প্রতিশব্দ

প্রতিশব্দ (Pratishabdo) | প্রতিশব্দ কাকে বলে? বাংলা ব্যাকরণ

কোন শব্দের সমান অর্থবিশিষ্ট অপর শব্দকে বলে উহার প্রতিশব্দ

একই শব্দকে রচনামধ্যে বারবার ব্যবহার না করিয়া উহার প্রতিশব্দ বা একার্থবাচক শব্দ ব্যবহার করিলে রচনায় মাধুর্য বৃদ্ধি পায়।

প্রতিশব্দ

১। অকস্মাৎ – সহসা, দৈবাৎ হঠাৎ।

২। অক্ষি -নয়ন, নেত্র, চক্ষু, চোখ, লোচন, আঁখি।

৩। অগ্নি – আগুন, অনল, পাবক, বহ্নি, হুতাশন, বিভাবসু।

৪। অন্ধকার – আঁধার, তিমির, তমঃ, তমিস্র।

৫। অতিথি – অভ্যাগত, আগন্তক, গৃহাগত।

৬। অশ্ব – ঘোটক, তুরগ, তুরঙ্গম, হয়, ঘোড়া।

৭। অজস্র – বহু, বিপুল, প্রচুর, অগণিত, অফুরান, অফুরন্ত।

৮। অজ্ঞ – মূর্খ, অশিক্ষিত, নির্বোধ, অবোধ।

৯। অহঙ্কার – গর্ব,দর্প, দম্ত, অভিমান।

১০। আনন্দ – হর্য, প্রফুল্লতা, উল্লাস, আহাদ, খুশি।

১১। আকাশ – গগন, নভ, ব্যোম, শূন্য, খ, অন্তরীক্ষ, অম্বর, আশমান।

১২। ইচ্ছা- বাসনা, কামনা, আকাঙক্ষা, বাঞ্ছা অভিপ্রায়, অভিলাষ, স্পৃহা, সাধ, অভিরুচি,
মনোরথ।

১৩। ঈশ্বর -ভগবান,বিধাতা, ধাতা, বিধি, বিভূ, সৃষ্টিকর্তা, জগৎপতি, ঈশ, জগন্মাথ, পরমেশ, পরমেশ্বর, আল্লা, খোদা, প্রভু৷

১৪। উত্তম – ভাল, সুন্দর, উৎকৃষ্ট, সেরা।

১৫। কর্ণ – কান, শ্রবণ, শ্রুতি, শোত্র ।

১৬। কিরণ – কর, প্রভা, অংশু, রশ্মি, দীপ্তি

১৭। গৃহ – ঘর, বাড়ী, আলয়, নিলয়, আবাস, ভবন, নিকেতন, সদন, গেহ।

১৮। ঘৃণা – অবজ্ঞা, অবহেলা, অনাদর, ঘেন্না।

১৯। চন্দ্র – চাঁদ, চন্দ্রমা, শশাঙ্ক, মৃগাঙ্ক, শশধর, সুধাকর, হিমকর, নিশাকর, নিশানাথ, নিশাপতি, সোম, সুধাংশু, হিমাংশু, সীতাংশু, দ্বিজরাজ, তারানাথ, ইন্দু।

২০। জল – বারি, নীর, পয়ঃ, অন্বু, উদক, সলিল, জীবন, তোয়।

২১। তীর – ভট, কুল, কিনারা, পুলিন, ধার, পার।

২২। ধন – ঐশ্বর্য, সম্পদ, বিত্ত, বিভব, অর্থ, টাকাকড়ি।

২৩। পদ্ম – কমল, শতদল, উৎপল, পঙ্কজ, সরোজ, নলিনী, সরসিজ, সরোরূহ, অরবিন্দ,
কুবলয়, ইন্দিবর।

২৪। নর – মানব, মানুষ, লোক, ব্যক্তি, জন, গণ।

২৫। পর্বত – পাহাড়, শৈল, ভূধর, অচল, অদ্রি, নগ, গিরি।

২৬। পক্ষী – পাখী, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, খেচর, খগ, দ্বিজ।

২৭। পৃথিবী – ধরিত্রী, ধরণী, ধরা, বিশ্ব, বসুধা, বসুমতী, বসুন্ধরা, জগৎ, ক্ষিতি, অবনী, মেদিনী, মহী, ভূ।

২৮। বন – কানন, কান্তার, অরণ্য, বিপিন, অটবী, জঙ্গল।

২৯। বায়ু – বাতাস, পবন, বাত, অনিল, সমীর, সমীরণ, গন্ধর্বহ, মরুৎ।

৩০। বৃক্ষ – গাছ, পাদপ, তরু, বিটপী।

৩১। মাতা – মা, জননী, প্রসূতি, মাতৃকা, গর্ভধারিণী, প্রসবিনী।

৩২। মেঘ – জলদ, জলধর, জীমুত, বারিদ, তোয়দ, অম্বর, নীরদ, অভ্র, কাদম্বিনী।

৩৩। যুদ্ধ – সংগ্রাম, সমর, রণ, আহব, দ্বন্দ্ব, লড়াই।

৩৪। রাজা – নৃপতি, নরপতি, ভূপতি, ক্ষিতিপতি, মহীপতি, প্রজাপতি, ক্ষিতীশ, নরেশ, নরেন্দ্র, নৃপ, প্রজাপাল, মহীপাল, নরাধিপ।

৩৫। রাত্রী – যামিনী, নিশা, ত্রিযামা, বিভাবরী, শর্বরী, ক্ষপা।

আরোও পড়ুন –

৩৬। লতা – ব্রততী, বল্লরী, বল্লী।

৩৭। সমুদ্র – সাগর, বারিধি, উদধি, জলধি রত্নাকর, সিন্ধু, পারাবার, অর্ণব।

৩৮। সর্প – ভুজঙ্গ, ভুজঙ্গম, অহি, ফণী, উরগ, আশীবিষ, সাপ।

৩৯। সিংহ – কেশরী, মৃগেন্দ্র, পশুরাজ, হরি।

৪০। সূর্য – রবি, দিবাকর, তপন, মার্তণ্ড, ভানু, দিনমণি, অরুণ, ভাস্কর, প্রভাকর, সবিতা,
বিভাবসু, অর্ক, মিহির, আদিত্য, অংশুমালী, দিনেশ।

৪১। হস্ত – হাত, কর, ভু, বাহু।

৪২। হির্ম্য – অট্টালিকা, প্রাসাদ, সৌধ।

৪৩। বিদ্যুৎ – বিজুলি, তড়িৎ, চপলা, ক্ষণপ্রভা, সৌদামিনী।

৪৪। মৃত্যু – মরণ, দেহত্যাগ, লোকান্তর, তিরোধান, তিরোভাব।

৪৫। বন্ধু – মিত্র, সুহৃদ, সখা।

৪৬। কেশ – চিকুর, অলক, কুন্তল, শিরোরুহ, চুল।

৪৭। ওষ্ঠ – অধর, ঠোট, চঞ্চু।

৪৮। ছবি – চিত্র, পট, আলেখ্য।

৪৯। ঝড় – ঝঞঝা, ঝটিকা, প্রভ্জন, বাত্যা।

৫০। ঋণ – ধার, কর্জ, দেনা।

error: Content is protected !!