ভারতের

ভারতের বিশেষ কিছু প্রশ্ন ও উত্তর | ভারতবর্ষের কথা

ভারতের কথা Some Special Questions & Answers about India, Ancient India

“প্রাচীনকালে ভরত নামে এক রাজা আমাদের দেশে রাজত্ব করতেন। তাঁর নামানুসারে আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ “।

১) আমরা যে দেশে বাস করি তার নাম কী?
উত্তরঃ- ভারতবর্ষ।

২) ভারতের আয়তন কত?
উত্তরঃ- ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গ কি.মি.।

৩) ভারতের জনসংখ্যা কত?
উত্তরঃ- ১২১ কোটি ১ লক্ষ ৯৩ হাজার ৪২২ জন। (২০১১ সালের লোকগণনা অনুসারে)

৪) ভারতবর্ষ কবে স্বাধীন হয়?
উত্তরঃ- ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট।

৫) ভারত স্বাধীন হওয়ার পূর্বে কারা এই দেশ শাসন করত?
উত্তরঃ- ইংরেজরা ।

৬) ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- রবাট ক্লাইভ।

৭) ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা কে?
উত্তরঃ- মহাত্মা গান্ধি।

৮) ভারতবর্ষ কবে সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়?
উত্তরঃ- ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি।

৯) ভারতবর্ষের রাজধানীর নাম কী?
উত্তরঃ- ভারতবর্ষের রাজধানীর নয়া দিল্লী।

১০) ভারতের রাষ্ট্রভাষা কী?
উত্তরঃ- ভারতের রাষ্ট্রভাষা হিন্দি।

১১) ভারতে মোট স্বীকৃত ভাষা কয়টি ও কী কী?
উত্তরঃ- ভারতে মোট স্বীকৃত ভাষা ২২টি ৷ অসামিয়া, বাংলা, গুজরাত, হিন্দি, কানাড়া, কাশ্মিরী, মালয়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জবী, সংস্কৃত, তামিল, তেলেগু, উর্দু, সিন্ধি, কোঙ্কনি, মনিপুরি, নেপালি, বোড়ো, মৈথিলি, ডোগরি ও সাঁওতাল।

১২) ভারতের জাতীয় পতাকার রং কয়টি ও কী কী?
উত্তরঃ- ভারতের জাতীয় পতাকার রং তিনটি। যথা- ওপরে গেরুয়া, মাঝে সাদা ও নীচে সবুজ। সাদা অংশের মাঝখানে আছে অশোক চক্র।

গেরুয়া = ত্যাগ ও সাহসিকতার প্রতীক।
সাদা = শান্তি ও সত্যের প্রতীক।
সবুজ = বিশ্বাস ও সৌর্যের প্রতীক।
অশোক চক্র = অগ্রগতির প্রতীক।

১৩) অশোক চক্রে কয়টি দাগ থাকে?
উত্তরঃ- অশোক চক্রে ২৪ টি দাগ থাকে।

১৪) ভারতবর্ষ নাম হলো কেন?

উত্তরঃ- প্রাচীনকালে ভরত নামে এক রাজা আমাদের দেশে রাজত্ব করতেন। তাঁর নামানুসারে আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ।

১৫) ইন্ডিয়া নাম হলো কেন?
উত্তরঃ- প্রাচীনকালে গ্রিকরা সিন্ধু নদকে ইন্ডাস বলত। এই ইন্ডাস শব্দ থেকেই ইন্ডিয়া নামাকরণ হয়েছে।

১৬) ইংরেজরা ভারতে কত বছর শাসনকার্য চালান ?
উত্তরঃ- প্রায় ৩০০ বছর।

১৭) ভারতবর্ষের জাতীয় সংগীত কোনটি?
উত্তরঃ- জন গণ মন অধিনায়ক।

১৮) কোন্‌ সংগীতকে ভারতের জাতীয় সংগীতের ন্যায় সমাজ মর্যাদা দেওয়া হয়?

উত্তরঃ- বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত “বন্দে মাতরম্‌” এবং মহম্মদ ইকবালের রচিত “সারে জীহা সে আচ্ছা” গানটি।

ভারতের কিছু জাতীয় চিহ্ন:

জাতীয় চিহ্ন নাম
(১) জাতীয় প্রতীক অশোক স্তম্ভ
(২) জাতীয় ধ্বনিজয় হিন্দ
(৩) জাতীয় আদর্শ সত্যমেব জয়তে
(8) জাতীয় সংগীত জনগণ মন অধিনায়ক
(৫) জাতীয় পশু বাঘ
(৬) জাতীয় পাখি ময়ূর
(৭) জাতীয় ফুল পদ্ম
(৮) জাতীয় ফলআম
(৯) জাতীয় খেলা কবাড়ি
(১০) জাতীয় স্তন্যপায়ী প্রাণী ভারতীয় হাতি
ভারতের কিছু জাতীয় চিহ্ন

১৯) ভারতের কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্র?
উত্তরঃ- ২৯টি রাজ্য ৭টি কেন্দ্র শাসিত অঞ্চল।

২০) ভারতবর্ষের সবচেয়ে বড়ো ও ছোটো রাজ্য কোনটি ?
উত্তরঃ- ভারতবর্ষের সবচেয়ে বড়ো রাজ্য রাজস্থান ও সবচেয়ে ছোটো গোয়া।

২১) ভারতবর্ষের সর্বাধিক শিক্ষিত রাজ্য কোন্‌টি?
উত্তরঃ- ভারতবর্ষের সর্বাধিক শিক্ষিত রাজ্যটি কেরালা।

২২) ভারতে শহরের সংখ্যা কত ?
উত্তরঃ- ভারতে শহরের সংখ্যা ৩৩৫৬টি।

২৩) ভারতের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ- ভারতের বৃহত্তম শহর মুম্বাই।

২৪) ভারতবর্ষের কয়েকটি প্রধান শহরের নাম বল?
উত্তরঃ- ভারতবর্ষের কয়েকটি প্রধান শহরের নাম হলো – মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি, পাটনা, বেঙ্গালুর প্রভৃতি।

২৫) ভারতবর্ষের সবচেয়ে ঘনবসতি পূর্ণ রাজ্য কোনটি ?
উত্তরঃ- পশ্চিমবঙ্গ।

২৬) ভারতের তিনটি শৈল শহরের নাম বল?

