জীবনধারণ প্রণালি

জীবনধারণ প্রণালি | Class 5 EVS Lesson 8 Assam In Bengali

পাঠ-৮

জীবনধারণ প্রণালি

Class 5 EVS Lesson 8, পাঠ-৮ জীবনধারণ প্রণালি Assam SCERT Board all notes in Bengali Medium.

অনুশীলনী

১ । উত্তর লেখো-

(ক) গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কী? ওরা কী কী চাষ করে?
উত্তর:- গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কৃষি। ওরা ধান, ডাল, পাট, সরিষা, তিল, আখ, নানা প্রকার শাক-সবজি ইত্যাদির চাষ করে৷

(খ) চর অঞ্চলের লোকেরা কী কী চাষ করে?
উত্তর:- চর অঞ্চলের লোকেরা সাধারণত রবি শস্যের চাষ করে৷ যেমন- ডাল, সরিষা, লঙ্কা, বেগুন, তরমুজ ইত্যাদি ৷

(গ) জুম চাষ কাকে বলে? এই কৃষি পদ্ধতিতে কী কী চাষ করা হয়?
উত্তর:- পাহাড়ি অঞ্চলের লোকেরা পাহাড়ের জঙ্গল কেটে আগুন লাগিয়ে জ্বালাবার পর পাহাড়ের ঢালু স্থানে কোদাল দিয়ে মাটি কেটে চাষ করে তাকে জুম চাষ বলে। এই পদ্ধতিতে প্রধানত আউস ধান, মকাই, তিল, আদা, হলুদ ইত্যাদি চাষ করা হয়।

(ঘ) নদী-অঞ্চলের লোকেরা কীভাবে জীবন নির্বাহ করে?
উত্তর:- নদী-অঞ্চলের লোকেরা কৃষিকার্যের সঙ্গে মৎস্যজীবি হিসেবেও জীবিকা নির্বাহ করে।

(ঙ) চা-বাগানের শরমিকগণ কী কী কাজের সঙ্গে জড়িত?
উত্তর:- চা-বাগানের শরমিকগণ বাগানের কচি চা-পাতা সংগ্রহ, কারখানায় বস্তু আনা-নেওয়া, যন্ত্র পাতি চালানো ইত্যাদি কাজের সঙ্গে জড়িত ৷ 

২ ।’ক’ অংশের সঙ্গে *খ* অংশ মেলাও –

উত্তর:-

জীবনধারণ প্রণালি

৩। শূণ্যস্থান পূর্ণ করো-

(ক) শুকনো মরশুমে পাহাড়ি অঞ্চলে……  অভাব হয়।
উত্তর:- জলের ।

(খ) পাহাড়ি অঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলো সাধারণত…….. ভূমি।
উত্তর:- সমতল

(গ) পাহাড়ি অঞ্চলের মানুষরা সাধারণত…….  করে।
উত্তর:- জুম চাষ ।

(ঘ) অসমের পাহাড়, সমতল দুটো স্থানেই …….  অঞ্চল আছে।
উত্তর:- শহরাঞ্চল

(ঙ) ……..  মানুষরা কুটির শিল্পের সঙ্গে জড়িত।
উত্তর:- গ্রামের৷

৪। নীচের বাক্যগুলোর অশুদ্ধ অংশ বেছে শুদ্ধ করে লেখো –

(ক) প্রাচীনকালে মানুষ স্থায়ীভাবে ঘর-বাড়ি বানিয়ে উন্নত জীবন যাপন করত।
উত্তর:- প্রাচীনকালে মানুষ স্থায়ীভাবে জীবন যাপন করত না।

(খ) উদ্যোগ,চাকরি, ব্যবসা ইত্যাদি নগর অঞ্চলের লোকের জীবিকা নির্বাহের মূল উপায়৷
উত্তর:- চাকরি, ব্যবসা ইত্যাদি নগর অঞ্চলের লোকের জীবিকা নির্বাহের মূল উপায়৷

(গ) শহরাঅঞ্চল থেকে গ্রামাঞ্চলের যান-বাহনের সংখ্যা কম।
উত্তর:- শুদ্ধ

(ঘ) কৃষিকর্ম ছাড়াও গ্রাম অঞ্চলের কিছু মানুষ চাকরিজীবি হিসেবে জীবিকা নির্বাহ করে ।
উত্তর:- শুদ্ধ

(ঙ) চর-অঞ্চলে বসবাসকারী মানুষরা সাধারণত রবি শস্যের চাষ করে৷
উত্তর:- শুদ্ধ

৫ | আগুনের আবিষ্কার কীভাবে হয়েছিল?
উত্তর:- আদিমকালে মানুষ জঙ্গলে বেড়ানর সময় ঘটনাক্রমে দুখণ্ড পাথরের ঘর্ষণে আগুনের স্ফূলিঙ্গ উৎপন্ন হতে দেখেছিল।  সেই স্ফূলিঙ্গ শুকনো ডাল-পাতার সংস্পর্শে এসে আগুনের সৃষ্টি হয়েছিল। এভাবে আগুনের আবিষ্কার হয়েছিল।

৬ । আদিমকালে মানুষ কী কী কার্যে পাথরের সরঞ্জাম ব্যবহার করতো?
উত্তর:- আদিমকালে মানুষ  শিকার করা,  খাদ্যবস্তু কাটা বা গুঁড়ো করা,  ছবি আঁকা ইত্যাদি কাজে পাথরের সরঞ্জাম ব্যবহার করতো।

