ভারতের রাজ্য ও রাজধানীর নাম

ভারতের রাজ্য ও রাজধানী র নাম | State and capital of India

ভারতের রাজ্য ও রাজধানী র নাম (State and capital of India)

রাজ্যরাজধানীর
অসমদিশপুর
তামিলনাড়ু চেন্নাই
অরুণাচল প্রদেশইটানগর
ত্রিপুরা আগরতলা
মেঘালয়শিলং
কেরল তিরুবন্তপুরম
মণিপুরইম্ফল
কর্ণাটক বাঙ্গালুরু
মিজোরাম আইজল
নাগাল্যান্ড কোহিমা
গুজরাট গান্ধিনগর
সিকিম গ্যাংটক
মহারাষ্ট্র মুম্বাই
পশ্চিমবঙ্গ কলকাতা
মধ্যপ্রদেশ ভূপাল
বিহার পাটনা
উত্তর প্রদেশলক্ষ্ণৌ
ঝাড়খন্ড রাঁচী
উত্তরাখন্ড দেরাদুন
ওড়িশা ভুবনেশ্বর
পাঞ্জাব চণ্ডীগড়
ছত্তিশগড় রায়পুর
হিমাচল প্রদেশ সিমলা
অন্ধ্রপ্রদেশ হায়দারাবাদ
হরিয়ানা চণ্ডীগড়
রাজস্থান জয়পুর
তেলেঙ্গানা হায়দারাবাদ

ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলগুলো-

দিল্লি, চণ্ডীগড়, পণ্ডিচেরী, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ,  লাক্ষাদ্বীপ ,  দমন ও দিউ আর দাদরা ও নগর হাভেলি,  জম্মু-কাশ্মীর ও লাদাখ।

অসম রাজ্যের জেলা সমূহের বিবরণ

wikipedia

error: Content is protected !!