আমাদের প্রতিষ্ঠানসমূহ পাঠ- ১১ এর প্রশ্ন উত্তর। পঞ্চম শ্রেণীর পরিবেশ । Class V Environment Science Question Answer Chapter 11, আমাদের প্রতিষ্ঠানসমূহ (পাঠ- ১১) Class 5 Environment Science. আমাদের প্রতিষ্ঠানসমূহ Class 5
(toc)
আমাদের প্রতিষ্ঠানসমূহ পাঠের প্রশ্ন উত্তর
১। উত্তর লেখো -
(ক) বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের জন্য কি ব্যবস্থা হয় ?
উত্তরঃ- বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের জন্য প্রত্যেক দিন
অনুযায়ী আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করা হয়।
(খ) কোন প্রতিষ্ঠানে সরকার বা মানুষ টাকা পয়সার লেন-দেন করে?
উত্তরঃ- ব্যাঙ্কের সাহায্যে সরকার বা মানুষ টাকা পয়সার লেন-দেন করে।
(গ) রোগীদের কোন প্রতিষ্ঠানে চিকিৎসা করা হয়?
উত্তরঃ- রোগীদের চিকিৎসালয় প্রতিষ্ঠানে চিকিৎসা করা হয়৷
(ঘ) সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষা করার কাজে কাদের নিয়োজিত করা হয়েছে?
উত্তরঃ- সমাজে পুলিশদের শান্তিশৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োজিত করা হয়েছে
(ঙ) যে কোনো চারটি অনুষ্ঠান-প্রতিষ্ঠানের নাম লেখো।
উত্তরঃ- চারটি অনুষ্ঠান-প্রতিষ্ঠানের নাম - বিদ্যালয়, চিকিৎসালয়, ব্যাঙ্ক, ডাকঘর,
গ্রাম পঞ্চায়েত, পুলিশ থানা, গ্রন্থাগার, সমবায় ইত্যাদি।
২। শূন্যস্থান পুরণ করো-
(ক) ছাত্র-ছাত্রীরা __________ এ লেখা-পড়া শেখে।
উত্তরঃ- ছাত্র-ছাত্রীরা ___বিদ্যালয়___ এ লেখা-পড়া শেখে।
(খ) পশু-পাখির চিকিৎসার জন্য __________ আছে।
উত্তরঃ- পশু-পাখির চিকিৎসার জন্য পশু চিকিৎসক ও চিকিৎসালয় আছে।
(গ) রাস্তাঘাটের যানবাহন _________ নিয়ন্ত্রণ করে।
উত্তরঃ- রাস্তাঘাটের যানবাহন __পুলিশ___ নিয়ন্ত্রণ করে।
(ঘ) গ্রামের শাসন ব্যবস্থাকে ___________ শাসন ব্যবস্থা বলে।
উত্তরঃ- গ্রামের শাসন ব্যবস্থাকে _পঞ্চায়েতীরাজ__শাসন ব্যবস্থা বলে।
৩। পার্থক্য লেখো- সরকারি ও বেসরকারি চিকিৎসালয়
উত্তরঃ-
সরকারি চিকিৎসালয় | বেসরকারি চিকিৎসালয় |
---|---|
(১) সরকারি চিকিৎসাগুলো সরকারি খরছে চলে। | (১) বেসরকারি চিকিৎসালয় গুলো একজন বা কয়েকজন ব্যক্তি মিলে পরিচালনা করেন |
(২) সরকারি চিকিৎসালয়ে রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা আছে। | (২) বেসরকারি চিকিৎসালয়ে রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পাওয়া যায় না৷ |
৪। সংক্ষেপে টীকা লেখো-
(ক) পঞ্চায়তীরাজ শাসন ব্যবস্থা (খ) সমবায় (গ) আত্মসহায়ক গোষ্ঠী।
উত্তরঃ- (ক) পঞ্চায়তীরাজ শাসন ব্যবস্থাঃ- দেশের উন্নতির জন্য প্রত্যেকটি গ্রামের উন্নতি হতে হবে৷ গ্রাম অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য আমাদের দেশ গ্রামগুলোতে এক নিজস্ব শাসন ব্যবস্থা প্রচলন করে। এই ব্যবস্থাটিকে পঞ্চায়েতীরাজ শাসন ব্যবস্থা বলে। এই ব্যবস্থা মতে পঞ্চায়েত গঠনের জন্য প্রতিটি গ্রামের গ্রামবাসীরা ভোট দিয়ে কয়েকজন সদস্য এবং একজন সভাপতি নির্বাচিত করে৷
(খ) সমবায়ঃ- কয়েকজন মানুষ সঙ্গবদ্ধভাবে তাদের উন্নয়ন বা আর্থিক লাভালাভের জন্য কাজ করার ব্যবস্থাটিকে সমবায় বলে। সমবায়গুলোর প্রত্যেকজন ব্যক্তির সবাই সবার জন্য কাজ করার নীতিতে চলে। একটি সমবায়ে কম করেও দশজন সদস্য থাকতে হবে।
(গ) আত্মসহায়ক গোষ্ঠীঃ- আজকাল আমাদের গ্রামগুলোতে মহিলারা মিলে স্বনির্ভর গোষ্ঠী গঠন করেছে। গ্রামের গরীব শ্রেণির অনেক পরিবার এমন গোষ্ঠী থেকে ঋণ নিতে পারে৷ গ্রামের অনেক মহিলাই স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা বিভিন্ন সামগ্রী উৎপাদন করে বিক্রি করার ব্যবস্থা করছে। এভাবে তারা আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে।
সূচিপত্র | |
---|---|
পাঠ নং | পাঠের নাম |
১ | আমাদের পরিবেশ |
২ | জীব ও পরিবেশ |
৩ | আবহাওয়া |
৪ | জীবন ধারনের প্রণালি |
৫ | আহারের প্রয়োজনীয়তা |
৬ | অসমের প্রাকৃতিক সম্পদ এবং সংরক্ষণ |
৭ | অসমের সংস্কৃতি |
৮ | দুর্যোগ ও আমরা |
৯ | পরিবেশ প্রদূষণ |
১০ | আমাদের উদ্যোগসমূহ |
১১ | আমাদের প্রতিষ্ঠানসমূহ |
১২ | আমাদের দেশ |
১৩ | ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসম |
১৪ | আমাদের সামাজিক সমস্যা |
১৫ | আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি |
১৬ | আমাদের প্রতিবেশি রাজ্যসমূহ |
৫। শুদ্ধ উত্তরটি বেছে বের করো-
(ক) সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করার কাজে কাদের নিয়োজিত করা হয়?
১। চিকিৎসক ২। নার্স ৩। পুলিশ ৪। শিক্ষক
উত্তরঃ- ৩। পুলিশ
(খ) পশু-পাখিদের চিকিৎসার প্রতিষ্ঠান
১। সরকারি চিকিৎসালয় ২। পশু-চিকিৎসালয় ৩। সমবায় ৪। বেসরকারি
চিকিৎসালয়
উত্তরঃ- ২। পশু-চিকিৎসালয়।
৬। আকস্মিক বক্তৃতা অনুষ্ঠিত করো- (শিক্ষক-শিক্ষয়িত্রী সাহায্য করবেন)
পঞ্চায়েত, পশু চিকিৎসালয়, চিকিৎসালয়
উত্তরঃ- পঞ্চায়েতঃ-
পশু চিকিৎসালয়ঃ-
চিকিৎসালয়ঃ-