গ্রহ ও নক্ষত্রের কথা পাঠ ১৫ Class IV EVS Question Answer
(toc)
গ্রহ ও নক্ষত্রের কথা প্রশ্নোত্তর
প্রশ্ন ১। শূন্যস্থান পূর্ণ করো
(ক) রাত্রের আকাশে মিট্মিট্ করতে থাকা তারাগুলোকে _________ বলা হয়।
উত্তরঃ নক্ষত্র।
(খ) যে-নক্ষত্রটি থেকে আমরা আলো ও তাপ পাই তার নাম _________।
উত্তরঃ সূর্য।
(গ) সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম _________।
উত্তরঃ বুধ।
(ঘ) সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহটির নাম _________।
উত্তরঃ নেপচুন।
(ঙ) আমরা যে-গ্রহে বাস করি তার নাম _________।
উত্তরঃ পৃথিবী।
২। উত্তর লেখোঃ
(ক) সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহটির নাম কী ?
উত্তরঃ বৃহস্পতি।
(খ) সৌরজগতের সবচেয়ে ছোটো গ্রহটির নাম কী ?
উত্তরঃ বুধ।
(গ) কৃত্রিম উপগ্রহ কিসের সাহায্যে আকাশে পাঠানো হয় ?
উত্তরঃ রকেটের সাহায্যে।
(ঘ) ভারতবর্ষ দ্বারা প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কী ?
উত্তরঃ ভারতবর্ষ দ্বারা প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম হলো আর্যভট্ট।
প্রশ্ন ৩। পার্থক্য লেখো — নক্ষত্র ও গ্রহ।
উত্তরঃ
নক্ষত্র গ্রহ
(i) নক্ষত্র মিট্মিট্ করে জ্বলে। গ্রহ স্থির ভাবে জ্বলে।
(ii) নক্ষত্রের নিজস্ব আলো আছে। গ্রহের নিজস্ব আলো নাই।
(iii) নক্ষত্রের নিজস্ব তাপ আছে। গ্রহের নিজস্ব তাপ নাই।
(iv) সূর্য একটি নক্ষত্র। পৃথিবী একটি গ্রহ।
প্রশ্ন ৪। কৃত্রিম উপগ্রহের সাহায্যে করা হয় এমন দুটো কাজের বিষয়ে লেখো।
উত্তরঃ কৃত্রিম উপগ্রহের সাহায্যে করা হয় এমন দুটো কাজ-
(১) কৃত্রিম উপগ্রহের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।
(২) কৃত্রিম উপগ্রহের সাহায্যে মোবাইল ফোন, টেলিফোন ইত্যাদিতে কথা বলা হয়।
প্রশ্ন ৫। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাওঃ–
‘ক’ | ‘খ’ |
---|---|
শুক্র | সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। |
বৃহস্পতি | জীব বসবাস করা গ্রহ। |
বুধ | পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। |
পৃথিবী | সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ। |
নেপচুন | সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। |
উত্তরঃ
‘ক’ | ‘খ’ |
---|---|
শুক্র | পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। |
বৃহস্পতি | সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। |
বুধ | সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। |
পৃথিবী | জীব বসবাস করা গ্রহ। |
নেপচুন | সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ। |