আজব খেলা

আজব খেলা : বাংলা কবিতা,  Bengali Poem

আজব খেলা

সোনার মেঘে আলতা ঢেলে সিঁদুর মেখে গায়

সকাল সাঁঝে সূর্যি মামা নিত্য আসে যায়।

নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভ’রে ভ’রে

আপন ছবি আপনি মুছে আঁকে নতুন ক’রে।

ভোরের ছবি মিলিয়ে দিল দিনের আলো জ্বেলে

সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে।

আবার আঁকে আবার মোছে দিনের পরে দিন

আপন সাথে আপন খেলা চলে বিরামহীন।

ফুরায় না কি সোনার খেলা? রঙের নাহি পার?

কেউ কি জানে কাহার সাথে এমন খেলা তার?

সেই খেলা, যে ধরার বুকে আলোর গানে গানে

উঠছে জেগে- সেই কথা কি সূর্ষি মামা জানে?

কবি- সুকুমার রায়

আরোও পড়ুন

বাংলা কবিতা – ফলার বর্ণন

error: Content is protected !!