আমাদের রাজ্য সমূহের কিছু কথা পাঠের প্রশ্ন উত্তর Class IV EVS Lesson 18. আমাদের রাজ্যটি পাথের প্রশ্ন উত্তর
(toc)
আমাদের রাজ্য সমূহের কিছু কথা
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
১। সংক্ষিপ্ত উত্তর লেখোঃ
(ক) আমাদের রাজ্যটিকে প্রশাসনের সুবিধার জন্য কয়টি জেলায় বিভক্ত করা হয়েছে ?
উত্তরঃ প্রশাসনের সুবিধার জন্য আমাদের রাজ্যটিকে মোট ২৭টি জেলায় বিভক্ত করা
হয়েছে।
(খ) গোয়ালপাড়া ও বঙাইগাঁও জেলাকে সংযুক্ত করে ব্রহ্মপুত্রের উপর নির্মিত
সেতুটির নাম কী ?
উত্তরঃ ‘নরনারায়ণ সেতু’।
(গ) তোমার জেলার সদর স্থানের নাম কী ?
উত্তরঃ আমার জেলা কামরূপ মহানগরের সদর স্থানের নাম গুয়াহাটী।
(ঘ) তোমার জেলার সামাজিক, রাজনৈতিক, সাহিত্য, বিজ্ঞান, খেলা-ধুলা ইত্যাদিতে অবদান
জুগিয়েছেন এমন একজন বরেণ্য ব্যক্তির নাম লেখো।
উত্তরঃ আমার জেলার সামাজিক, রাজনৈতিক, সাহিত্য, বিজ্ঞান, খেলাধূলা ইত্যাদিতে অবদান জুগিয়েছেন এমন একজন বরেণ্য ব্যক্তি হলেন — ড. ভুপেন হাজারিকা।
(ঙ) অসমের কোন্ জেলাটিতে আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে ?
উত্তরঃ কামরূপ মহানগরের গুয়াহাটী বরঝারে ‘লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক
বিমানবন্দর’ রয়েছে।
২। শূন্যস্থান পূর্ণ করোঃ-
(ক) অসমের জনজাতিদের ভাষা, সংস্কৃতি, রীতি-নীতি, শিক্ষা ইত্যাদির রক্ষণাবেক্ষণ ও
উন্নয়নের জন্য _________পরিষদ গঠন করে দেওয়া হয়েছে।
উত্তরঃ স্বায়ত্ত শাসিত।
(খ) বোড়োল্যান্ড এলাকার অন্তর্গত জেলা কয়টি হল _________, এবং _________।
উত্তরঃ কোকরাঝাড়, বাকসা, চিরাং, ওদালগুড়ি।
(গ) অসমের পাহাড়ি অঞ্চলের স্বায়ত্ত শাসিত পরিষদের অধীনে থাকা জেলা কয়টি হল
_________ এবং _________ জেলা।
উত্তরঃ কাৰ্বি আংলং ও ডিমা হাসাও।
(ঘ) নগাঁও ও শোণিতপুর জেলাকে সংযুক্ত করে _________ সেতু আছে।
উত্তরঃ কলীয়া ভোমরা।
(ঙ) অসমের রেলপথসমূহ _________ রেলমণ্ডলের ভিতরে পড়ে।
উত্তরঃ উত্তর-পূর্ব সীমান্ত।
৩। শুদ্ধ উত্তরটি বেছে নাওঃ
(ক) অসমে সাতাশ/আটাশ/ উনত্রিশটি জেলা আছে।
উত্তরঃ সাতাশ টি।
(খ) তিন/চার/পাঁচটি জেলাকে নিয়ে বি.টি. এ. ডি. গঠিত হয়েছে।
উত্তরঃ চার।
(গ) অসমে একটি/দুটি/ তিনটি পাহাড়ি জেলা আছে।
উত্তরঃ দুটি।
(ঘ) অসমে পঞ্চান্ন/ছাপ্পান্ন/ সাতান্ন টা মহকুমা আছে।
উত্তরঃ সাতান্ন টা।
৪। তোমার জেলাটির নাম কী? জেলাটির চারসীমা লেখো।
উত্তরঃ আমাদের জেলাটির নাম কামরূপ মহানগর। জেলাটির চারসীমা এইরূপ — পূর্বে মরিগাঁও জেলা, পশ্চিমে কামরূপ, উত্তরে ব্রহ্মপুত্র নদ, দক্ষিণে মেঘালয়।
৫। তোমার জেলাটির নাম কী?
