আমাদের ক্ষুদ্র শিল্প পাঠের অনুশীলনীর প্রশ্ন উত্তর Class IV Environment Question Answer Assam
(toc)
আমাদের ক্ষুদ্র শিল্প
১। উত্তর লেখোঃ
(ক) কুটির শিল্প কাকে বলে ?
উত্তরঃ যে শিল্পসমূহে ব্যবহার করা কাঁচা সামগ্রীগুলো সাধারণত স্থানীয়ভাবে সহজেই
পাওয়া যায় এবং সামগ্রীগুলো উৎপাদন করতে যন্ত্রপাতি কম ব্যবহার করা হয় তাদের
কুটির শিল্প বলে।
(খ) মৃৎশিল্পের বিশেষ আকর্ষণ কী ?
উত্তরঃ মাটির সাহায্যে করা শিল্প কার্যকে মৃৎশিল্প বলে। ‘টেরাকোটা’। মৃৎশিল্পের
অন্যতম আকর্ষণ।
(গ) বাগানে চা পাতা কীভাবে প্রস্তুত করা হয় ?
উত্তরঃ বাগান থেকে কোমল বা কুঁড়ি পাতা ছিঁড়ে, শুকিয়ে পরে বিশেষ পদ্ধতিতে
মেশিনে চা-পাতা প্রস্তুত করা হয়।
২। সংক্ষিপ্ত উত্তর লেখোঃ—
(ক) অসমের দুপ্রকার কুটির শিল্পের নাম লেখোঃ
উত্তরঃ অসমের দু প্রকার কুটির শিল্প হল — বয়ন শিল্প এবং বেত শিল্প।
(খ) চা চাষ করা হয় এমন তিনটি জেলার নাম লেখ।
উত্তরঃ চা চাষ করা হয় তিনটি জেলার নাম হল — তিনসুকিয়া , ডিব্ৰুগড় এবং শিবসাগর
জেলা।
(গ) কোন শিল্পোদ্যোগ অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে অসমকে সাহায্য করে ?
উত্তরঃ চা শিল্প অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে অসমকে সাহায্য করে।
(ঘ) অসমের কোন স্থানটিকে বস্ত্র নগরী বলে ?
উত্তরঃ অসমের শুয়ালকুচিকে বস্ত্রনগরী বলা হয়।
(ঙ) মৃৎশিল্প কেন্দ্র রয়েছে এমন তিনটি জায়গায় নাম লেখো ।
উত্তরঃ মৃৎশিল্প থাকা তিনটি জায়গার নাম হল — আশারীকান্দি, হাজো এবং করিমগঞ্জ।
(চ) বয়ন কেন্দ্রে উৎপাদিত দু প্রকার কাপড়ের নাম লেখো।
উত্তরঃ বয়ন কেন্দ্রে উৎপাদিত দু প্রকার কাপড় হল — পাট-মুগা কাপড় ও এণ্ডী
কাপড়।
৩। শুদ্ধ বাক্যটিতে ‘✓’ চিহ্ন দাওঃ-
(ক) কুটির শিল্পে যন্ত্র-পাতির ব্যবহার অধিক।
উত্তরঃ অশুদ্ধ।
(খ) চা-শিল্প অসমের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শিল্প।
উত্তরঃ শুদ্ধ।
(গ) ঢকুয়াখানাতে বয়ন কেন্দ্র আছে।
উত্তরঃ শুদ্ধ।
(ঘ) অসমের পাট-মুগা কাপড় দেশ-বিদেশে সমাদৃত।
উত্তরঃ শুদ্ধ।
(ঙ) বয়ন কেন্দ্রের অন্যতম আকর্ষণ টেরাকোটা।
উত্তরঃ অশুদ্ধ।
৪। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাওঃ
‘ক’ | ‘খ’ |
---|---|
সর্থেবাড়ি | মৃৎশিল্প |
ঢকুয়াখানা | পিতলের শিল্প |
আশারীকান্দি | বয়ন শিল্প |
হাজো | কাঁসা শিল্প |
উত্তরঃ
‘ক’ | ‘খ’ |
---|---|
সর্থেবাড়ি | পিতলের শিল্প |
ঢকুয়াখানা | মৃৎশিল্প |
আশারীকান্দি | কাঁসা শিল্প |
হাজো | বয়ন শিল্প |
৫। কাঁসার বাসন প্রস্তুতকারী ব্যক্তিকে কী বলে ?
উত্তরঃ কাঁসার বাসন প্রস্তুত করা ব্যক্তিকে কাঁসার বলে।
৬। অসমে চা-শিল্প গড়ে ওঠার কারণ কী ?
উত্তরঃ আসামের মাটি চা শিল্পের জন্য উপযোগী হওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে চা পাতা উৎপন্ন হয়।