আমাদের সামাজিক সমস্যা (পাঠ-১৪) Class V Environment Lesson 14 Question Answer. আমাদের সামাজিক সমস্যা Class 5. আমাদের সামাজিক সমস্যা পাঠ-১৪ এর প্রশ্ন উত্তর। পঞ্চম শ্রেণীর পরিবেশ । Class V Environment Science Question Answer Lesson 14, আমাদের উদ্যোগসমূহ (পাঠ-১৪) Class 5 Environment Science.
(toc) #title=(বিষয় সূচী)
আমাদের সামাজিক সমস্যা পাঠের অনুশীলনীর প্রশ্ন উত্তর
১ । উত্তর লেখো -
(ক) সামাজিক সমস্যা বলতে কি বোঝ?
উত্তর:- একটি সমাজের সামাজিক সমস্যা বলতে সমাজটির প্রত্যেক ব্যক্তির মৌলিক
প্রয়োজনগুলো তথা রীতি-নীতি, অর্থনৈতিক, শিক্ষা ইত্যাদি দিক গুলো দিয়ে পিছিয়ে থাকে
ফলে সমাজে সৃষ্ট হয় নিরক্ষতা, দরিদ্রতা, শিশু শ্রমিক, বাল্যবিবাহ, লিংগ-বৈষম্য
ইত্যাদি সামাজিক সমস্যা।
(খ) সমাজে একতা গড়ে তুলতে কোন কোন গুণের প্রয়োজন হয়?
উত্তর:- সসমাজে একতা গড়ে তুলতে জনসাধারণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সচেতনতা,
সহযোগিতা, বিশ্বাস ইত্যাদি মানবীয় গুণ গুলোর প্রয়োজন।
(গ) সামাজিক সমস্যাগুলো কি কি?
উত্তর:- সামাজিক সমস্যা গুলো হলো নিরক্ষরতা, বাল্য-বিবাহ, কুসংস্কার,
লিংগ-বৈষম্য, দরিদ্রতা, মাদকদ্রব্য সেবন, যৌতুক প্রথা, অন্ধ-বিশ্বাস ইত্যাদি।
(ঘ) সামাজিক সমস্যা সৃষ্টিতে কোন কারণগুলো দায়ী?
উত্তর:- সামাজিক সমস্যা সৃষ্টিতে মানুষের মধ্যে পারস্পরিক ভেদাভেদ, উচ্চ-নীচ ভাব,
আন্তরিকতার অভাব, বিশ্বাসহীনতা ইত্যাদি হলো প্রধান কারণ।
২। শূণ্যস্থান পূরণ করো
(ক) আমরা সবাই ___________ তৈরি করে বাস করি।
উত্তর:- আমরা সবাই ___সমাজ__ তৈরি করে বাস করি।
(খ) ___________ হল সমাজের এক শ্রেণির মানুষের ভুল ধারণা।
উত্তর:- ___অন্ধবিশ্বাস__ হল সমাজের এক শ্রেণির মানুষের ভুল ধারণা।
(গ) দীর্ঘদিন পর্যন্ত সমস্যা বজায় থাকলে সমাজে _________ সৃষ্টি হয়।
উত্তর:- দীর্ঘদিন পর্যন্ত সমস্যা বজায় থাকলে সমাজে __অশান্তির___ সৃষ্টি
হয়।
(ঘ) জনসাধারণের সচেতনতা এবং ____________না থাকলে কোনো সমস্যার সমাধান হয় না।
উত্তর:- জনসাধারণের সচেতনতা এবং ____সহযোগিতা ___না থাকলে কোনো
সমস্যার সমাধান হয় না।
(ঙ) যারা লেখা-পড়া জানে না তাদেরকে ___________ বলে ।
উত্তর:- যারা লেখা-পড়া জানে না তাদেরকে ___নিরক্ষর___ বলে ।
৩ । 'ক' অংশের সঙ্গে 'খ' অংশ মেলাও -
'ক' | 'খ' |
---|---|
অন্ধবিশ্বাসের কোনো পরিবারের আর্থিক অনটনের জন্য অন্ধবিশ্বাস, লিঙ্গ বৈষম্য, শিশু শ্রমিক ইত্যাদি মানব সমাজের |
শিশু শ্রমিকের সৃষ্টি হয় সামাজিক সমস্যা বৈজ্ঞানিক ভিত্তি নেই |
উত্তর:-
৪ । অশুদ্ধ বাক্যগুলো শুদ্ধ করে লেখো
(ক) গ্রাম পঞ্চায়েত ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সামাজিক সমস্যাগুলোর
সমাধানে সহায়তা করতে পারে।
উত্তর:- শুদ্ধ ।
(খ) কুসংস্কার থেকে সমাজের ক্ষতি হয়।
উত্তর:- শুদ্ধ ৷
(গ) লিঙ্গ-বৈষম্য হলো একটি সামাজিক সমস্যা।
উত্তর:- শুদ্ধ ।
