আমাদের দেশ (পাঠ ১২) Class V EVS Lesson 12 Question Answer. আমাদের দেশ পাঠ-১২ এর প্রশ্ন উত্তর। পঞ্চম শ্রেণীর পরিবেশ । Class V Environment Science Question Answer Lesson 12, Class 5 Environment Science.
(toc) #title=(বিষয় সূচী)
১। উত্তর লেখো -
(ক) ভারতবর্ষের চারসীমায় অবস্থিত রাষ্ট্রগুলোর নাম।
উত্তর:- ভারতবর্ষের চারসীমায় অবস্থিত রাষ্ট্রগুলোর নাম হলো- চিন, পাকিস্তান,
আফগানিস্তান, নেপাল, ভূটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা।
(খ) ভারতবর্ষের কয়েকটি পরিবহন ব্যবস্থার নাম।
উত্তর:- ভারতবর্ষের কয়েকটি পরিবহন ব্যবস্থার নাম হলো - পথ পরিবহন, রেল পরিবহন,
জল পরিবহন, আকাশ পথ পরিবহন ও রশি-পরিবহন ব্যবস্থা।
(গ) ভারতের চারটি প্রধান নদীর নাম।
উত্তর:- ভারতবর্ষের চারটি প্রধান নদীর নাম - গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা,
কৃষ্ণা, কাবেরী, তাপ্তী ইত্যাদি।
(ঘ) ভারতের দুটি পর্বতের নাম।
উত্তর:- ভারতের দুটি পর্বতের নাম হলো - আরাবল্লী পর্বত, পশ্চিমঘাট পর্বত,
পূর্বঘাট পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, নঙ্গ পর্বত ইত্যাদি।
(ঙ) ভারতবর্ষের কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর নাম।
উত্তর:- ভারতবর্ষের কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর নাম হলো - দিল্লি, চণ্ডীগড়,
পণ্ডিচেরী, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ , লাক্ষাদ্বীপ, দমন ও দিউ আর দাদরা ও নগর
হাভেলি, জম্মু-কাশ্মীর ও লাদাখ৷
(চ) আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম।
উত্তর:- আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শ্রী নরেন্দ্র দামোধরদাস মোদী।
২। 'ক' অংশের সঙ্গে 'খ' অংশ মিলিয়ে লেখো।
'ক' অংশ | 'খ' অংশ |
---|---|
সিকিম তামিলনাড়ু হরিয়ানা ঝাড়খণ্ড মহারাষ্ট্র |
রাচি মুম্বাই চেন্নাই গ্যাংটক চণ্ডীগড় |
উত্তর:-
৩। শূন্যস্থান পূরণ করো-
(ক) ভারতবর্ষে ___________ টি রাজ্য আছে।
উত্তর:- ভারতবর্ষে ____২৮____ টি রাজ্য আছে।
(খ) গুয়াহাটি এবং দিল্লির মধ্যে __________ খ্রিস্টাব্দে বিমান চলাচল আরম্ভ
হয়।
উত্তর:- গুয়াহাটি এবং দিল্লির মধ্যে __১৯৮১___খ্রিস্টাব্দে বিমান চলাচল আরম্ভ হয়।
(গ) ভারতে মোট __________ টা প্রধান জাহাজ বন্দর আছে।
উত্তর:- ভারতে মোট ____১২____ টা প্রধান জাহাজ বন্দর আছে।
(ঘ) ____________ভারতের রাজধানী ।
উত্তর:- ___দিল্লি____ভারতের রাজধানী।
সূচিপত্র | |
---|---|
পাঠ নং | পাঠের নাম |
১ | আমাদের পরিবেশ |
২ | জীব ও পরিবেশ |
৩ | আবহাওয়া |
৪ | জীবন ধারনের প্রণালি |
৫ | আহারের প্রয়োজনীয়তা |
৬ | অসমের প্রাকৃতিক সম্পদ এবং সংরক্ষণ |
৭ | অসমের সংস্কৃতি |
৮ | দুর্যোগ ও আমরা |
৯ | পরিবেশ প্রদূষণ |
১০ | আমাদের উদ্যোগসমূহ |
১১ | আমাদের প্রতিষ্ঠানসমূহ |
১২ | আমাদের দেশ |
১৩ | ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসম |
১৪ | আমাদের সামাজিক সমস্যা |
১৫ | আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি |
১৬ | আমাদের প্রতিবেশি রাজ্যসমূহ |
৪। ভারত নামের উৎপত্তির বিষয়ে লেখো।
উত্তর:- প্রাচীনকালে 'ভরত' নামে একজন খুব প্রতাপী রাজা এ দেশ শাসন করেছিলেন। ভরত রাজার নামানুসারে আমাদের দেশের নাম 'ভারতবর্ষ' হয়েছে বলে পণ্ডিতগণ বলেন। অন্যদিকে ভারতবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত সিন্ধু নদী যাকে 'ল্যাটিন' ভাষায় 'ইন্দাজ' বলা হয়, সেই 'ইন্দাজ' শব্দ থেকে ইংরেজিতে "ইন্ডিয়া" হয় বলে কেউ কেউ মনে করেন।
৫। রাষ্ট্রীয় সংহতি বলতে কী বোঝো ?
উত্তর:- রাষ্ট্রীয় সংহতি হচ্ছে - রাষ্ট্রের ঐক্য, শান্তি ও প্রগতির মূল চাবিকাঠি ।
৬। আমাদের জাতীয় পতাকার একটি ছবি আঁকো।
উত্তর:-