ছোট বেলায় আমরা প্রায় সময়ই বড়োদের কাছ থেকে ধাঁধা (Riddle) শুনতাম। বিদ্যালয়ে বন্ধু-বান্ধবের সাথে ধাঁধার প্রতিযোগিতাও হতো। ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায় ও আমাদের স্মৃতিশক্তি/চিন্তাশক্তিকে মজবুত করে৷
ধাঁধা নিয়মিত সমাধানের মাধ্যমে ধাঁধা সমাধানের জ্ঞান বৃদ্ধি পায়। আজকে এই পোস্টে কয়েকটি বাংলা ধাঁধা (Bengali Riddle) নিয়ে এসেছি আশা করি প্রত্যেকের ভালো লাগবে।
সাদা দুটি পুকুরে
কালো হিরে
চকচক করে।
উত্তর:- চোখ
দিনের বেলায় ঘুমিয়ে থাকে
রাতের বেলায় জাগে
ঘর-বাড়ি নেই আকাশেতে থাকে
উত্তর:- চাঁদ
চাঁদ নয় সূর্য নয়
আলো দেয় রাতে
গাছে গাছে উড়ে বেড়ায়
টিমটিম আলোতে।
উত্তর:- জোনাকি
গলা আছে মাথা নেই
হাত আছে পা নেই
এটি কি বলবে আমায়?
উত্তর:- শার্ট৷
বাঘ নয় তবে মানুষ খায়
পাখি নয় তবে উড়ে যায়
বোলতা নয় তবে শুং আছে
জন্তু নয় তবে পা আছে।
উত্তর:- মশা।
মাথার উপর রাখে আমায় রোদ-বর্ষার দিনে
বাকি সময় পড়ে থাকি শুধু ঘরের কোনে৷
উত্তর:- ছাতি।
জবা লাল, আপেল লাল আর লাল কী?
পূব আকাশে চেয়ে দেখো লাল ওটি কী?
উত্তর:- সূর্য।
দাদু বুড়ো, ঠাকুমা বুড়ি আমাতে বুড়ো কী?
পাঁচ আঙুলে রয়েছে সেটি বলবে সেটি কী?
উত্তর: বুড়ো আঙুল।
উপরে থেকে পড়ল হাঁড়ি
হাঁড়ির ভেতরে একশো কড়ি।
উত্তর:- কাঁঠাল।
ঘরের ভেতরে ঘর
সেখানে গিয়ে শুয়ে পড়।
উত্তর:- মশারী।
এক থালা সুপারি
গুণতে না পারি।
উত্তর:- আকাশ।
জটা ভরা মাথায়
হাজার চোখে তাকায়।
উত্তর:- আনারস।
থাকি গভীর জলে
মাঝের বর্ণ ছেড়ে দিলে
আকাশে যাই উড়ে।
উত্তর:- চিতল
প্রজাপতি, প্রজাপতি বলছি শোন কী
তিনটি মাথা, দশটি ঠ্যাং দেখেছ তুমি কি?
উত্তরঃ কৃষক ও হালের দুটি গোরু৷
লেবু টক, জলপাই টক
আর টক কী
পাতার আড়ালে ঝুলে থাকি
আমায় চেন কি?
উত্তরঃ তেঁতুল।
লম্বা কেশর ফুলিয়ে তোলা
গম্ভীর মেজাজ;
রাজার মতো চেহারা তাই
নামটি পশুরাজ
উত্তরঃ- সিংহ
আয় আয় তু তু
খেতে দেব দু দু!
ল্যজটি তুলে
নাচবি সুখে,
হাসবে সোনার খুকু!
উত্তরঃ- বিড়াল
গাছে হয়
ঘরে আনি
রান্না হয়
খাওয়ার সময় ফেলা হয় ।
উত্তরঃ- তেজপাতা।
পাখা আছে মোর
না পারি উড়তে,
আঁখি আছে মোর
না পারি মুদতে।
পা নাই মোর
তবুও ঘুরি।
জীবন কাটাই
জলে চরি।
যদি তুমি আমায় চিনতে পারো
তবে মোর নামটি মনে করো।
উত্তর:- মাছ
পাখা নেই মোর শূন্যেতে বেড়াই
উত্তর :- মেঘ।
দেখলে তা পায় না,
পেলে কিন্তু দেখে না।
উত্তর = ঘুম।
একটা শোল মাছের দুটো মাথা,
শোল মাছ চলে গেল কলকাতা
উওর = নৌকা।
গাছের ওপর ফল>
ফলের ওপর গাছ
কে আমি বলো
না ভেবে আগ-পাছ।
উত্তর = আনারস
তিন বর্ণের নামটি আমার
আরাম করে শুই
প্রথম বর্ণ কেটে দিলে
দুধের থেকে হই
মাঝের বর্ণ কেটে দিলে
ছাড়া পেয়ে যাই
শেষের বর্ণ কেটে দিলে
ভীষণ ভয় পাই।
উত্তর = বিছানা
দুই বর্ণের শব্দ আমি
জলের মাঝে রই
দ্বিতীয় বর্ণ কাটলে পরে
আপন আমি হই।
উত্তর = মাছ
ফরসা সাহেবেরা কালো টুপি পরে,
একবার ঘসে দিলে উঠে যে জ্বলে
উত্তরঃ- দেশলাই।
বড়ো একটি পুকুরের ছোটো দুটি ঘাট,
বত্রিশটি কলাগাছ, একটি পাতা তাতে ৷
উত্তরঃ- মুখ