(ঘ) নিরক্ষরতা সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে পারে।
উত্তর:- অশুদ্ধ ।
(ঙ) টাকা-পয়সার অভাব হলে ছোটো ছেলে-মেয়েদের শ্রমিকের কাজে লাগিয়ে উপার্জন
করাতে হয়।
উত্তর:- অশুদ্ধ ।
সূচিপত্র | |
---|---|
পাঠ নং | পাঠের নাম |
১ | আমাদের পরিবেশ |
২ | জীব ও পরিবেশ |
৩ | আবহাওয়া |
৪ | জীবন ধারনের প্রণালি |
৫ | আহারের প্রয়োজনীয়তা |
৬ | অসমের প্রাকৃতিক সম্পদ এবং সংরক্ষণ |
৭ | অসমের সংস্কৃতি |
৮ | দুর্যোগ ও আমরা |
৯ | পরিবেশ প্রদূষণ |
১০ | আমাদের উদ্যোগসমূহ |
১১ | আমাদের প্রতিষ্ঠানসমূহ |
১২ | আমাদের দেশ |
১৩ | ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসম |
১৪ | আমাদের সামাজিক সমস্যা |
১৫ | আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি |
১৬ | আমাদের প্রতিবেশি রাজ্যসমূহ |
৫। সংক্ষিপ্ত টীকা লেখো
(ক) অন্ধবিশ্বাস
(খ) কুসংস্কার
(গ) যৌতুক
উত্তর :- অন্ধবিশ্বাস :- সমাজের এক শ্রেণীর মানুষের ভুল ধারণা হলো অন্ধবিশ্বাস। কোনো বিষয় ভালো করে বিচার না করেই সত্য বলে বিশ্বাস করাকে অন্ধবিশ্বাস বলে। উদাহরণ রাস্তায় কোথাও যাওয়ার সময় সামনে দিয়ে বিড়াল রাস্তা পার করলে অমঙ্গল মনে করা হয়। মানব সমাজের সবচেয়ে বড়ো যুক্তিহীন ধারণা হলো ডাইনি প্রথা। এধরনের অন্ধবিশ্বাসের ফলে সমাজে সৃষ্ট হয় বৃহৎ সমস্যা। এই অন্ধবিশ্বাস গুলো যুক্তি ও বৈজ্ঞানিক ভাবে সূক্ষ্মভাবে বিচার করতে বাধা দেয় তার ফলে মন ও বুদ্ধি বিকাশ হয়না। ফলে আমাদের সমাজ প্রগতিতে বাধার সৃষ্টি করে।
কুসংস্কার :- সমাজের অন্য একটি সামাজিক সমস্যা হলো কুসংস্কার। সাপে কামড়ালে ওঝা ডেকে আনা, কোনো রোগ হলে ঝার-ফুকারির মন্ত্র দ্বারা রোগ ভালো করা ইত্যাদি। এইসব ভুল ধারণার বশীভূত হয়ে মানুষ উচিত চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে পতিত হয়।
যৌতুক :- বিবাহের সময় নব বধূর সাথে সাথে দেওয়া বস্তুকে যৌতুক বলা হয়। পিতা-মাতা বা অবিভাবক নিজের মেয়ে নতুন ঘরে গিয়ে যাতে কোন প্রকার অসুবিধার সমমূখীন না হয় সেজন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী যৌতুক হিসেবে দিয়ে দেন। এটি একটি সামাজিক প্রথা। কখনও আবার বরের পক্ষ থেকে যৌতুক হিসেবে পাত্রী পক্ষ থেকে আদায় করে এবং সেগুলো দিতে না পারলে নব বধূকে অশেষ নির্যাতন করে। সমাজের এই কুসংস্কার গুলো দূর করা উচিত, যার জন্য সমাজের প্রত্যেক মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত।
৬। সামাজিক সমস্যা সমাধানে একতার ভূমিকা কি লেখো।
উত্তর :- প্রত্যেক সমাজের প্রতিটি মানুষই একটি সুস্থ সামাজিক পরিবেশে থাকতে ভালো বাসে। একতাই হলো এমন একটি উপায় যার মাধ্যমে সমাজ একটির কুসংস্কার, অন্ধবিশ্বাস ইত্যাদি সমস্যা গুলো সহজে দূর করতে পারে। সমাজের মানুষের মধ্যে থাকা একতা সমাজের মানুষের মধ্যে পারস্পরিক ভেদাভেদ দূর করে বন্ধুত্ব, ভাতৃত্ববোধ, সহযোগিতা ও সহানুভূতির হাত বাড়িয়ে দেয়। ফলে সমাজ একটি আদর্শ সমাজ হিসেবে পরিগণিত হয়।