পৃথিবীর

পৃথিবীর কথা – পৃথিবীর সম্বন্ধে ৩০ টি অজানা প্রশ্ন উত্তর

পৃথিবীর কথা (পৃথিবীর সম্বন্ধে) ৩০টি অজানা ও প্রয়োজনীয় প্রশ্ন উত্তর । Some Special Questions & Answers about Earth .

১) পৃথিবীর আকার কেমন?
উত্তরঃ- পৃথিবীর আকার গোলাকার উত্তর ও দক্ষিণ প্রান্ত সামান্য একটু চ্যাপ্টা। ঠিক একটা কমলালেবুর মতো।

২) পৃথিবীর পরিধি কত?
উত্তরঃ- পৃথিবীর পরিধি পূর্ব ও পশ্চিমে ৪০,০৭৫ কিলোমিটার ও উত্তর ও দক্ষিণে ৪০,০০৭ কিলোমিটার।

৩) পৃথিবীর ব্যাস কত?
উত্তরঃ- পৃথিবীর ব্যাস পূর্বে ও পশ্চিমে ১২,৭৫৫ ও উত্তরে ও দক্ষিণে ১২,৭১২ কিলোমিটার।

৪) পৃথিবীর আয়তন কত?
উত্তরঃ- পৃথিবীর আয়তন ৫১,০১,০০৫০০ কিমি.।

৫) সূর্যের চারিদিকে পৃথিবীর একবার কত সময় লাগে?
উত্তরঃ- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।

৬) সূর্যের চারিদিকে পৃথিবী কত বেগে ঘুরছে?
উত্তরঃ- প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কিলোমিটার বেগে।

৭) পৃথিবীতে সূর্যের আলো আসতে কত সময় লাগে?
উত্তরঃ- প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড

৮) পৃথিবীর গতি কয় প্রকার ও কী কী?
উত্তরঃ- দুই প্রকার। আহ্নিকগতি ও বার্ষিক গতি।

৯) আহ্নিক গতি কাকে বলে?
উত্তরঃ- পৃথিবী নিজের কাল্পনিক মেরুদণ্ডের উপর ভর করে প্রায় ২৪ ঘণ্টায় একবার পাক খায়। এই গতির নাম আহ্নিক গতি।

১০) আহ্নিক গতি ফলে কী হয়?
উত্তরঃ- আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন ও রাত্রি হয়।

১১) বার্ষিক গতি কাকে বলে?
উত্তরঃ- পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর ঘুরতে ঘুরতে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এই গতিকে বার্ষিক গতি বলে।

১২) বার্ষিক গতির ফলে কী হয়?
উত্তরঃ- বার্ষিক গতির ফলে পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়।

১৩) পৃথিবীতে দিন ও রাত সমান হয় কবে?
উত্তরঃ- ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।

১৪) পৃথিবী এর কয়টি মেরু ও কী কী?
উত্তরঃ- দুইটি মেরু সুমেরু ও কুমেরু বা দক্ষিণ মেরু বা উত্তর মেরু।

১৫) সুমেরু ও কুমেরু কাকে বলে?
উত্তরঃ- পৃথিবীর সর্ব উত্তর ভাগকে সুমেরু ও সর্ব দক্ষিণ ভাগকে কুমেরু বলে।

১৬) পৃথিবীর কোথায় বছরে ছয়মাস দিন ও ছয় মাস রাত হয়?

উত্তরঃ- উত্তর মেরুতে ও দক্ষিণ মেরুতে।

১৭) পৃথিবী এর কত ভাগ জল ও কত ভাগ স্থল আছে?
উত্তরঃ- পৃথিবী এর তিনভাগ জল ও এক ভাগ স্থল।

১৮) পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?
উত্তরঃ- পৃথিবীতে সাতটি মহাদেশ আছে। যেমন-

(১) এশিয়া
(২) আফ্রিকা
(৩) উত্তর আমেরিকা
(৪) দক্ষিণ আমেরিকা
(৫) আন্টার্টিকা
(৬) ইউরোপ ও
(৭) অস্ট্রেলিয়া

১৯) পৃথিবী এর সবচেয়ে বড়ো মহাদেশ ও ছোট মহাদেশ কোনটি?
উত্তরঃ- পৃথিবী এর সবচেয়ে বড়ো মহাদেশ এশিয়া এবং সবচেয়ে ছোটো মহাদেশ অস্ট্রেলিয়া।

২০) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটি?
উত্তরঃ- আফ্রিকা মহাদেশ।

আরোও পড়ুন –

২১) পৃথিবী এর কোন দেশে রাতেও সূর্য দেখা যায়?
উত্তরঃ- নরওয়েতে রাতে সূর্য দেখা যায় ৷

২২) পৃথিবী এর জল ভাগকে কয়টি মহাসাগরে বিভত্ত করা হয়েছে ও কী কী?
উত্তরঃ- পৃথিবী এর জল ভাগকে পাঁচটি মহাসাগরে বিভত্ত করা হয়েছে।  যেমন-

(১) প্রশান্ত মহাসাগর
(২) আটলান্টিক মহাসাগর
(৩) ভারত মহাসাগর
(8) উত্তর মহাসাগর
(৫) দক্ষিণ মহাসাগর।

২৩) পৃথিবী এর সবচেয়ে বড়ো ও ছোট মহাসাগর কোনটি?

উত্তরঃ- সবচেয়ে বড়ো প্রশান্ত মহাসাগর ও সবচেয়ে ছোটো উত্তর মহাসাগর।

২৪) পৃথিবী এর গভীরতম মহাসাগর কোনটি?
উত্তরঃ- পৃথিবী এর গভীরতম মহাসাগরটি প্রশান্ত মহাসাগর।

২৫) সূর্যোদয়ের দেশ কাকে বলে?
উত্তরঃ- জাপানকে সূর্যোদয়ের দেশ বলে।

২৬) পৃথিবী র ছাদ কোন্‌ স্থানকে বলে?
উত্তরঃ- পামিরের মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।

২৭) কোন্‌ দেশকে স্বর্গপুরী বলা হয়?
উত্তরঃ- রোমকে দেশকে স্বর্গপুরী বলা হয়।

২৮) পবিত্রভূমি কোন্‌ দেশকে বলা হয়?
উত্তরঃ- প্যালেস্টাইনকে পবিত্রভূমি বলা হয়।

২৯) চিনির পাত্র কোন্‌ দেশকে বলা হয়?
উত্তরঃ- কিউবাকে।

৩০) নীল নদের দান কোন্‌ দেশকে বলা হয়?
উত্তরঃ- মিশরকে। বর্তমানে এর নাম ইজিপ্ট।

error: Content is protected !!