EVS Quiz: Environment Studies. Part 4 in Bengali

General Knowledge Assam , Bengali Quiz Assam Class 1 to 5 EVS GK Assam Environment Studies. GK Assam in Bengali কুইজ আসাম, পরিবেশের কুইজ

EVS Quiz পর্ব -৪

১। মাটিতে থাকা কেঁচো ও অন্যান্য পোকামাকড় কোথা থেকে শ্বাস নেয়?

মাটির উপরের বায়ু থেকে
মাটির ভেতরের বায়ু থেকে
জলের ভেতরের বায়ু  থেকে
উপরের কোনটিও নয়

উত্তরঃ- মাটির ভেতরের বায়ু থেকে

২। জলজ প্রাণীরা কোথা থেকে শ্বাস নেয়?

জলের উপরের বায়ু থেকে
মাটির ভেতরের বায়ু থেকে
জলের ভেতরের বায়ু  থেকে
উপরের কোনটিও নয়

উত্তরঃ-জলের ভেতরের বায়ু  থেকে

৩। সূর্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের –

গ্রহ
ধুমকেতু
তারকা বা নক্ষত্র
উপরের একটিও নয় 

উত্তরঃ-তারকা বা নক্ষত্র

৪। রামধনুতে কয়টি রঙ আছে?

ছয়টি
সাতটি
আটটি
নয়টি

উত্তরঃ-সাতটি

৫। দিক প্রধানত কয়টি?

চারটি 
ছয়টি
আটটি
দশটি

উত্তরঃ-চারটি

৬। পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত _______ দিন সময় লাগে।

৫ দিন
১০ দিন
১৫ দিন 
২০ দিন

উত্তরঃ-১৫ দিন

৭। চিঠি, টেলিফোন,  টেলিগ্রাম ইত্যাদি হচ্ছে আমাদের _________ মাধ্যম ।

যাতায়াতের মাধ্যম
যোগাযোগের মাধ্যম
উপরের দুটি
উপরের কোনটিও নয়

উত্তরঃ-যোগাযোগের মাধ্যম

৮। ডাক ঘরের কাজ কি?

চিঠি আদান-প্রদান করা
টেলিগ্রাম করা
টাকা পাঠানো ও জমা রাখা ইত্যাদি
উপরের সবটি 

উত্তরঃ-উপরের সবটি 

৯। চিঠিপত্র বিলি করা ব্যাক্তিকে কী বলে?

পোস্ট মাস্টার
চৌকিদার
পোস্টম্যান
ডাক্তার

উত্তরঃ-পোস্টম্যান

১০। ট্রাফিক লাইটের লাল রংটি কী বোঝায়?

প্রস্তুত হতে বলে
থামতে বলে
যেতে বলে
উপরের কোনটিও নয়

উত্তরঃ-থামতে বলে

১১। ট্রাফিক লাইটের সবুজ রংটি কী বোঝায়?

থামতে বলে
যেতে বলে 
প্রস্তুত হতে বলে
উপরের কোনটিও নয়

উত্তরঃ-যেতে বলে

১২। ট্রাফিক লাইটের হলুদ রংটি কী বোঝায়?

প্রস্তুত হতে বলে 
থামতে বলে
যেতে বলে
উপরের কোনটিও নয়

উত্তরঃ-প্রস্তুত হতে বলে

১৩। আহার শেষ হলে উচ্ছিষ্ট কোথায় ফেলতে হয়?

রাস্তা-ঘাটে ফেলতে হয়
পুকুরে ফেলতে হয়
নির্দিষ্ট করে রাখা আবর্জনা ফেলার বাক্সে
উপরের সবটি

উত্তরঃ-নির্দিষ্ট করে রাখা আবর্জনা ফেলার বাক্সে

১৪। মহানগরের প্রধানকে কি বলে?

মেয়র
চক্রাধিকারী
মহকুমাধিপতি
জেলাধিপতি

উত্তরঃ-মেয়র

১৫। জেলা প্রধানকে কি বলা হয়?

মহকুমাধিপতি
জেলাধিপতি
মেয়র
চক্রাধিকারী

উত্তরঃ-জেলাধিপতি

১৬। মহকুমার প্রধানকে কি বলে?

জেলাধিপতি
মেয়র
চক্রাধিকারী
মহকুমাধিপতি

উত্তরঃ-মহকুমাধিপতি

১৭। রাজস্ব চক্রের প্রধানকে কি বলে?

মেয়র
চক্রাধিকারী
মহকুমাধিপতি
জেলাধিপতি

উত্তরঃ-চক্রাধিকারী

১৮। মৌজায় _______ মৌজাদার থাকেন।

একজন
দুইজন
তিনজন
চারজন

উত্তরঃ-একজন

১৯। পাশাপাশি বসবাস করা কয়েকটি পরিবারের সমষ্টি হল ________।

গ্রাম
নগর
পাড়া
মৌজা

উত্তরঃ-পাড়া

২০।  অসমের প্রধান নদী দুটি হল –

ব্রহ্মপুত্র ও বরাক
জাটিঙ্গা ও সুনণশিরি
ডুমডুমা ও বুড়িদিহিং
জিয়াধনশিরি ও মরাধনশিরি

উত্তরঃ-ব্রহ্মপুত্র ও বরাক

২১। কামরূপ (মহানগর) জেলার সদর স্থানের নাম কি?

জালুকবাড়ি
গুয়াহাটি
যোরাবাট
সোণাপুর

উত্তরঃ-গুয়াহাটি

২২। বর্তমান অসমের রাজধানীর নাম কি?

আমিনগাঁও
জালুকবাড়ি
দিশপুর
গুয়াহাটি

উত্তরঃ-দিশপুর

২৩। কাছাড় জেলায় কয়টি মহকুমা আছে?

দুইটি
তিনটি 
চারটি
পাঁচটি

উত্তরঃ-চারটি

২৪। করিমগঞ্জ জেলায় কয়টি মহকুমা আছে?

দুইটি
তিনটি
চারটি
পাঁচটি

উত্তরঃ-তিনটি

২৫। হাইলাকান্দি জেলায় কয়টি মহকুমা আছে?

দুইটি
তিনটি
চারটি
পাঁচটি

উত্তরঃ-দুইটি

EVS Quiz

*******

error: Content is protected !!