Description of districts of Assam

Assam Districts | Total Districts of Assam অসমের জেলা

অসমের জেলা সমূহের বিবরণ

Total Districts of Assam. How many Districts of Assam, Districts of Assam, Total Districts of Assam. Description of the districts of the State of Assam || Description of districts of Assam || Assam’s All Districts name || অসমের জেলা সমূহের বিবরণ  ৷

এই পোস্টে শেখার বিষয় হলো – (১) নিজ জেলার মহকুমা ও সদর স্থান সম্বন্ধে জানবো।
(২) নিজ জেলার প্রসিদ্ধ স্থান ।
(৩) নিজ জেলার প্রধান নদী,  উপনদীর বিষয়ে।
(৪) নিজ জেলায় উৎপন্ন হওয়া প্রধান শস্যের বিষয়ে।
(৫) নিজ জেলার যাতায়াত ব্যাবস্থা ও প্রধান শিল্প উদ্যোগের বিষয়ে৷

Total Districts of Assam

অসম রাজ্যের জেলাগুলো – হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড়, তিনসুকিয়া, ডিব্রুগড়,  লক্ষিমপুর, ধেমাজি, শিবসাগর, যোরহাট, গোলাঘাট, শোণিতপুর, দরং, ওদালগুড়ি,  নগাঁও, মরিগাঁও, কামরূপ (মহানগর), কামরূপ, নলবাড়ি, বরপেটা,  বাকসা, বঙাইগাঁও,  চিরাং, গোয়ালপাড়া, কোকরাঝাড়, ধুবড়ি, কার্বি আংলং (পূর্ব), ডিমা হাসাও, বিশ্বনাথ, চরাইদেউ, হোজাই, মাজুলী, দক্ষিণ শালমারা মানকাচর, পশ্চিম কার্বিআংলং

Hailakandi , Karimganj, Cachar, Tinsukia, Dibrugarh, Lakhimpur, Dhemaji, Sivasagar, Jorhat, Golaghat, Sunitpur, Darang, Udalguri , Nagaon, Morigaon, Kamrup (Metro), Kamrup ( Rural), Nalbari, Barpeta, Baksha, Bongaigaon, Chirang, Goalpara, Kokrajhar, Dhubri, Karbi Anglong (East), Dima Hasao, Biswanath, Charaideo, Hojai Majuli, South Salmara Mankachar, Karbi Anglong (West)

Description of districts of Assam

১।  জেলার নাম : হাইলাকান্দি

সদর স্থান : হাইলাকান্দি

প্রধান স্থান সমূহ : হাইলাকান্দি,  লালা, আলগাপুর,  পাঁচগ্রাম

মহকুমা : হাইলাকান্দি,  কাটলিছড়া

নদী-উপনদী : বরাক, ধলেশ্বরী, কাটাখাল

প্রধান শস্য : ধান, ডাল, পাট, ইক্ষু, চা, পাণ-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : কাগজ, চা, বাঁশ-বেতের সামগ্রী

২। জেলার নাম : করিমগঞ্জ

সদর স্থান : : করিমগঞ্জ, 

প্রধান স্থান সমূহ : : করিমগঞ্জ, চরগোলা, বদরপুর, রামকৃষ্ণনগর, কালিগঞ্জ,  পাথারকান্দি।

মহকুমা : করিমগঞ্জ, রামকৃষ্ণনগর, পাথারকান্দি।

নদী-উপনদী : বরাক, কুশিয়ারা, লঙ্গাই, শিঙীয়া ।

প্রধান শস্য : ধান, ডাল, পাট, ইক্ষু, পান-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ।

প্রধান শিল্প উদ্যোগ : চিনি, বাঁশ-বেতের সামগ্রী,  মাটির বাসন ।

৩। জেলার নাম : কাছাড়

সদর স্থান : শিলচর

প্রধান স্থান সমূহ : শিলচর, উদারবন্দ, লক্ষিপুর, খাছপুর,  কালাইন।

মহকুমা : শিলচর, লক্ষিপুর, কাটিগড়া, সোনাই।

নদী-উপনদী : বরাক জিরি,  চিরি, জাটিঙ্গা, মধুরা,  রুকনি, সোনাই।

প্রধান শস্য : ধান, চা, ডাল, পাট, সরষে, ইক্ষু

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, বিমানপথ, জলপথ।

প্রধান শিল্প উদ্যোগ : চা, প্লাইউড, বাঁশ-বেতের সামগ্রী, পাটি।

৪। জেলার নাম :  তিনসুকিয়া

সদর স্থান : তিনসুকিয়া

প্রধান স্থান সমূহ : তিনসুকিয়া,  ডিগবয়, মার্ঘেরিটা, ডুমডুমা, চেপাখোয়া, লিডু, শৈখোয়াঘাট।

