Class 3 Bengali Question Answer for Lesson 3 রূপকোঁয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালা is an important resource for তৃতীয় শ্রেণির বাংলা students under the SCERT Assam Board. This book helps Class 3 Bengali medium students prepare for exams. Experts from The Daily Barak have provided easy-to-understand solutions for all textbook questions. These solutions are free and easily available online.
Daily Barak offers simple and well-explained answers for Bengali literature lessons. The goal is to help students of তৃতীয় শ্রেণির বাংলা অসম understand the subject better. The Class 3 Ankuran (অঙ্কুরণ) Class III Bengali Question Answer section provides clear explanations for all chapters, making learning easier. Experts have designed these solutions to be engaging so that students can quickly grasp key concepts.
The SCERT Board Assam Class 3 Bengali textbook solutions help students clear their doubts. The provided notes and suggestions follow the latest curriculum and include all questions from the Assam SEBA Board’s Model Activity Task. The complete syllabus for তৃতীয় শ্রেণির বাংলা is available on Daily Barak’s website in an organized manner.
By using these solutions, students can improve their understanding of রূপকোঁয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালা and perform well in their exams.
(toc)
ক — পাঠভিত্তিক
বলো আর লিখো ।
(ক) জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মস্থান ________________
উত্তরঃ ডিব্রুগড়ের তামোলবাড়ি চা বাগান।
(খ) উচ্চশিক্ষা গ্রহণের জন্য তিনি যে স্থানে গিয়েছিলেন _______________
উত্তরঃ লণ্ডন।
(গ) তাঁর পুর্বপুরুষের আদি নিবাস______________
উত্তরঃ রাজস্থান ।
(ঘ) সিনেমা নির্মাণ সম্বন্ধে যে স্থানে শিক্ষা লাভ করেছিলেন _____________
উত্তরঃ বার্লিন।
(ঙ) চৌদ্দো বছর বয়সে তাঁর রচিত নাটক_______________
উত্তরঃ শোণিত কুঁয়রি।
(চ) জ্যোতিপ্রসাদ আগরওয়ালার নির্মিত প্রথম অসমিয়া চলচ্চিত্র____________
উত্তরঃ জয়মতী।
উত্তর দাওঃ
(ক) জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকে কেন 'রূপকোঁয়র' আখ্যায় বিভূষিত করা হয়?
উত্তরঃ জ্যোতিপ্রসাদ আগরওয়ালা প্রথম অসমিয়া চলচ্চিত্র 'জয়মতী' তৈরি করেন।
ছোটদের জন্য কবিতা, গান, নাটক রচনা করেন। দেশপ্রেমমূলক গান ও নাটক রচনা করেন ।
অসমিয়া সংস্কৃতিকে নতুন নতুন রূপে সাজিয়ে তোলার জন্য তাঁকে রূপকোঁয়র আখ্যায়
বিভূষিত করা হয়।
(খ) তাঁর মৃত্যুর দিনটিকে কেন ‘শিল্পী দিবস' হিসেবে পালন করা হয়?
উত্তরঃ অসমিয়া জাতীয় জীবনে প্রভূত অবদানের জন্য প্রকৃতপক্ষে অসমিয়া শিল্প –
সংস্কৃতি পথিকৃত বলে তাঁর মৃত্যুর দিনটিকে ‘শিল্পী দিবস‘ হিসেবে পালন করা হয়।