উত্তরঃ- দার্জিলিং, সিমলা, নৈনিতাল।

২৭) ভারতের কোন্‌ জায়গাকে ভুস্বর্গ বলে?
উত্তরঃ- ভারতের কাশ্মিরকে ভুস্বর্গ বলে৷

২৮) ভারতবর্ষের সবচেয়ে বড়ো জেলা কোন্‌টি?
উত্তরঃ- ভারতবর্ষের সবচেয়ে বড়ো জেলা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম।

২৯) ভারতবর্ষের সবচেয়ে বড়ো রাস্তা কোনটি?
উত্তরঃ- গ্রান্ড ট্যাঙ্ক রোড (২৪০০ কিমি)।

৩০) ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ- ভারতের দীর্ঘতম নদী গঙ্গা৷

৩১) ভারতবর্ষেরসর্ব বৃহৎ পর্বতমালা কোনটি?
উত্তরঃ- ভারতবর্ষের সর্ব বৃহৎ পর্বতমালা – হিমালয় পর্বতমালা (দৈর্ঘ্য ২৫০০ কিমি)

৩২) ভারতবর্ষের সবচেয়ে বড়ো হ্রদ কোনটি?
উত্তরঃ- ভারতবর্ষের সবচেয়ে বড়ো হ্রদ কাশ্মিরের উলার হ্রদ।

৩৩) ভারতবর্ষের উচ্চতম গিরিশৃঙ্খ কোন্‌টি?
উত্তরঃ- গডউইন অস্টিন বা K2 (উচ্চতা ৮,৬১১ মিঃ)

34) ভারতবর্ষের বৃহত্তম বাঁধ কোনটি?
উত্তরঃ- ভারতবর্ষের বৃহত্তম বাঁধ উত্তরাখন্ডের তেহরি বীধ।

৩৫) ভারতবর্ষের বৃহত্তম জাতীয় সড়ক কোনটি?
উত্তরঃ- ভারতবর্ষের বৃহত্তম জাতীয় সড়ক NH 7 (৬৩৬৯ কি, মি) বারানসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্বৃত।

৩৬) ভারতে অবস্থিত মরুভূমিটির নাম কী?
উত্তরঃ- ভারতে অবস্থিত মরুভূমিটির নাম থর মরুভূমি।

৩৭) ভারতবর্ষের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তরঃ- ভারতবর্ষের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়।

৩৮) ভারতবর্ষের কোথায় সর্ব বৃহৎ লোহার কারখানা?
উত্তরঃ- ভারতবর্ষের ঝাড়খন্ডের জামসেদপুর টাটা নগরে সর্ব বৃহৎ লোহার কারখানা ।

৩৯) ভারতবর্ষের কোথায় হিরের খনি আছে?
উত্তরঃ- ভারতবর্ষের গোলকুন্ডায় হিরের খনি আছে।

৪০) ভারতের কোথায় সোনার খনি আছে?

উত্তরঃ- ভারতের মহীশুরের কোলার ও তামিল নাড়ুর অনন্তপুরে সোনার খনি আছে।

৪১) ভারতবর্ষের প্রধান খনিজ দ্রব্য কী কী?
উত্তরঃ- ভারতের প্রধান খনিজ দ্রব্য – সোনা, রূপা, লোহা, তামা, কয়লা, অভ্র, সিসা, ম্যাঙ্গানিজ প্রভৃতি।

৪২) ভারতবর্ষের প্রধান কৃষিজাত দ্রব্য কী কী?
উত্তরঃ- ভারতবর্ষের প্রধান কৃষিজাত দ্রব্য –
ধান, পাট, গম, আখ, যব, চা, তুলো ইত্যাদি।

৪৩) ভারতবর্ষের কোন্‌ কোন্‌ রাজ্যে কয়লা উৎপন্ন হয়?
উত্তরঃ- প্রধানত বিহার, ঝাড়খণ্ড, মেঘালয়, পশ্চিমবঙ ও মধ্যপ্রদেশে।

৪৪) ভারতবর্ষের কোথায় পেট্রোলিয়াম পাওয়া যায়?
উত্তরঃ- ভারতবর্ষের অসম রাজ্যে পেট্রোলিয়াম পাওয়া যায়।

৪৫) ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানকে কী বলে?
উত্তরঃ- ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি বলে।

৪৬) ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তরঃ- ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড° রাজেন্দ্র প্রসাদ।

৪৭) ভারতবর্ষের প্রথম প্রধান মন্ত্রী কে?
উত্তরঃ- ভারতবর্ষের প্রথম প্রধান মন্ত্রী জওহরলাল নেহেরু।

৪৮) ভারতবর্ষের আইন সভার নাম কী?
উত্তরঃ- ভারতবর্ষের আইন সভার নাম পার্লামেন্ট।

৪৯) ভারতবর্ষের প্রধান বিচারালয়ের নাম কী?
উত্তরঃ- ভারতবর্ষের প্রধান বিচারালয়ের নাম সুপ্রিম কোর্ট।

error: Content is protected !!