উত্তরঃ নিজ নিজ বসবাসকারী জেলার নাম লিখতে হবে।
প্রশ্ন ৬। আগের পাঠের অসমের মানচিত্র দেখে তোমার জেলার চারসীমা লেখোঃ
(ক) উত্তরে………………………………
(খ) দক্ষিণে……………………………..
(গ) পূর্বে………….…….………………….
(ঘ) পশ্চিমে…….…..……………………..
উত্তরঃ নিজে লেখো।
৭। দলে বসে আলোচনা করে লেখো:
শিক্ষক-শিক্ষিকার সাহায্য নিয়ে নিজের খাতায় ২৭টি জেলার একটি তালিকা প্রস্তুত করো। (প্রধান স্থান, সদর স্থান ও মহকুমা সহ)
উত্তরঃ শিক্ষক-শিক্ষিকার সাহায্য নিয়ে লিখতে হবে।
৮। স্বায়ত্ত শাসিত পরিষদ কোন কোন জনজাতির জন্য গঠন করা হয়েছে ?
উত্তরঃ স্বায়ত্ত শাসিত পরিপদ কার্বি আংলং, ডিমা হাসাও, রাভা, তিওয়া, মিসিং, বোড়ো ইত্যাদি জনজাতির জন্য গঠন করা হয়েছে।
৯। তোমার জেলার ভিতর দিয়ে যাওয়া জাতীয় সড়কটির নম্বর কত ?
উত্তরঃ নিজ নিজ জেলার ভিতর দিয়ে যাওয়া জাতীয় সড়কটির নম্বর লিখতে হবে।
১০। মানচিত্র দেখে, অসমের রেলপথসমূহ কোন্ কোন জেলার ভিতর দিয়ে গেছে, শিক্ষক-শিক্ষিকার সাহায্যে চিনে নাও।
উত্তরঃ শিক্ষক-শিক্ষিকার সাহায্য নিয়ে চিনে নাও।
১১। স্বায়ত্ত পরিষদের অধীনে থাকা জেলাগুলোর নাম কী কী ?
উত্তরঃ স্বায়ত্ত পরিষদের অধীনে থাকা জেলাগুলি হল — কোকরাঝাড়, বাকসা, চিরাং ও ওদালগুড়ি।
১২। মেলাও।
উত্তরঃ বিমানপথ জলপথ স্থলপথ রেলপথ
১৩। মানচিত্রে নিজের জেলার নাম, জেলার সদর, চারসীমা, জাতীয় সড়ক ও অসমের চারসীমা বসাও।
উত্তরঃ নিজে করো।
প্রশ্ন ১৪। অসমের কোন্ কোন্ জেলায় বিমান বন্দর আছে, তা শিক্ষকের সাহায্যে জেনে নাও এবং একটি তালিকা প্রস্তুত করো।
উত্তরঃ গুয়াহাটি, তেজপুর, যোরহাট, ডিব্রুগড়, লখিমপুর, শিলচর জেলায় বিমান বন্দর আছে।
১৫। নীচে ছবিটি দেখো এবং এটিতে তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন আছে। দলগতভাবে আলোচনা করে উত্তরগুলো লেখো।
উত্তরঃ দলগতভাবে আলোচনা করে নিজেরা লেখো।