পার্থক্য লেখো (ক) গ্রাম ও শহর (খ) সমতল ও পাহাড়ি অঞ্চল

(ক) গ্রাম ও শহর

গ্রামশহর
(a) গ্রামের জনবসতি পাতলা
(b) গ্রামের রাস্তা-ঘাট সরু ও বেশির ভাগ কাচা রাস্তা৷
(c) গ্রামাঞ্চলে অধিকসংখ্যক লোক কৃষিকাজ, কুটির শিল্প, মৎস্য পালন, হাঁস, মুরগি পালন ইত্যাদির উপর নির্ভরশীল। 
(d) গ্রামাঞ্চলের যান-বাহনের সংখ্যা কম
(a) শহরের জনবসতি ঘন
(b) শহরের রাস্তা-ঘাট অনেক চওড়া ও যাতায়াতের জন্য ভালো।
(c) শহরাঞ্চলের লোকেরা চাকরি, ব্যবসা ইত্যাদির উপর নির্ভরশীল।
(d) শহরাঅঞ্চলে যান-বাহনের সংখ্যা বেশি

(খ) সমতল ও পাহাড়ি অঞ্চল

সমতল অঞ্চল পাহাড়ি অঞ্চল
(a) সমতল অঞ্চলের লোকেরা কৃষি কাজ করে
(b) সমতল অঞ্চলের লোকেরা প্রধানত ধান, ডাল, পাট, সরিষা, তিল, আখ, নানা প্রকার শাক-সবজি ইত্যাদির চাষ করে৷
(a) পাহাড়ি অঞ্চলের লোকেরা সাধারণত  জুম চাষ করে৷
(b) পাহাড়ি অঞ্চলের লোকেরা প্রধানত  ধান, মকাই, তিল, আদা, হলুদ ইত্যাদি চাষ করে৷

জীবনধারণ প্রণালি পাঠের কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর :

i. পানিক নামের দলটি কেন অরণ্যে ঘোরাঘুরি করছিল?
উত্তর:- পানিক নামের দলটি কেন অরণ্যে আহারের খোঁজে ঘোরাঘুরি করছিল ৷

ii. অরণ্যে ঘোরাঘুরি করার সময় পানিক দলটির মানুষরা কী লক্ষ করেছিল?
উত্তর:- অরণ্যে ঘোরাঘুরি করার সময় পানিক দলটির মানুষরা লক্ষ করল যে গাছের বীজ মাটিতে কিছুদিন পড়ে থাকার ফলে একই ধরনের গাছ গজিয়ে উঠে এবং সেই একই ফল ধরে৷ ওরা ওদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারল যে উর্বর মাটিতে গাছপালার বীজগুলো তাড়াতাড়ি গজায় ও বৃদ্ধি পায়।

iii. কেন ওরা একটি স্থানে অনক দিন ধরে থেকেছিল?
উত্তর:- পানিক নামের দলটি তাদের বাসস্থানের কাছে বীজ পুঁতে গাছের চারার বৃদ্ধি কীভাবে হয় তা লক্ষ্য করে তারা খবই আনন্দ পেয়েছিল। তাই তারা চিন্তা ভাবনা না করে একই স্থানে বহুদিন থেকেছিল৷

iv. পানিকদের তাদের পূর্বের স্থান কেন ছেড়ে চলে যেতে হয়েছিল? 
উত্তর :- পানিকদের পূর্বের স্থানে একদিন ‘কেকয়’ নামের একটি শক্তিশালী দল এসে তাড়িতে দিয়েছিল তাই তারা পূর্বের স্থান কেন ছেড়ে চলে যেতে হয়েছিল৷

v. চাষ-বাস করার সময় তারা কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল?
উত্তর :- চাষ-বাস করার সময় তারা যে সমস্যার সম্মুখীন হয়েছিল -(১) তাদের সব বীজগুলো পাখিরা খেয়ে ফেলল৷ (২) নদীর জলে তাদের বীজগুলো নষ্ট করে ফেলল।

vi. তারা কেন স্থায়ীভাবে বসতি স্থাপন করতে লাগলো?
উত্তর:- তারা যখন চাষ করতে আরম্ভ করল তখন স্থায়ীভাবে বসতি স্থাপন করতে লাগলো।

পঞ্চম শ্রেণীর পরিবেশ অসম (বাংলা মাধ্যম)

পাঠ-১ আমাদের পরিবেশ
পাঠ-২ পরিস্থিতি তন্ত্র
পাঠ-৩   অসমের সংস্কৃতি
পাঠ-৪   প্রাকৃতিক সম্পদ
পাঠ-৫   সম্পদ সংরক্ষণ
পাঠ-৬   আবহাওয়া
পাঠ-৭   আহারের প্রয়োজনীয়তা
পাঠ-৮   জীননধারণ প্রণালী
পাঠ-৯   আমাদের সামাজিক সমস্যা
পাঠ-১০  পরিবেশ প্রদূষণ
পাঠ-১১ যাতায়াত
পাঠ-১২   উদ্যোগ
পাঠ-১৩   দুর্যোগ
পাঠ-১৪   স্বাধীনতা আন্দোলনে অসমের    ভূমিকা
পাঠ-১৫   আমাদের সংবিধান
পাঠ-১৬   গ্রাম পঞ্চায়েত
পাঠ-১৭   আমাদের দেশ ভারতবর্ষ
পাঠ-১৮ আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ

*****

error: Content is protected !!