মহকুমা : তিনসুকিয়া, মার্ঘেরিটা, সদিয়া

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, দিবং, লোহিত, ডাঙরি, ডিব্রু, বুড়িদিহিং, ডুমডুমা, কুণ্ডিল

প্রধান শস্য : চা, ধান, ডাল, সরষে, কমলালেবু, আদা, পান-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ।

প্রধান শিল্প উদ্যোগ : চা,  কয়লা উত্তোলন, প্লাইউড, মোমবাতি, প্রাকৃতিক গ্যাস সংগ্রহ, তেল পরিশোধন

৫। জেলার নাম : ভিব্রুগড়

সদর স্থান : ভিব্রুগড়

প্রধান স্থান সমূহ : নামরূপ, দুলিয়াজান,
মরান, নাহরকটিয়া, চাবুয়া

মহকুমা : ভিব্রুগড় ,নাহরকটিয়া, মরাণ

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, ডিব্রু, চেঁচা, বুড়িদিহিং, লুইত।

প্রধান শস্য : ধান, ডাল, সরষে, চা, পান, সুপারি, ইক্ষু৷

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ, বিমানপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, কয়লা, প্লাইউড, রেল মেরামতি, প্রাকৃতিক গ্যাস সংগ্রহ, গেছ ক্রেকার প্রকল্প৷

৬। জেলার নাম : লখিমপুর

সদর স্থান :  উত্তর লখিমপুর

প্রধান স্থান সমূহ : উত্তর লখিমপুর,  হারমতী, নারায়ণপুর,  বিহপুরিয়া, ঢকুয়াখানা, পানীগাও,  লালুক, বান্দরদোয়া

মহকুমা : উত্তর লখিমপুর,  ঢকুয়াখানা, নারায়ণপুর, বিহপুরিয়া,

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কঢ়া, সুবনশিরি, রাঙানৈ, ডিক্রং, চারিকড়িয়া, ধূনা, ঘাগর

প্রধান শস্য : ধান, ডাল, পাট, সরষে, ইক্ষু, চা, পান, সুপারি, পাট

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, বিমানপথ, জলপথ।

প্রধান শিল্প উদ্যোগ : চা,  এন্ডি, মুগা

৭। জেলার নাম : ধেমাজি

সদর স্থান : ধেমাজি

প্রধান স্থান সমূহ : ধেমাজি,  জোনাই, বরদলনি, শিলাপাথার,  লিকাবালি, গোগামুখ

মহকুমা : ধেমাজি,  জোনাই,

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, দিকারি, সিমেন, টাঙনি, গাই, নদী, জীয়াঢল, সুবনশিরি

প্রধান শস্য : ধান, ডাল, সরষে, ইক্ষু, পান, সুপারি, আলু।

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ,  জলপথ।

প্রধান শিল্প উদ্যোগ : এন্ডি, মুগা

৮। জেলার নাম : শিবসাগর

সদর স্থান : শিবসাগর

প্রধান স্থান সমূহ : শিবসাগর,  নাজিরা, চারিং, আমগুড়ি

মহকুমা :-  শিবসাগর,  নাজিরা

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, ডিমৌ, দিসাং, দিখৌ, জাজি, নামদাং, বুড়ি, দিহিং, দরিকা

প্রধান শস্য : ধান, চা, ডাল, সরষে, ইক্ষু, পান, সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : খনিজ তেল উত্তোলন, প্রাকৃতিক গ্যাস সংগ্রহ, চা, এন্ডি, মুগা, রেশম।

৯। জেলার নাম : যোরহাট

সদর স্থান : যোরহাট

প্রধান স্থান সমূহ : যোরহাট, মরিয়ানি, তিতাবর, টিয়ক

মহকুমা : যোরহাট, তিতাবর

নদী-উপনদী : ব্রহ্মপুত্র,  টিয়ক, দিচৈ-ভোগদৈ, গেলাবিল, জাজি, কাকডোঙা

প্রধান শস্য : ধান, চা, ডাল, সরষে, ইক্ষু

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ,  জলপথ,  বিমানপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, প্লাইউড, খনিজ তেল উত্তোলন,  এন্ডি, মুগা, রেশম

