প্রাক গাণিতিক ধারণা

প্রাক গাণিতিক ধারণা | Class 1 Math | ক্লাস-১ গণিত

পাঠ -১

প্রাক গাণিতিক ধারণা

প্রাক গাণিতিক ধারণা পাঠের গাণিতিক প্রশ্নোত্তর

ভিতরে ও বাইরে

এসো  দেখি,  কোন ছাগলটি ভিতরে আর কোনটি বাইরে
উত্তর =

এসো, বেড়ার ভিতরের গরুটিতে (√) চিহ্ন দিই

উত্তর =

এসো, গাড়ির বাইরের মেয়েটির ছবিতে (√) চিহ্ন দিই –

উত্তর =

উপর ও নীচ

এসো, দেখি,  কোনটি গাছের উপর আর কোনটি নীচে –

উত্তর = পাখি গাছের উপরে ও কুকুর গাছের নীচে।

এসো, ঢিপির উপরের ছাগলের ছবিতে (√) চিহ্ন দিই –

উত্তর =

এসো, খাঁচার নীচের মুরগীর ছবিতে (√) চিহ্ন দিই –

উত্তর =

প্রাক গাণিতিক ধারণা

কাছে ও দূরে

এসো, দেখি, মৌচাক থেকে কোন মৌমাছিটি কাছে আর কোন মৌমাছিটি দূরে –

উত্তর =

এসো, পুকুরের কাছে যে হাঁসটি আছে সেটিতে (√) চিহ্ন দিই –

উত্তর=

বাড়ি থেকে দূরের গাছটি রঙ করো –

উত্তর =

বড়ো ও ছোট

এসো দেখি,  কোনটি বড়ো এবং কোনটি ছোট

উত্তর = হাতি বড়ো এবং  ইদুর ছোট।

এসো, বড়ো প্রাণীটিতে (√) চিহ্ন দিই-

উত্তর =

এসো, ছোটো ফলটিতে (√) চিহ্ন দিই –

উত্তর =

সামনে এবং  পেছনে

এসো, কে সামনে এবং কে পেছনে রয়েছে দেখি –

উত্তর= কচ্ছপ সামনে এবং খরগোশ পেছনে।

ছাগলটির সামনে এবং পেছনে কে রয়েছে বলো –

উত্তর = ছাগলটির সামনে বিড়াল এবং পেছনে কুকুর ছানা রয়েছে।

ভারী এবং হালকা

এসো, ভারী এবং হালকা দেখি –

উত্তর =

সবচেয়ে হালকাটি রঙ করো –

উত্তর =

*****

error: Content is protected !!