যানবাহন

যানবাহন আমাদেরকে কিভাবে সাহায্য করে ?

যানবাহন এমন একটি পরিবহন ব্যবস্থা যাহা আমাদের দৈনন্দিন জীবনে তাহার ব্যবহার অপরিহার্য। স্কুল-কলেজে থেকে শুরু করে সর্বত্রই ব্যবহার করা হয়।

যানবাহন হাট-বাজারের সামগ্রী আনা-নেওয়ার কাজে অনেক সুবিধা করে দিয়েছে। এছাড়া যানবাহন আমাদের আরও অনেক কাজে সহায়তা করে। উদাহরণস্বরূপ দুর-দূরান্তে বিবাহ, সভা-সমিতি, মেলা বা কোনো স্থানে বেড়াতে গেলে যানবাহনের খুব প্রয়োজন। শুধু তাই নয়, ভিন্ন ভিন্ন মানুষের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতেও যানবাহনের ভূমিকা অনস্বীকার্য।

  • হাট-বাজারে বিভিন্ন জিনিস বেচাকেনা হয়।
  • স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন সামগ্রী হাটে বেচাকেনা হয়।
  • দুর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ী এসে হাট-বাজারে জিনিস বেচাকেনা করে।
  • হাট-বাজারে বেচাকেনার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় অনেক জিনিস পাওয়া যায়।
  • নৌকা, সাইকেল, গরুরগাড়ি, ঠেলাগাড়ি,বাস, ট্রাক ইত্যাদি যানবাহনের সাহায্যে হাট-বাজারে নানা ধরনের জিনিস আনা-নেওয়া হয়।
  • হাট-বাজারে জিনিস বেচাকেনা করে মানুষ জীবন নির্বাহ করে।
  • হাট-বাজারে যে শুধু জিনিস বেচাকেনা হয় তা নয়, এখানে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে
    পরিচয় ঘটে।

আরো এমন কিছু যানবাহন আছে যাহা আমরা কাজে লাগাই –

কাছাকাছি জায়গায় রিকশা বা সাইকেলে আসা-যাওয়া করা যায়।

ঘোড়ার গাড়ি, ঠেলা গাড়ি করেও জিনিসপত্র আনা-নেওয়া করা যায়।

বাসে করে দুর-দুরান্তে যাওয়া যায়। তেমনি জিনিসপত্রও ট্রাকে করে অনেক দূর নিয়ে যাওয়া যায়। মালগাড়ি করেও অনেক দূরে জিনিসপত্র আনা-নেওয়া করা যায়।

বড় নদী ও সাগরে জাহাজ চলাচল করে। জাহাজে মানুষ ও জিনিসপত্র আনা-নেওয়া করা যায়।

কিছু কিছু যানবাহন নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়

রোগীর চিকিৎসা নিতে অ্যাম্বুল্যান্স ব্যবহৃত হয়৷

আগুন নেভানোর কাজে অগ্নিনির্বাপক গাড়ি ব্যবহৃত হয়৷

শহরে বা নগরে পানীয় জল সরবরাহ করতে গাড়ি ব্যবহার করা হয়৷

চিঠিপত্র আনা-নেওয়া করার জন্য ডাকঘরের লাল রঙের গাড়ি ব্যবহৃত হয়।

আরো পড়ুন –

গাছপালা থেকে আমরা কি কি পাই ?

error: Content is protected !!