নিচের শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে পড়ো। দলে আলোচনা করে শব্দের অর্থগুলো তির চিহ্নের সাহায্যে মেলাও।
উত্তরঃ
শুদ্ধ উত্তরটি খুঁজে নিয়ে বাক্যগুলো আবার লেখো।
(ক) ১৯০৩ সালে / ১৯০৪ সালে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্ম হয়েছিল ।
উত্তরঃ ১৯০৩ সালে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্ম হয়েছিল।
(খ) জয়মতী / ইন্দ্রমালতী প্রথম অসমিয়া চলচিত্র।
উত্তরঃ জয়মতী প্রথম অসমিয়া চলচ্চিত্র ।
(গ) ১৭ জানুয়ারি / ১৭ জুন তারিখে 'শিল্পী দিবস' পালন করা হয়।
উত্তরঃ ১৭ জানুয়ারি তারিখে 'শিল্পী দিবস' পালন করা হয় ।
(ঘ) ১৭ জুন জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মদিন / মৃত্যুদিন।
উত্তরঃ ১৭ জুন জ্যতিপ্রসাদ আগরওয়ালার জন্মদিন ।
খ — ভাষা অধ্যয়ন (ব্যবহারিক ব্যাকরণ)
এক কথায় প্রকাশ করো।
উদাহরণ — যিনি গান করেন — গায়ক।
উত্তরঃ যিনি অভিনয় করেন — অভিনেতা।
যিনি গানে সুর সংযোগ করেন— সুরকার।
যিনি নাটক রচনা করেন — নাট্যকার।
যিনি গান রচনা করেন — গীতিকার।
যিনি গল্প লেখেন — গল্পকার।
বাক্য গঠন করো।
উত্তরঃ নির্মাণ — নদীটির উপর সেতু নির্মাণ হচ্ছে।
দেশপ্রেম — নেতাজী সুভাষচন্দ্রের দেশপ্রেম অসীম ছিল।
অবদান — অসমিয়া সংগীতে ভূপেন হাজরিকার অবদান উল্লেখযোগ্য ।
চলচ্চিত্র — গুয়াহাটিতে চলচ্চিত্র উৎসব হবে ।
এসো, যুক্তবর্ণ গঠন করে পড়ি ও লিখি
এসো পড়িঅনিমা শিশু কণ্ঠশিল্পী, তাঁর বাড়ি ডিব্রুগড়। সে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তাঁর ভাইয়ের নাম ধ্রুব। দুজনেই সাহিত – সংস্কৃতিতে খুব আগ্রহী। দুজনেই গল্পের বই পড়ে কল্পনা প্রবন হয়ে যায়।মণিপুরের রাজপুত্র বব্রুবহনের কাহিনী তাদের ভালো লাগে।
উপরের বাক্যগুলো থেকে যুক্তবর্ণ খুঁজে বের করে ভেঙে দেখাও।
উদাহরণ —
- শব্দঃ কণ্ঠ
- যুক্তবর্ণঃ ণ্ঠ
- যুক্তবর্ণের গঠনঃ ণ+ঠ
এই পাঠটির অন্যান্য যুক্তবর্ণগুলো খুঁজে বের করে ভেঙে তোমার খাতায় লেখো।
উত্তরঃ
শব্দ | যুক্তবর্ণ | যুক্তবর্ণের গঠন |
---|---|---|
কণ্ঠে সম্ভ্রান্ত সম্ভ্রান্ত জন্ম রাজস্থান সাংস্কৃতিক ডিব্রুগড়ে শিক্ষা লন্ডনে চলচ্চিত্র সম্বন্ধে সম্বন্ধে উল্লিখিত ষষ্ঠ গ্রন্থ স্বাধীনতা আন্দোলন সক্রিয় চোদ্দো শিল্পী |
ণ্ঠ ম্ভ্র ন্ত ন্ম স্থ স্কৃ ব্রু ক্ষ ন্ড চ্চ ম্ব ন্ধ ল্ল ষ্ঠ ন্থ স্ব ন্দ স্ক্র দ্দ ল্প |
ণ+ঠ ম+ভ+র ন+ত ন+ম স+থ স+ক+র ব+র+উ ক+ষ ন+ড চ+চ ম+ব ন+ধ ল+ল ষ+ঠ ন+থ স+ব ন+দ স+ক+র দ+দ ল+প |
গ — জ্ঞান-সম্প্রসারণ
জেনে নাও
অসমের সূর্য — ড° ভূপেন হাজরিকা
অসমের নটসূর্য — ফণী শর্মা
অসমের কলাগুরু — বিষ্ণুপ্রসাদ রাভা
অসমের গোয়ালপাড়িয়া লোকগীতের সম্রাজ্ঞী — প্রতিমা বরুয়া পান্ডে
অসমের জিকির সম্রাট — রেকিবউদ্দিন আহমেদ
এবার এসো, বাংলার একজন বিখ্যাত শিল্পী-সাহিত্যিক কী নামে পরিচিত তা জেনে নিই
রবীন্দ্রনাথ ঠাকুর — বিশ্বকবি
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় — সাহিত্যসম্রাট
