পূর্ব অংশে।
উত্তরঃ উত্তর।
(গ) অসম রাজ্যের নিকটবর্তী দুটি/তিনটি/চারটি বিদেশী রাষ্ট্র আছে।
উত্তরঃ দুটি।
(ঘ) মানস/সুবর্ণশিরি/ধলেশ্বরী হল বরাক নদীর উপনদী।
উত্তরঃ ধলেশ্বরী।