১০। জেলার নাম : গোলাঘাট

সদর স্থান : গোলাঘাট

প্রধান স্থান সমূহ : গোলাঘাট, দেড়গাঁও, বরুয়া-বামুণগাঁও,  সরুপাথার, বোকাখাত, ফরকাটিং, নুমলিগড়

মহকুমা : গোলাঘাট, ধনশিরি, বোকাখাত, মেরাপানী

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কাকডোঙা, ধনশিরি, রেংমা, ঘিলাধারী, দৈয়াং, ডিফলু, গেলাবিল

প্রধান শস্য : ধাম, চা, ডাল, সরষে, ইক্ষু, শাক-সবজি , পান, সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ,  জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, প্লাইউড, এন্ডি, মুগা, চিনি ও তেল পরিশোধন 

১১। জেলার নাম :  শোনিতপুর

সদর স্থান : তেজপুর

প্রধান স্থান সমূহ : তেজপুর,  ঢেকিয়াজুলি, মিছামারি, চারদুয়ার, জামুগুড়ি, চতিয়া, রাঙাপারা

মহকুমা : তেজপুর,  ঢেকিয়াজুলি

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, জিয়াভরলি, গাভরু, বেলশিরি, দিকরাই

প্রধান শস্য : ধান, চা, ডাল, সরষে, পাট, ইক্ষু, পান, সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ,  জলপথ,  বিমানপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, কার্পাস সুতো, পাট

১২। জেলার নাম : দরং

সদর স্থান : মঙ্গলদৈ

প্রধান স্থান সমূহ : মঙ্গলদৈ, চিপাঝার, পাথরিঘাট, দলগাঁও, দেওমরনৈ, দুনী, দুমুনীচকী, দিপিলা ৷

মহকুমা : মঙ্গলদৈ

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, বরনদী, ননৈ, নোয়া, মঙ্গলদৈ, মরাধনশিরি, জিয়াধনশিরি  ৷

প্রধান শস্য : ধান, ডাল, পাট, চা, ইক্ষু, সরষে, শাক-সবজি,  চা, পান, সুপারি  ৷

যাতায়াত ব্যাবস্থা : সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ-বেতের সামগ্রী, রাসায়নিক সুতো, চা

১৩। জেলার নাম :  ওদালগুড়ি

সদর স্থান : ওদালগুড়ি 

প্রধান স্থান সমূহ : ওদালগুড়ি,  ভৈরবকুণ্ড, রৌতা, পানেরি, টংলা,  ওরাং, খৈরাবাড়ি, কলাইগাঁও

মহকুমা : ওদালগুড়ি, ভেরগাঁও

নদী-উপনদী : বরনদী, ননৈ, নোয়া, জিয়াধনশিরি, মরাধনশিরি

প্রধান শস্য : ধান, চা, সরষে, ইক্ষু, ককমলালেবু,  শাক-সবজি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, বাঁশ-বেতের সামগ্রী, হস্ত-তাঁত শিল্প

১৪। জেলার নাম :  নগাঁও

সদর স্থান : নগাঁও

প্রধান স্থান সমূহ : নগাঁও,  শিলঘাট, জখলাবন্ধা, রূপহী, ধিং, বরদোয়া, রহা, চাপরমুখ, কামপুর, কলিয়াবর, পুরণিণ্ডদাম

মহকুমা : নগাঁও, কলিয়াবর

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কপিলী, ননৈ, কলং

প্রধান শস্য : ধান, ডাল, ইক্ষু, পাট, চা, সরষে, শাক-সবজি, পান, সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, পাট, চিনি, মৃৎশিল্প

১৫। জেলার নাম : মরিগাঁও

সদর স্থান : মরিগাঁও

প্রধান স্থান সমূহ : মরিগাঁও, জাগিরোড, ধরমতল, লাহরিঘাট, মৈরাবাড়ি, জাগীভকতগাঁও

মহকুমা : মরিগাঁও

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কলং, কপিলী, কিলিং, সোনাই, পকরিয়া