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় — কথা শিল্পী
সুকুমার রায় — হাসির রাজা
শ্রুতলিপি লেখ
ডিব্রুগড়ের তামোলবাড়ি চা বাগানের এক সম্ভ্রান্ত পরিবারে জ্যোতিপ্রসাদের জন্ম হয়েছিল। তাঁর পূর্বপুরুষ রাজস্থান থেকে এসে তেজপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। ছোটোবেলা থেকেই এক সংস্কৃতিক পরিবেশে তিনি বড়ো হয়ে উঠেছিলেন।
এসো, জানি
(ক) আইদেউ সন্দিকৈ অসমিয়া চলচ্চিত্রের প্রথম নায়িকা। তিনি জ্যোতিপ্রসাদ আগরওয়ালার 'জয়মতী' ছবিতে জয়মতীর চরিত্রে অভিনয় করছিলেন।
(খ) জ্যোতিপ্রসাদ আগরওয়ালা একাধারে কবি, গীতিকার, সুরকার, গায়ক, নাট্যকার, প্রাবন্ধিক, প্রযোজক, পরিচালক এবং চিত্রকর ছিলেন।
(গ) জ্যোতিপ্রসাদ আগরওয়ালার গানকে 'জ্যোতি সংগীত' বলা হয়। এরকমভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে 'রবীন্দ্র সংগীত', কাজি নজরুল ইসলামের গানকে 'নজরুল গীতি' এবং রামপ্রসাদ সেনের গানকে 'রামপ্রসাদী' গান বলা হয়।
এসো, এবার একটি নজরুল গীতির অংশ সবাই মিলে গাই।
বিদ্যালয়ে তোমারা কী কী দিবস পালন কর তার একটি তালিকা প্রস্তুত করো।
উত্তরঃ আমারা বিদ্যালয়ে বিভিন্ন ধরনের দিবস পালন করে থাকি যেমন—
স্বাধীনতা দিবস শিল্পী দিবস, শিশু দিবস শিক্ষক দিবস, প্রজাতন্ত্র দিবস বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস ইত্যাদি।
বিখ্যাত অসমিয়া এবং বাংলা চলচ্চিত্রের নাম বলো। (দুটি করে)
উত্তরঃ অসমিয়া চলচ্চিত্র — তোরা, অবুজ বেদনা, ভাইটি, জয়মতী, দিনবন্ধু, অগ্নিস্নান ইত্যাদি।
বাংলা চলচ্চিত্র — পথের পাঁচালী, হীরক রাজার দেশে, লালু ভুলু, কোনি, সবুজ রাজার দেশে।
তোমাদের বিদ্যালয়ে ‘শিল্পী দিবস‘ বা সেরকম কোনো দিবস কীভাবে উদযাপন করা হয় সে সম্বন্ধে তিনটি বাক্য লেখো।
উত্তরঃ ১) শিল্পী দিবসের দিন বিদ্যালয়ের বড় ঘরটিতে টেবিলের উপর জ্যোতিপ্রসাদের তৈলচিত্র রেখে ফুল মালা দিয়ে সাজানো হয়।
২) ছাত্র–ছাত্রী ও শিক্ষক–শিক্ষিকাগণ একে একে ফুল–মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান। তারপর ছাত্র ছাত্রীরা জ্যোতি – সংগীত গায়, আবৃত্তি করে আর জ্যোতিপ্রসাদের লেখা নাটক পরিবেশন করে ।
৩) প্রধান শিক্ষক মহাশয় তাঁর জীবনী সম্পর্কে আলোচনা করেন। অন্যান্য শিক্ষক / শিক্ষিকাগণ তাঁর জীবন চরিত পাঠ করেন ।
ঘ-প্রকল্প
* শ্রেণির সকল ছাত্র-ছাত্রী সমবেতভাবে রূপকোঁয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালার রচিত নাটক 'ঘোড়া ডাঙরিয়া' অথবা শিশুদের উপযোগী কোনো বাংলা নাটক অভিনয় করো।
(তোমাদের কয়েকজন অভিনয় করবে, কয়েকজন মঞ্চ সাজাবে, কয়েকজন সাজ-পোশাক জোগাড় করবে, তোমাদের দু-এক জন অভিনেতাদের নাটকের সংলাপ ধরিয়ে দেবে এভাবে শিক্ষকের সাহায্যে সকলে মিলে নাটকটিতে অংশগ্রহণ করবে।
সংগ্রহ করো।
তোমার ভালো লাগে এমন কোনো ছড়া বা কবিতা।
উত্তর:
ছড়া বা কবিতা
রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো কবিতা বা গল্প।
উত্তর: ও আমার দেশের মাটি