বিজ্ঞান

বিজ্ঞান কাকে বলা হয় ? শক্তি কত প্রকার ও কী কী?

বিজ্ঞান কথার অর্থ বিশেষ জ্ঞান । শক্তি সাত প্রকার, যেমন – তাপ শক্তি, বাষ্প শক্তি, সৌর শক্তি, জল শক্তি, বিদ্যুৎ শক্তি, জ্বালানি শক্তি ও পারমাণবিক শক্তি ।


১) বিজ্ঞান কাকে বলা হয়?
উত্তরঃ- বিজ্ঞান কথার অর্থ বিশেষ জ্ঞান।

২) তাপ কী?
উত্তরঃ- তাপ এক ধরনের শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয়।

৩) শক্তি কত প্রকার ও কী কী?
উত্তরঃ- শক্তি সাত প্রকার, যেমন – তাপ শক্তি, বাষ্প শক্তি, সৌর শক্তি, জল শক্তি, বিদ্যুৎ শক্তি, জ্বালানি শক্তি ও পারমাণবিক শক্তি।

৪) তাপ শক্তির উৎস কী?
উত্তরঃ- তাপ শক্তির উৎস আগুন।

৫) তাপ শক্তি কি কাজে লাগে?
উত্তরঃ- জল গরম করা, রান্না করা, লোহা, তামা, সোনা, রুপা প্রভৃতি ধাতু গলিয়ে নানারকম জিনিস তৈরি করা প্রভৃতি।

৬) বাষ্প শক্তি কী?
উত্তরঃ- গরম হলে ধোয়া, কয়লা পোড়ালে ও বাষ্পশক্তি উৎপন্ন হয়।

৭) বাষ্পশক্তির সাহায্যে কি কাজ করা হয়?
উত্তরঃ- রেলগাড়ির ইঞ্জিন চালানো হয়।

৮) জল কতটা ঠাণ্ডা হলে বরফে পরিণত হয়?
উত্তরঃ- ০ ডিগ্রি সেলসিয়াসে জল বরফে পরিণত হয়।

৯) জলের কঠিন ও গ্যাসীয় রূপের নাম কী?
উত্তরঃ- কঠিন রূপ বরফ এবং গ্যাসীয় রূপ বাষ্প

১০) বল কী?
উত্তরঃ- শরীরের জোর লাগিয়ে যে কাজ করা হয় তাকে বল হলে।

১১) কুয়ো থেকে জল তোলা এটা শক্তি না বল?
উত্তরঃ- বল।

১২) বাস চলছে এটা শক্তি না বল?
উত্তরঃ- শক্তি ।

১৩) বিশুদ্ধ লোহার রং কেমন?
উত্তরঃ- উজ্জ্বল সাদা।

১৪) সবচেয়ে কঠিন ধাতুর নাম কী?
উত্তরঃ- সবচেয়ে কঠিন ধাতুর নাম হীরে।

১৫) দুধের ঘনত্ব মাপার যন্ত্রটির নাম কী?

উত্তরঃ- ল্যাক্টোমিটার।

১৬) বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তরঃ- ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়।

১৭) কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা ধরা পড়ে?
উত্তরঃ- সিমসোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা ধরা পড়ে।

১৮) কোন্‌ যন্ত্রের সাহায্যে দূরের জিনিসকে বড়ো করে দেখা যায়?
উত্তরঃ- বাইনোকুলার যন্ত্রের সাহায্যে দূরের জিনিসকে বড়ো করে দেখা যায়

১৯) কম্পাস কী?
উত্তরঃ- দিক নির্ণয় করার যন্ত্র ।

২০) অনুবিক্ষণ যন্ত্র কী?
উত্তরঃ- অতি সুক্ষ জিনিসকে বড়ো করে দেখার যন্ত্র ।

২১) ডিনামাইট কী?
উত্তরঃ- এক ধরনের শত্তিশালী বিস্ফোরক।

২২) চাঁদে মানুষ বাস করতে পারে না কেন?
উত্তরঃ- বাতাস নেই বলে।

২৩) লেবুর রস টক কেন?
উত্তরঃ- সাইট্রিক আ্যাসিড থাকে বলে।

২৪) পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন?
উত্তরঃ- পিঁপড়ে কামড় দিয়ে ফরমিক আ্যাসিড ঢেলে দেয় ফলে ওই জায়গা জ্বালা করে।

২৫) রাতে বিড়ালের চোখ জ্বল জ্বল করে কেন?
উত্তরঃ- বিড়ালের চোখে টোপোটাম নামক এক ধরনের পদার্থ থাকে। সেটি অন্ধকারে জ্বল জ্বল করে।

২৬) বরফ জলে ভাসে কেন?
উত্তরঃ- বরফের ওজন সম পরিমাণ জলের ওজনের চেয়ে কম বলে বরফ জলে ভাসে।

২৭) কার্বন ডাই অক্সাইড গ্যাস কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ- আগুন নেভানোর কাজে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহৃত হয়।

২৮) কাঁচা আমের স্বাদ টক কেন?
উত্তরঃ- স্যালিক আ্যাসিড থাকে বলে কাঁচা আমের স্বাদ টক।

২৯) রক্ত রং লাল কেন?
উত্তরঃ- রক্ত লোহিত (লাল) কণিকা আছে বলে।

৩০) মানুষের বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ- হোমো সেপিয়েন্স।

আরোও পড়ুন –

ভারতবর্ষের ইতিহাসের কথা

error: Content is protected !!