প্রধান শস্য : ধান, চা, ডাল, পাট, ইক্ষু, সরষে, পান, সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : কাগজ, শুকনো মাছ, মৃৎশিল্প,  পাট

১৬। জেলার নাম : কামরূপ (মহানগর)

সদর স্থান : গুয়াহাটি

প্রধান স্থান সমূহ : গুয়াহাটি,  উত্তর গুয়াহাটি, আমিনগাঁও,  বরঝাড়,  জালুকবাড়ি, বশিষ্ঠ,  ক্ষেত্রী, দিশপুর, নারেঙ্গি, চন্দ্রপুর, সোণাপুর, যোরাবাট

মহকুমা : গুয়াহাটি, দিশপুর, চন্দ্রপুর, সোণাপুর,

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, বশিষ্ঠ, ভরলু, বাহিনী, ডিগারু

প্রধান শস্য : ধান, সরষে, তিল, শাক-সবজি, নারকেল, পান, সুপারি, কমলালেবু,  আনারস,

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ, বিমানপথ

প্রধান শিল্প উদ্যোগ : তেল শোধনাগার,  প্লাস্টিক সামগ্রী,  লোহার নির্মিত সামগ্রী,  সাবান

১৭। জেলার নাম : কামরূপ

সদর স্থান : আমিনগাঁও

প্রধান স্থান সমূহ : বাইহাটা, চারিয়ালি, বকো, রঙিয়া, হাজো, মির্জা, শুয়ালকুচি, বিজয়নগর, নগরবেরা,  ছয়গাঁও,  পলাশবাড়ি 

মহকুমা : কামরূপ, রঙিয়া, আজারা, দক্ষিণ কামরূপ

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, পুটিমারি, বরলিয়া, কলসী, বকো, শিংরা

প্রধান শস্য : ধান, ডাল, সরষে, তিল, ফল-মূল, নারকেল, পান,  সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : পিতলের বাসন, পাট, মুগার কাপড়,  হস্ত-তাঁত শিল্প

১৮। জেলার নাম : নলবাড়ি

সদর স্থান : নলবাড়ি

প্রধান স্থান সমূহ : নলবাড়ি,  ধমধমা, চামতা, টিহু, বেলশর, ঘগ্রাপার,  কৈঠালকুচি, বিজুলিঘাট, মুকালমুয়া, রামপুর

মহকুমা : নলবাড়ি,  টিহু, মুকালমুয়া

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, বরলিয়া, পাগলাদিয়া, বুড়াদিয়া, মরা পাগলাদিয়া, টিহু

প্রধান শস্য : ধান, ডাল, সরষে, ইক্ষু, নারকেল, পান-সুপারি, শাক-সবজি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ-বেতের সরঞ্জাম,  হস্ত-তাঁত শিল্প

১৯। জেলার নাম : বরপেটা

সদর স্থান : বরপেটা

প্রধান স্থান সমূহ : বরপেটা,  সুন্দরীদিয়া, পাটবাউসী, মন্দিরা, বাঘবর, বহরি, চেঙা, দৌলাশাল, জনিয়া, সর্থেবাড়ি, সরভোগ, হাউলি, বরপেটারোড, ভবানীপুর,  পাঠশালা

মহকুমা : বরপেটা, বজালি, সরভোগ, কলগছিয়া, সরুক্ষেত্রি

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কালদিয়া, পহুমারা, পল্লা, বেকি, নখন্দা

প্রধান শস্য : ধান, ডাল, পাট, সরষে, পান-সুপারি, শাক-সবজি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : কাঁসার বাসনপত্র, হাতির দাঁতের সামগ্রী, সরষের তেল, সুপারি উদ্যোগ

২০। জেলার নাম : বাকসা

সদর স্থান : মুসলপুর

প্রধান স্থান সমূহ : মুসলপুর ,  তামুলপুর,  কুমারিকাটা, নাগ্রিজুলি, গোরেশ্বর,  নিকাশি, সুবনখাটা, বরমা,  জালাহ, অঞ্চলি, শালবাড়ি

মহকুমা : শালবাড়ি, মুসলপুর ,  তামুলপুর

নদী-উপনদী : বেকী নৈ, পহুমরা, টিহু, মরা পাগলাদিয়া, বুঢ়াদিয়া, পাগলাদিয়া, বরলিয়া, পুঠিমারি

