অতুলপ্রসাদ সেন কবি পরিচিতি

অতুলপ্রসাদ সেন কবি পরিচিতি- Atul Prasad Sen

কবি অতুলপ্রসাদ সেন,  কবি পরিচিতি Atul Prasad Sen

বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে যারা জীবনব্যাপী অবদানে সমৃদ্ধ করেছেন, তাঁদের মধ্যে অতৃলপ্রসাদ সেন অন্যতম। তীর জন্ম হয়েছিল বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন এবং পরে বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে লক্ষ্ণৌ শহরে ওকালতি করেন। লক্ষ্ণৌ শহরে তীর একটি মর্মর মূর্তি রয়েছে এবং লক্ষ বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি হল ঘর রয়েছে।

তিনি প্রায় দু’শোটি গান রচনা করেছিলেন। তার রচিত গানগুলো অতুলপ্রসাদী সংগীত নামে খ্যাত ৷ ‘কয়েকটি গান’ এবং ‘গীতিকুঞ্জ’ গ্রন্থে এই গানগুলো সংকলিত হয়েছে।

তার রচিত ‘উঠ গো ভারত লক্ষ্মী , ‘হও ধরমেতে ধীর, হও করমেতে বীর’, ‘আমায় হাত ধরে তুমি নিয়ে চল সখা’,  বধূ এমন বাদলে তুমি কোথা” ইত্যাদি গান বিখ্যাত। তার গানগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়- দেশপ্রেমমূলক সংগীত, ভক্তিগীতি ও প্রেমের গান।

অতুলপ্রসাদ সেন কবি পরিচিতি

আরোও পড়ুন

খনা প্রাচীন ভারতের একজন মহিলা জ্যোতির্বিদ। তিনি সিংহলের অর্থাৎ শ্রীলঙ্কার
রাজকন্যা ছিলেন। তার অসাধারণ জ্ঞানের পরিচয় পেয়ে বিক্রমাদিত্য তাকে রাজসভার
সভাসদ করেছিলেন।

অসমের সুসস্তান এই নৃত্যশিল্পীর নাম বিষ্ণুপ্রসাদ রাভা। ১৯০৯ সালের ৩১ শে জানুয়ারী পূর্ববঙ্গের ঢাকা শহরে তার জন্ম

error: Content is protected !!