প্রধান শস্য : ধান, ডাল, সরষে, ইক্ষু, নারকেল, কচু, পান-সুপারি, শাক-সবজি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ-বেতের সামগ্রী,  হস্ত-তাঁত শিল্প

২১। জেলার নাম : বঙাইগাঁও

সদর স্থান : বঙাইগাঁও

প্রধান স্থান সমূহ : বঙাইগাঁও, উত্তর শালমারা, যোগীঘোপা, অভয়াপুরী, বৈঠামারি, মাজগাঁও, কোকিলা, চাপরাকাটা

মহকুমা : বঙাইগাঁও,  মানিকপুর, উত্তর শালমারা

নদী-উপনদী :  ব্রহ্মপুত্র, মানস, চম্পাবতী

প্রধান শস্য : ধান, সরষে, শাক-সবজি,  পান-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : অ্যালুমিনিয়াম, বাসন, লৌহ সামগ্রী নির্মাণ, রেল মেরামতি

২২। জেলার নাম : চিরাং

সদর স্থান : কাজলগাঁও

প্রধান স্থান সমূহ : কাজলগাঁও,  ঢালিগাঁও, চাপাগুড়ি, সিদলি, বিজনি, পানবাড়ি, ডাংতল

মহকুমা : কাজলগাঁও, বিজনি

নদী-উপনদী : চম্পাবতী,  আই, মানস

প্রধান শস্য : ধান, সরষে, শাক-সবজি,  পান-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : তেল শোধনাগার, হস্ত-তাঁত শিল্প

২৩। জেলার নাম : গোয়ালপাড়া

সদর স্থান : গোয়ালপাড়া

প্রধান স্থান সমূহ : গোয়ালপাড়া,  মরনৈ, কৃষ্ণাই, রংজুলি, দুধনৈ, আগিয়া, লক্ষীপুর, ধূপধরা, পঞ্চরত্ন, দলগোমা

মহকুমা : গোয়ালপাড়া, লক্ষীপুর

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, দুধনৈ, কৃষ্ণাই, জিনারি, জিঞ্জিরাম, দেওশিলা

প্রধান শস্য : ধান, ডাল, পাট, সরষে, কলা, আনারস, কমলালেবু,  পান-সুপারি, শাক-সবজি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : মৃৎশিল্প, কাঠের তৈরি সামগ্রী, বাঁশ-বেতের সামগ্রী

২৪। জেলার নাম : কোকরাঝাড়

সদর স্থান : কোকরাঝাড়

প্রধান স্থান সমূহ : কোকরাঝাড়, কচুগাঁও, গোসাইগাঁও, ফকিরাগ্রাম, দেবীতলা, কাজিগাঁও, শ্রীরামপুর, টিপ্ কাই, দোতমা, সালাকাটি

মহকুমা : কোকরাঝাড়, গোসাইগাঁও, পর্বতজরা

নদী-উপনদী : গৌরাঙ্গ, সরলভাঙা, সোণকোষ, হেল, তরাং, গদাধর, চম্পাবতী

প্রধান শস্য : ধান, ডাল, সরষে, তিল, পাট, কমলালেবু,  পান-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, প্লাইউড,  বাঁশ-বেতের সামগ্রী,  কাঠের তৈরি সামগ্রী 

২৫। জেলার নাম :  ধুবড়ি

সদর স্থান :  ধুবড়ি

প্রধান স্থান সমূহ : ধুবড়ি,  গৌরীপুর, গোলকগঞ্জ, লালমাটি, সাপটগ্রাম, বিলাসীপাড়া, আনন্দনগর, চাপর

মহকুমা : ধুবড়ি, বিলাসীপাড়া

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, সরলভাঙা, সোণকোষ, গদাধর, গৌরাঙ্গ

প্রধান শস্য : ধান, পাট, সরষে, ইক্ষু, ডাল, কার্পাস, শাক-সবজি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : দেশলাই, মাটির বাসন,  পুতুল

২৬। জেলার নাম : কার্বি আংলং (পূর্ব)

সদর স্থান : ডিফু

প্রধান স্থান সমূহ : ডিফু, হারমেন, বোকাজান, মাঞ্জা, হাওড়াঘাট, ডকমকা

মহকুমা : ডিফু, বোকাজান, হাওড়াঘাট

নদী-উপনদী : ধনশিরি, ডিফু, নামবর, কলিয়নী, যমুনা, দিখারু

প্রধান শস্য : কার্পস, তিল, রবার, সরষে, আলু, কচু, ধান, লঙ্কা, আদা, কমলালেবু, গম, ভুট্টা

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : বাশঁ-বেতের সামগ্রী, সিমেন্ট কারখানা, কয়লা,  চুনাপাথর উত্তোলন

২৭। জেলার নাম : ডিমা হাসাও

সদর স্থান : হাফলং

প্রধান স্থান সমূহ : হাফলং,  মাইবং, মাহুর, জাটিঙ্গা, উমরাংশু, গরমপানী

মহকুমা : হাফলং, মাইবং, দিয়ুংব্রা

নদী-উপনদী : কপিলী, দিয়াং, লাংটিং, জাটিঙ্গা, জিরি, ছিরি, জিনাম, লংক্রি

প্রধান শস্য : আলু, কচু, আদা, লঙ্কা, কার্পাস, আনারস, রবার, পেঁপে, ভুট্টা, পান-সুপারি, কমলালেবু

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : ক্ষুদ্র সিমেন্ট কারখানা, ফল সংরক্ষণ, চুনাপাথর উত্তোলন,  জলবিদ্যুৎ

২৮। জেলার নাম :  বিশ্বনাথ

সদর স্থান : বিশ্বনাথ চারিআলি

প্রধান স্থান সমূহ : গহপুর, হেলেম, বিহালি, হায়াজান, কলাবারি, লোহিতমুখ

মহকুমা : গহপুর, বিশ্বনাথ

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, বুরৈ, বরগাং, বালিজান, বুঢ়ীগাং, দিকরাই

প্রধান শস্য : ধান, চা, ইক্ষু

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, মাটির বাসন, পুতুল

২৯। জেলার নাম : চরাইদেউ

সদর স্থান : সোণারি

প্রধান স্থান সমূহ : চরাইদেউ, সোণারি, লাকুয়া, সাপেখাতি, মরাণ, টিয়ক

মহকুমা : চরাইদেউ

নদী-উপনদী : দিচাং, টুফুক, চাফাই, দিরৈ, দরিকা

প্রধান শস্য : ধান, সরষে, চা, পান-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা

৩০। জেলার নাম : হোজাই

সদর স্থান : হোজাই

প্রধান স্থান সমূহ : লামডিং, লংকা, হোজাই, নীলবাগান, যমুনামুখ, ডবকা

মহকুমা : হোজাই

নদী-উপনদী : কপিলী, যমুনা, দিক্রিং, লংকাজান, লাংফের

প্রধান শস্য : ধান, শাক-সবজি, পাট

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : হস্ত-তাঁত শিল্প,  বিড়ি কারখানা

৩১। জেলার নাম : মাজুলী

সদর স্থান : গড়মূর

প্রধান স্থান সমূহ : গড়মূর,  কমলাবাড়ি, দক্ষিণপাট, আউনিআটি, জেংরাইমুখ

মহকুমা : মাজুলী

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, টুণী, সুবণশিরি

প্রধান শস্য : ধান, শাক-সবজি, পাট

যাতায়াত ব্যাবস্থা : জলপথ, সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : হস্ত-তাঁত শিল্প

৩২। জেলার নাম : দক্ষিণ শালমারা মানকাচর

সদর স্থান : হাটশিঙিমারি

প্রধান স্থান সমূহ : সুখচর দক্ষিণ শালমারা, ফকিরগঞ্জ, মানকাচর

মহকুমা : দক্ষিণ শালমারা

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, কালনদী

প্রধান শস্য : ধান, সরষে, গম, পাট, ইক্ষু

যাতায়াত ব্যাবস্থা : সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ বেতের সামগ্রী

৩৩। জেলার নাম : পশ্চিম কার্বিআংলং

সদর স্থান : হামরেণ

প্রধান স্থান সমূহ : বৈথালাংচু, হামরেণ, ডংকামোকাম,  খেরনি

মহকুমা : হামরেণ

নদী-উপনদী : কপিলী, বরাপাণী, কিলিং, আমরিং, উমিয়াম

প্রধান শস্য : আলু, কচু, ধান, সরষে

যাতায়াত ব্যাবস্থা : সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ-বেতের সামগ্রী

*****

ভারতের রাজ্য ও রাজধানী

error: Content is protected !!